হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সামান্য কিছু নিয়ে ঝগড়া। আপনারা অনেকে জানেন আমার শ্বশুর বাড়ির পাশে ছোট ফেনী নদীর শাখা আছে। তবে এই নদীতে সবসময় মাছ পাওয়া যায়। বিশেষ করে সুইজগেট ভেঙে যাওয়ার পর মাছের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে নদীতে। এবং এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এবং এই নদীতে অনেকে মাছ ধরে। কিছুদিন আগে শুনেছি এই নদীতে প্রায় নয় কেজির মত একটি পাংকাস পাওয়া গেল। এখন শীতকাল নদীতে একদম পানি নেই। এদিকে নদীতে জোয়ারের পানিও একদম নেই। এই কারণে নদীতে ছোট বড় অনেক ধরনের মাছ পাওয়া যায়। তবে নদীর এপার থেকে ওপার খুব সহজে হেঁটে যাওয়া যায়। যদিও নদীতে কাঁদা আছে অনেক।
এই নদীর একপাশে কোম্পানীগঞ্জ অন্যপাশে ফেনী। কিছুদিন আগে নদীতে মাছ ধরা নিয়ে ঝগড়া লেগে গেল কয়েকজন ছেলে। মূলত দুই তিনটি ছেলে একটি জায়গায় দাঁড়িয়ে মাছ ধরেছেন। এরপর অন্য কয়েকটি ছেলে এসে ওই জায়গা মাছ ধরেছে। প্রথম যারা মাছ ধরেছে তারা বলতেছে এই জায়গা আমরা মাছ ধরবো। তোমরা এখানে মাছ ধরতে পারবে না। যেই ছেলেগুলো পরে গিয়েছেন তারা বলতেছেন নদীটি তোমাদের বাবার নাকি। এই নদীতে আমরা মাছ ধরবো না ধরবো সেটি আমাদের ব্যাপার। এই সামান্য কথা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। যদিও পরের ছেলেগুলো বাবা নিয়ে কথা বলেছে এই নিয়ে ঝগড়া লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা নদীর ধারে মারামারি শুরু করে দিলো।
যদিও এখন নদীতে প্রচুর মাছ এই কারণে নদীতে অনেক মানুষ সব সময় থাকে মাছ ধরার জন্য। এদের ঝগড়া দেখে কিছু লোক ঝগড়া থামানোর চেষ্টা করতেছেন। এবং দুই পক্ষের ছেলেগুলো এতই ঝগড়া লাগলো তাদেরকে দমন করা যাচ্ছে না। যেই ছেলেগুলো প্রথম নদীর ধারে মাছ ধরেছে তাদের বাড়ির নদীর পাশে। এবং তাদের বাড়ি থেকে লোক বাহির হয়ে পরে মাছ ধরতে যারা গেল তাদেরকে মারধর করলো। যেহেতু পরের ছেলে যেগুলো গেল তারা হক করে মাছ ধরতে গেলেন। আর যারা প্রথম মাছ ধরেছে তারা মূলত এমনি মাছ ধরে। বাড়ির পাশে বিদায় তারা এই তিনটি ছেলেকে মারধোর করলেন বেশি।
এরপর ছেলেগুলো বাড়িতে চলে গেল। যে ছেলে গুলোকে মারধোর করল তারাও এক এলাকার। এবং এই ছেলেগুলোর বাবার টাকা-পয়সা আছে এবং ছেলেগুলো একটা গ্রুপ ও আছে। যদিও এখনকার সময় কিশোর ছেলেগুলোর গ্রুপ থাকে। এবং তারা বড় ছোট কাউকে তেমন ইজ্জত করে না। এই তিনটি ছেলে বিকেল বেলা অন্যান্য ছেলে নিয়ে এসে যে ছেলেগুলো প্রথম মারধর করল তাদের বাড়িতে এসে হামলা করলেন। তবে প্রথম মাছ ধরা ছেলেগুলো ভয়ে পালিয়ে গেলেন। এই নিয়ে এলাকায় একদম হইচই পড়ে গেল। তবে কাউকে দমন করানো যাচ্ছে না। কেউ কেউ বলতেছে মাইয়ের বদর মাইর দেওয়া হবে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে হঠাৎ করে ছেলেগুলো এসে এদেরকে খুজে যায়।
তবে যে ছেলেগুলো প্রথম মাছ ধরছে তারা যদি এদের সাথে ঝগড়া না করতো তাহলে এত বড় ভেজাল হতো না। গরমের চোটে এই ছেলেদের কে হালকা পাতলা তারা দিয়েছিল। এখন এই ছেলেদের ভয়ে নদীর পাশে ছেলেগুলো কোথায় যেন হারিয়ে গেল। অথচ তাদের ফ্যামিলির মা বাবা সবাই ভয়ে আছে। আর কোন গার্ডিয়ান চায়না তাদের ছেলে মেয়ে কোথাও ঝগড়া করুক। আজ কয়েকদিন আমাদের এই জায়গাতে সামান্য মাছ ধরা নিয়ে ঝগড়া লেগে বিশাল আকার ধারণ করলো। আসলে এরকম ঝগড়া বা ক্ষয়ক্ষতি আমরা কেউ কামনা করি না। মূলত ছেলেগুলোর বয়স ১৮ থেকে ২০ বছর হবে। সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ড এবং শ্বশুর বলতেছে ছেলেগুলো কারো কথাই শুনছে না। এরকম সামান্য ঝগড়ার কারণে অনেক সময় বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই হচ্ছে সামান্য কিছু নিয়ে ঝগড়া করার বিশাল আকার ধরন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1872131562772500964?t=3-w2E8l7E4gafnVYwJWtwQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit