DIY || এসো নিজে করি || খরগোশের সুন্দর ডিজিটাল আর্ট ১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অন্যরকম একটি ডিজিটাল আর্ট করার চেষ্টা করলাম। আজকে আমি একটি খরগোশের সুন্দর একটি ডিজিটাল আর্ট অংকন করে নিলাম। প্রথমে চারপাশে সবুজ শ্যামলের ভরিয়ে ডিজিটাল আর্ট টাকে ভরিয়ে নিলাম। আজকে তাই এই আর্ট টি সুন্দরভাবে অংকন করার চেষ্টা করি। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। আজকে ও সুন্দর একটা শিল্প তৈরি করার চেষ্টা করলাম। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই ডিজিটাল আর্ট।

IMG-20220804-WA0001.jpg

আঁকার উপকরণ :

✓ ইনফিনিটি পেইন্টিং অ্যাপস

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি পেজ সিলেক্ট করলাম। এরপর ব্রাশ টুলস থেকে বলপেন সিলেক্ট করলাম। এরপর আমি আঁকা শুরু করি।

IMG-20220804-WA0000.jpg

ধাপ ২ :

এরপর আমি কিছু জায়গাতে সুন্দর করে কিছু পাহাড় বিভিন্ন রং দিয়ে অঙ্কন করে নিলাম।

IMG-20220804-WA0007.jpg

ধাপ ৩ :

এরপর আমি নদীটিতে নীল রং দিয়ে পুরা নদীটি অঙ্কন করলাম ।এবং নীল রঙের মাঝে হালকা সাদা দাগ দিয়ে সুন্দর করে অঙ্কন করে নিলাম।

IMG-20220804-WA0006.jpg

ধাপ ৪ :

এরপর নদীর উপরে জায়গাটি সুন্দর করে নীল রং দিয়ে ঘাস তৈরি করলাম। এবং একটি খরগোশ আর্ট করলাম।

IMG-20220804-WA0005.jpg

ধাপ ৫ :

এরপর আমি খরগোশ টিকে সুন্দর করে রং দিয়ে অঙ্কন করে নিলাম।

IMG-20220804-WA0004.jpg

ধাপ ৬ :

এরপরে আমি আকাশটিকে বিভিন্ন ধরনের রং দিয়ে সুন্দর করে অঙ্কন করে নিলাম।

IMG-20220804-WA0003.jpg

ধাপ ৭ :

এরপর আমি আকাশে অনেকগুলো পাখি আর্ট করলাম। এবং সূর্যটিকে সুন্দর করে অঙ্কন করে নিলাম।

IMG-20220804-WA0002.jpg

শেষ ধাপ :

এভাবে আমি আমার ডিজিটাল আর্টি সম্পূর্ণভাবে শেষ করলাম। আশা করি আমার এই ডিজিটাল আর্টি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।

IMG-20220804-WA0001.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু মনি, আপনি অনেক সুন্দর করে একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, আপনার ডিজিটাল আর্ট গুলো আমার খুবই প্রিয় আপু মনি, আজকে খুব চমৎকার করে খরগোশের চিত্র আর্ট করেছেন, এতো সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি।

আপনাদের সুন্দর মন্তব্যটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

আপু আপনার সৃজনশীলতার কদর করতে হবে আপনার মাঝে এত সুন্দর একটা আইডিয়া এসেছে ,অনেক সুন্দর হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট।

আপনার এই কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো

আপনার ডিজিটাল আর্ট চমৎকার লাগছে আপু । বেশ সুন্দর করে ডিজিটাল আর্টি সম্পন্ন করেছেন । খরগোশের পাশে এরিয়া টা খুব সুন্দর করে রং করেছেন , এজন্য আরো বেশি আকর্ষণীয় লাগছে । ধন্যবাদ আপনাকে

এত সুন্দর সুন্দর মন্তব্য গুলো করতে যেমন ভাল লাগে পড়তেও তেমন খুবই ভালো লাগে

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

মনে হচ্ছে খরগোশটা যেন ডান্স করছে হি হি। খরগোশের ডিজিটাল আর্টটা দারুণ করেছেন। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

ঠিক বলেছেন খরগোশটা দেখে আমার মনে হয়েছিল যেন নাচতে ছিল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

ঠিক বলেছেন খরগোশটাকে আমারও অনেক ভালো লাগলো
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

তুমি অনেক সুন্দর একটি খরগোশের ডিজিটাল আর্ট করেছ। তোমার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। সত্যিই তুমি অনেক দক্ষতা সহকারে আর্ট পোস্ট করে থাকো। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাদের সুন্দর মন্তব্যটা দেখে খুবই ভালো লাগলো

খরগোশের সুন্দর ডিজিটাল অঙ্কন করেছেন। আপনার ডিজিটাল অংকন গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করলেন,শুভকামনা রইল।

প্রতিনিয়ত আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্য গুলো পড়ে খুবই উৎসাহিত হই আমি

মাশাআল্লাহ আপু আপনি আমাদের মাঝে সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। খরগোশের চিএ টা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু।

আমার এই আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে খরগোশের ডিজিটাল অঙ্কন শেয়ার করেছেন খরগোশের এই ডিজিটাল অংকন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। দক্ষতার সাথে অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার এই প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য দেখা খুবই উৎসাহিত হলাম