DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20211219-WA0003.jpg

আঁকার উপকরণ :

✓ ক্যানভাস বোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20211214_130850_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

তারপর সেই ক্যানভাস বোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা ঘর আর কিছু গাছপালা এঁকে নিলাম। তারপর সুন্দর একটা রাস্তা ও এঁকে নিলাম।

IMG_20211214_133320_mfnr.jpg

IMG_20211214_135257_mfnr.jpg

IMG_20211214_135323_mfnr.jpg

ধাপ ২ :

তারপর উপরের আকাশটাকে নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তখন আকাশটা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211214_140151_mfnr.jpg

IMG_20211214_140527_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর নিচের অংশে নদীর জন্য নীল রঙ আর সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211214_141052_mfnr.jpg

IMG_20211214_141513_mfnr.jpg

IMG_20211214_142028_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর আকাশের নিচে দূরের গাছপালা সবুজ আর লাল রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম। গাছপালা গুলো দেখে মনে হয় অনেক দূরের।

IMG_20211214_143048_mfnr.jpg

IMG_20211214_143059_mfnr.jpg

ধাপ ৫ :

তারপর পানিতে সাদা রং দিয়ে ছোট ছোট পানির ফোটার মতো করে রং করে নিলাম। তখন নদীর পানি দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211214_143559_mfnr.jpg

IMG_20211214_143606_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর কালো রং দিয়ে ঘরের চালের উপরে ছোট ছোট করে দুটো গাছ রং করে নিলাম।

IMG_20211214_144655_mfnr.jpg

IMG_20211214_145102_mfnr.jpg

IMG_20211214_145154_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর সেই গাছপালার উপরে সবুজ রং দিয়ে ছোট ছোট করে পাতা রং করে নিলাম। তারপর ঘরের চালের উপরে গোলাপি রং দিয়ে আরও একটা গাছ রং করে নিলাম

IMG_20211214_150219_mfnr.jpg

IMG_20211214_150222_mfnr.jpg

IMG_20211214_150344_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর হলুদ রং দিয়ে একটা সুন্দর কুঁড়েঘর রং করে নিলাম। কালো রং দিয়ে কুড়ে ঘরের দরজা-জানালা ও রং করে নিলাম। তখন কুঁড়েঘর তা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211214_152438_mfnr.jpg

IMG_20211214_154213_mfnr.jpg

IMG_20211214_165802_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর সেই কুঁড়েঘরে সাথে ছোট্ট একটা রাস্তা রং করতে থাকি। তারপর কফি কালার সাদা রং দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা রং করে নিলাম।

IMG_20211214_170133_mfnr.jpg

IMG_20211214_170440_mfnr.jpg

IMG_20211214_171057_mfnr.jpg

ধাপ ১০ :

তারপর সবুজ রং দিয়ে রাস্তার দু'পাশে ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম। তখন ঘাসগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211214_171821_mfnr.jpg

IMG_20211214_171826_mfnr.jpg

IMG_20211214_172800_mfnr.jpg

ধাপ ১১ :

তারপর কুঁড়েঘর এর সাথে ঘাস গুলোর উপরে ছোট ছোট কিছু ফুল রং করে নিলাম। তখন রাস্তার দু'পাশ দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211214_175638_mfnr.jpg

IMG_20211214_181352_mfnr.jpg

ধাপ ১২ :

তারপর নদীর একপাশে অনেক বড় একটা গাছের ঢাল রং করে নিলাম। সেই বড় গাছের ডালের সাথে আরো ছোট ছোট কিছু ঢাল রং করে নিলাম।

IMG_20211214_182150_mfnr.jpg

IMG_20211214_184644_mfnr.jpg

IMG_20211214_190857_mfnr.jpg

ধাপ ১৩ :

তারপর সেই গাছের উপরে সবুজ রং দিয়ে অনেক সুন্দর করে কিছু পাতা রং করে নিলাম। তখন বড় গাছটা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211214_192157_mfnr.jpg

IMG_20211214_192839_mfnr.jpg

IMG_20211214_193303_mfnr.jpg

ধাপ ১৪ :

এইভাবে অনেক সুন্দর একটা দৃশ্য রং করে নিলাম। তারপর সেই দৃশ্যের চার পাশ থেকে মাস্কিং টেপ সরিয়ে নিলাম।

IMG_20211214_193430_mfnr.jpg

IMG_20211214_193528_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে গেল। আশা করি আমার আঁকা এই প্রাকৃতিক দৃশ্য আমাদের সকলের খুব ভালো লেগেছে।

IMG-20211219-WA0001.jpg

IMG-20211219-WA0000.jpg

IMG-20211219-WA0002.jpg

IMG-20211219-WA0005.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211219-WA0004.jpg

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু দারুণ লাগছে আপনার গ্রামের দৃশ্যটি। দেখে মন ভরে গেল। কি অসাধারণ এবং নিখুঁত ভাবে এঁকেছন। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

আপনার ছবি দেখে মোটেই মনে হচ্ছে না এটা হাতে আঁকা জল রং এর ছবি। দেখে যেন মনে হচ্ছে কোন ডিজিটাল আর্ট কিংবা পৃন্ট করা কোন ছবি। খুবই সুন্দর রেখেছেন এবং অংকন এর উপস্থাপনা টাও খুব চমকপ্রদ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

এতো সুন্দর আর্ট আমি আর দেখি নায়।আপু আপনি অনেক সুন্দর আর্ট করছেন।

অনেক সুন্দর একটা গ্রামের দৃশ্য অংকন করেছেন আপু। ব্যক্তিগতভাবে আপনার এই গ্রামীণ দৃশ্য টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার পোস্টার কালার এর অংক গুলো খুবই সুন্দর লাগে এবং আকর্ষনীয় বটে। অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি যা বলা বাহুল্য। আমার কাছে আপনার পোস্টার কালার এর চিত্র অংকন গুলো বরাবরই ভালো লাগে। এবং কি এটা খুবই সুন্দর হয়েছে যা বলে বোঝানোর মতো নয়। আমাদের সাথে এত সুন্দর চিত্র অঙ্কন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।
এটা জেনে খুবই খুশি হলাম যে আমার আঁকা ছবিগুলো আপনার অনেক ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্য পটভূমি অংকনের সাথে সাথে বাড়ির দৃশ্য অংকন অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে আর্ট গুলো করে থাকেন। যেটা আমার খুবই ভালো লাগে। এভাবে আর্ট করতে থাকলে অনেক বড় সফলতা পাবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইল আপু। 😍😍

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

পোস্টার কালার রং দিয়ে অসাধারন একটি প্রাকৃতিক দৃশ্যের চিত্র কে অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে সত্যিই আপনার চিত্রটি প্রশংসা পাওয়ার যোগ্য সেইসাথে কালার কম্বিনেশন সাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন যতই প্রশংসা করে মনে হচ্ছে প্রশংসা কম হয়ে যাচ্ছে আপনার জন্য শুভকামনা থাকলো

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

আপনার পেইন্টিং গুলো আমি যতই দেখি ততই যেন অবাক হয়ে যাই । পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি এক কথায় অসাধারণ হয়েছে। আপনি কিভাবে এত অসাধারণ ভাবে পেইন্টিং তৈরি করেন জাস্ট ওয়াও ,সত্যিই আপনার মধ্যে অসাধারণ ক্রিয়েটিভিটি রয়েছে যা আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

ওয়াও আপু জাস্ট অসাধারণ হয়েছে আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অনেক অসাধারণ করে আপনি পেইন্টিংটি করেছে। মনে হচ্ছে যেন একটা স্বপ্নের বাড়ি। এত সুন্দর একটি পেইন্টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.pngPB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দারুণভাবে অঙ্কন করেছেন আপ। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আর আপনার হাতের কাজ খুবই পরিষ্কার আর সত্যিই অংকন গুলো দারুন ভাবে ফুটে উঠেছে।আপনার জন্য শুভকামনা রইল।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.pngPB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য গুলো পড়তে আমার খুবই ভাললাগে। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল