"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি

in hive-129948 •  8 months ago 

1000085950.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটি জিনিস নিয়ে আসলাম। আসলে এবারের প্রতিযোগিতা টা আমার কাছে বেশ দারুন লেগেছিল। আর এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের তানজিরা আপুকে জানাই অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতা আয়োজন করে চলেছে। তবে এবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো।

20240205_161611.jpg

20240205_161917.jpg

আসলে ভালোবাসা অনেক সুন্দর একটা অনুভূতি। যেটা যেকোনো সময় এবং যে কোনদিন এবং যেকোনো মুহূর্তে হতে পারে। তেমনি আমাদের জীবনেও ভালোবাসার মানুষ অনেক রয়েছে। আমরা আমাদের প্রিয় সকল মানুষগুলোকে খুবই ভালোবাসি। তবে আজকে আমি আমার হাজবেন্ডের প্রতি ভালোবাসা রেখেই একটা কার্ড তৈরি করার চিন্তা করলাম। আসলে অনেক ধরনের কার্ড তৈরি করা যায় তবে আমি অনেক চিন্তাভাবনা করে একটা ডিজাইন বের করলাম। আসলে এই কার্ডের উপরে ধান দিয়ে ডিজাইন করলাম।

20240205_161537.jpg

আর কার্ডের ভেতরের অংশে একজন রোমান্টিক কাপেলের একটা সুন্দর মুহূর্ত কাটানোর দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ছোট ছোট বিষয়গুলো সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করেছি। আর কার্ডের ভেতরের অংশে আমাদের দুজনের নাম লিখেছে। সব মিলিয়ে একটি সুন্দর কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আর এই কার্ড আমার হাজবেন্ড কে উপহার দিয়েছি। আশা করি আমার আজকে তৈরি করা ভ্যালেন্টাইন্স ডে কার্ড আপনাদের ভালো লাগবে।

20240205_162126.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ জলরং
✓ রং করার তুলি
✓ রং কলম
✓ ঘাম
✓ ধান
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240206_114916.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি মোটা কাগজের মধ্যে একটি কাপল ছেলে মেয়েকে মোটা মার্কার কলম দিয়ে সুন্দরভাবে এঁকে নিলাম।

IMG_20240206_113953.jpg

ধাপ - ২ :

তারপর মেয়েটির আর ছেলেটির জামা দুটিকে সুন্দর করে রং করে কাছে দিয়ে তাদের চারপাশ কেটে নিলাম।

IMG_20240206_114013.jpg

ধাপ - ৩ :

তারপর অন্য আরেকটি মোটা কাগজের উপরে ফুলের বাগান মোটা মার্কার কলম দিয়ে প্রথমে এঁকে নিলাম।

IMG_20240206_114036.jpg

ধাপ - ৪ :

তারপর গোলাপি আর সবুজ রং দিয়ে ফুল গুলোকে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240206_114058.jpg

ধাপ - ৫ :

তারপর আবারও কাছে দিয়ে ফুলগুলোর চারপাশ সুন্দরভাবে কেটে ফুলগুলোকে আলাদা করে নিয়ে নিলাম।

IMG_20240206_114112.jpg

ধাপ - ৬ :

তারপর অন্য আরেকটি মোটা কাগজ নিয়ে তার উপরে ঘাম লাগিয়ে গোলাপি কালারের একটি রঙিন কাগজ জোটা লাগিয়ে নিলাম।

IMG_20240206_114134.jpg

ধাপ - ৭ :

তারপর আরেকটি সাদা মোটা কাগজ সেই গোলাপি কালারের কাগজের উপরে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240206_114158.jpg

ধাপ - ৮ :

তারপর উপরের অংশে ঘাম দিয়ে কিছু ধান লাভ এর মধ্যে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240206_114229.jpg

ধাপ - ৯ :

তারপর অন্য আরেকটি লাল রংয়ের রঙিন কাগজ কেটে কিছু ছোট ছোট গোলাপ ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240206_114250.jpg

ধাপ - ১০ :

তারপর তৈরি করা গোলাপ ফুল গুলোকে ধানের চারপাশে লাভ এর আকারে ঘাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240206_114340.jpg

ধাপ - ১১ :

তারপর ধান গুলোকে কালো জল রং দিয়ে উপরে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240206_114421.jpg

ধাপ - ১২ :

তারপর কাপল ছেলে আর মেয়েটাকে গান দিয়ে সেই কার্ডের মাঝখানে সুন্দরভাবে প্রথমে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240206_114450.jpg

ধাপ - ১৩ :

তারপর নিচে আরেকটি কাগজ দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে লিখে কাপেলের নিচে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240206_114514.jpg

ধাপ - ১৪ :

তারপর যাতে একটু সুন্দর দেখায় তাই কিছু কালো মার্কার কলম দিয়ে ছোট ছোট লাভ এঁকে তার মধ্যে কিছু পাথর বসিয়ে দিলাম।

IMG_20240206_114533.jpg

শেষ ধাপ :

এভাবে দুটি কাপেলের সুন্দর একটি আর্ট তৈরি করে নিলাম। আশা করি আমার আজকের তৈরি করা এই কার্ড আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

20240205_161937.jpg

20240205_162233.jpg

20240205_161954.jpg

20240205_161917.jpg

20240205_161611.jpg

20240205_161929.jpg

20240205_161651.jpg

20240205_161555.jpg

20240205_161537.jpg

20240205_161913.jpg

20240205_162126.jpg

20240205_161605.jpg

20240205_161714.jpg

20240205_161548.jpg

20240205_161618.jpg

20240205_162038.jpg

20240205_162005.jpg

20240205_161533.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আইডিয়া বেশ দারুন ছিল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য চমৎকার একটি কার্ড তৈরি করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বেশ বুঝতে পারছি যে অনেকটা সময় নিয়ে কার্ড টি সম্পূর্ণ করেছেন। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি রইল অনেক শুভকামনা আপু। আপনি চিন্তা ভাবনা করে এতই চমৎকার একটি ডিজাইন আইডিয়া করে ভ্যালেন্টাইন কার্ডটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি অপূর্ব হয়েছে আপু। বলতে হয় আপনার হাতে জাদু আছে।আসলে জাদুটা যদি সত্যি আমি জানতাম তাহলে আমি তা শিখে নিতাম। আর প্রথমে আমি এই কার্ডটি বানাতাম। ধন্যবাদ আপু এত অপূর্ব একটি ভ্যালেনটাইন্স কার্ড খুব প্রতিভার সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

চেষ্টা করলে সব কিছুই সম্ভব আপনার উৎসাহ মূলক কমেন্ট পড়ে খুশি হলাম।

ঠিক বলেছেন আপু। ধন্যবাদ ভালো থাকবেন।

বাহ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য দারুন একটি কার্ড তৈরি করে শেয়ার করেছেন। কার্ডের মধ্যে ধানের ব্যবহার এই প্রথম দেখলাম। আশা করি ভাইয়া গিফট পেয়ে অনেক খুশি হয়েছে। ধন্যবাদ।

চেষ্টা করেছি নিজের মতো করে তৈরি করার জন্য মন্তব্যের জন্য ধন্যবাদ।

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালোবাসা দিবস উপলক্ষে আজকে আপনি আমাদের মাঝে কনটেস্টে অংশগ্রহণ করে। চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে দেখিয়েছেন। পাশাপাশি ভালোবাসার এক জুটির দৃশ্য বানিয়ে দেখিয়েছেন দেখে বেশ ভালো লাগলো।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো আপু। ভ্যালেন্টাইন্স দে উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। কার্ডে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আমার তৈরি করা এই কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হয়েছি ধন্যবাদ আপু।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি অসাধারণ হয়েছে। আপনার ডাই পোস্ট দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছে দেখে শিখতে পারলাম।

আমার তৈরি করা এই কার্ড আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতা উপলক্ষে এত সুন্দর একটা কার্ড তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। রোমান্টিক কাপলের দৃশ্য টা খুব সুন্দর করেই তুলে ধরেছেন আপনি। সম্পূর্ণটা কিন্তু অনেক সুন্দর ভাবেই ফুটে উঠেছে। বিশেষ করে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ হয়েছে। অনেক সময় ব্যবহার করে এবং নিখুঁতভাবে পুরোটা সম্পূর্ণ করেছেন নিশ্চয়ই।

আমার তৈরি করা রোমান্টিক কপালে কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম।

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আশা করি আপনি এই প্রতিযোগিতায় বেশ ভালো অবস্থানে থাকবেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটি ভ্যালেন্টাইন কার্ড বানিয়েছেন আপু। কার্ডটি অনেক সুন্দর হয়েছে। কার্ডের লেখা ও কালার কম্বিনেশন বেশ ভাল হয়েছে।কার্ডটি ভাল লেগেছে আমার। কার্ড তৈরির পদ্ধতি অনেক সহজ করে বর্ণনা করেছেন, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও কার্ডটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

চেষ্টা করেছে আপু সুন্দরভাবে কার্ড তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে প্রিয়জনের জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন আপু।কার্ড টি দেখতে আকর্ষণীয় লাগছে অনেক।বিশেষ করে কালার কম্বিনেশন দুর্দান্ত লাগছে।এছাড়া কার্ড এর থিম টা ইউনিক ছিল।আপনার জন্য অনেক শুভকামনা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

দারুন হয়েছে আপনার তৈরী ভ্যালেন্টাইন্স ডে কার্ডটি। কোন স্পেশাল দিন উপলক্ষে প্রিয়জনকে এ ধরনের কার্ড উপহার দিলে অনেক খুশি হবে সে। আর এ ধরনের কার্ডগুলো দেখতেও খুবই দারুণ লাগে। আপনার তৈরি কার্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনাকে আমার পোষ্টটি পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপু।

আপু আপনি আপনার প্রিয়জনের জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। কার্ডটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আর অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আপু আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ভাইয়ার জন্য চমৎকার কার্ড তৈরি করলেন।আপনার কার্ডটি দারুন হয়েছে। আপনি কার্ড তৈরি করার ধাপগুলো এক এক করে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার এই কার্ডটি শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করে সব সময় মত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর একটা কার্ড তৈরি করেছেন, আর এটার মধ্যে ধান ব্যবহার করেছেন দেখে আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সময় ব্যবহার করে সম্পূর্ণটা তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। অনেক সময় ব্যবহার করে এই কাপল কার্ডটা তৈরি করেছেন আপনি। সম্পূর্ণটা এতো বেশি সুন্দর হয়েছে যে আমি তো মুগ্ধ হলাম দেখে। খুব সুন্দর করে ইউনিক একটা আইডিয়া সিলেক্ট করে এই কার্ড তৈরি করেছেন প্রতিযোগিতার জন্য।

আমার কাছে এ ধরনের জিনিসগুলো তৈরি করতে বেশ ভালোই লাগে আপনার কাছেও ভালো লেগেছে যেন খুশি হলাম।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। প্রিয়জনের জন্য ভ্যালেন্টাইন ডে উপলক্ষে খুবই সুন্দর একটি ভালোবাসার কার্ড তৈরি করেছেন। সত্যিই এই কার্ডটি ধাপ গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো, অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

ধাপে ধাপে চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সত্যিই আপনি এত সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করার কার্ড দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি এত সুন্দর ভাবে সাজিয়েছেন অনেক সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনার সফলতা আসবে। আপনার জন্য শুভকামনা রইল।

এই কাজটি তৈরি করার সময় নিজের কাছেও বেশ ভালো লেগেছে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমাদেরও কমিউনিটিতে প্রতিনিয়ত সময়োপযোগী প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে প্রিয় মানুষকে ভালোবাসার শুভেচ্ছা জানানোর জন্য কার্ড তৈরির সুযোগ করে দেয়া হয়েছে । আপনি দেখছি খুবই সুন্দর করে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে ।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন এই কমিউনিটিতে সবাই এখন বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করে যাচ্ছে মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। কার্ডের সম্পূর্ণ ডিজাইন খুব সুন্দর হয়েছে। তবে মনে হচ্ছে ধান দিয়ে যে লাভ বানিয়েছেন তা লাল হলে আরও বেশি ফুটে উঠতো। এই ধরনের কার্ড প্রিয়জন পেলে সত্যি খুব খুশি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দরভাবে তৈরি করার জন্য আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম।

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বেশ কষ্ট করে অনেকগুলো ধাপ এ আপনি আপনার এই ভ্যালেন্টাইনের কার্ড টি বানিয়েছেন আপু! হ্যাটস অফ! আর স্পেশালি ধান দিয়ে ডিজাইন করতেও অনেক সময় লেগেছে নিশ্চয়ই! তবে সার্বিকভাবে দেখতে অসাধারণ হয়েছে আপনার কার্ডটি। প্রতিযোগিতার জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর একটি কাজ করেছেন প্রিয় জনের জন্য কার্ড তৈরি করেছেন। এটা অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

সব সময় এভাবে সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন ধন্যবাদ।