DIY (এসো নিজে করি) রঙ্গিন পেপার আর কার্ডবোর্ড এবং পুঁথি দিয়ে কানের দুল তৈরি ১০%@shy-fox

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। রঙিন পেপার আর কার্ডবোর্ড দিয়ে সুন্দর একজোড়া কানের ঝুমকো বানিয়ে দেখাবো। এই ঝুমকো গুলো তৈরি করতে অনেক সময় লেগে গেছে। তাই আপনাদের সাথে আমার এই হাতে তৈরি কানের ঝুমকো গুলো ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।

IMG-20211118-WA0000.jpg

উপকরণ :

• রঙ্গিন পেপার
• কার্ডবোর্ড
• কাঁচি
• জলরং
• তুলি
• পেন্সিল
• রাবার
• পুঁথি

IMG_20211117_191210.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা গোল বৃত্ত এঁকে নিলাম। তারপর সেই বৃত্তটার সাথে সমানভাবে আরও একটা বৃত্ত এঁকে নিলাম। এভাবে দুটো বৃত্ত এঁকে নিলাম।

IMG_20211117_191237.jpg

IMG_20211117_191438.jpg

ধাপ ২ :

তারপর কাঁচি দিয়ে সুন্দর ভাবে সেই বৃত্ত গুলোকে কাটতে থাকি। এইভাবে দুটো বৃত্ত সুন্দর ভাবে কেটে নিলাম। একই সমান বৃত্ত দুটো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211117_191505.jpg

IMG_20211117_191536.jpg

ধাপ ৩ :

তারপর সেই গোল কাট বোর্ডগুলোর পিছনে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই গোল কার্ডবোর্ড গুলোর উপরে কালার পেপার লাগিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ড দুটোকে কালার পেপারের উপরে বসিয়ে নিলাম।

IMG_20211117_191624.jpg

IMG_20211117_191721.jpg

IMG_20211117_191737.jpg

ধাপ ৪ :

তারপর কালার পেপার গুলোকে কার্ডবোর্ডের সমান কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর দুটো গোল করে কেটে নেওয়ার পরে। কালার পেপার গুলো কে ছোট ছোট করে কেটে নিলাম। যাতে ঘাম লাগিয়ে পিছনে আটকাতে পারি।

IMG_20211117_191755.jpg

IMG_20211117_191832.jpg

IMG_20211117_191906.jpg

IMG_20211117_191941.jpg

ধাপ ৫ :

তারপর সেই কার্ডবোর্ডের উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর আর্ট পেপার গুলোকে কার্ডবোর্ডের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তখন কার্ডবোর্ড গুলো দেখতে কালো মনে হয়। দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211117_192312.jpg

IMG_20211117_192347.jpg

IMG_20211117_192408.jpg

IMG_20211117_192458.jpg

ধাপ ৬ :

তারপর সেই কালো কার্ডবোর্ডের উপরে সুচ দিয়ে একটা ছোট বৃত্ত করে নিলাম। তারপর সেই বৃদ্ধ তার মাঝখানে কানের দুলের মাথাগুলো লাগিয়ে নিলাম। যত ছোট একজোড়া কানের দুল বানাতে পারি।

IMG_20211117_192646.jpg

IMG_20211117_192719.jpg

IMG_20211117_192742.jpg

ধাপ ৭ :

তারপর দুটো কার্ডবোর্ডের সাথে কানের দুলের লরকা টা লাগিয়ে নিলাম। এভাবে কানের দুলের লারকা টা দেখতে অনেক সুন্দর দেখা যায়। এভাবে দুটো লারকা তৈরী করে নিলাম।

IMG_20211117_192801.jpg

ধাপ ৮ :

তারপর কাল গোল কার্ডবোর্ডের উপরে সাদা পোস্টার রং সুন্দর ভাবে আমার বাংলা ব্লগ লিখতে থাকি। এভাবে সাদা রং দিয়ে ধীরে ধীরে সুন্দর করে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।

IMG_20211117_192822.jpg

IMG_20211117_192847.jpg

IMG_20211117_192914.jpg

ধাপ ৯ :

এভাবে দুটো কানের ঝুমকো মধ্যে সুন্দরভাবে আমার বাংলা ব্লগ লিখে নিলাম। তখন কানের ঝুমকো গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। মনে হয় কানে পড়লে অনেক সুন্দর দেখা যাবে।

IMG_20211117_193015.jpg

ধাপ ১০ :

তারপর কানের ঝুমকো গুলোর নিচের দিকে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে সাদা পুঁথি বসিয়ে নিলাম। তখন কানের ঝুমকো গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211117_193040.jpg

IMG_20211117_193113.jpg

IMG_20211117_193136.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একজোড়া কানের ঝুমকা তৈরি করে নিলাম। এই ঝুমকো গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। আশা করি আপনাদের সকলের আমার হাতে তৈরি এই কানের ঝুমকো গুলো খুব ভালো লাগবে।

IMG-20211118-WA0002.jpg

IMG-20211118-WA0001.jpg

IMG-20211118-WA0003.jpg

IMG-20211118-WA0005.jpg

কানের দুল সহ আমার একটি ছবি

IMG-20211118-WA0006.jpg

IMG-20211118-WA0004.jpg

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই বলবো কানের দুলটি খুব দারুণ হয়েছে।বিশেষ করে বসন্ত, নববর্ষ এমন ধরণের উৎসব এ এসব কানের দুল শাড়ির সাথে দারুণ মানাবে।আর বুঝাও যাচ্ছেনা যে কাগজের তৈরি।বৃষ্টি না থাকলে এই কানের দুল জাস্ট অস্থির লাগবে।

ধন্যবাদ আপু
আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু তৈরি করে দেখানোর জন্য। তাতে আমার কাজগুলো আপনাদের খুব ভাল লাগে

আপনার পোস্ট টি অনেক সুন্দর হয়েছে। আমি প্রথমে মনে করেছিলাম কার্ডবোর্ড দিয়ে আপনি আমার বাংলা ব্লগ এর লোগো বানিয়েছেন। পরে পোস্টটি পড়ে ও দেখে বুঝলাম এটি কানের দুল।

অনেক ধন্যবাদ ভাইয়া
আমি চেষ্টা করলাম কার্ডবোর্ড দিয়ে নতুন কিছু করার দেখানোর জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল

আমার বাংলা ব্লগের কানের দুল আসলেই বিষয়টা ইন্টারেস্টিং। আপনার নতুন নতুন ধারনার পোস্ট গুলো অনেক সুন্দর লাগে। কানের দুলের নিচে পুঁতি দেওয়ায় সৌন্দর্য বেশি ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ আপু 💚

অনেক ধন্যবাদ ভাইয়া
এটা ভেবে খুব ভালো লাগতেছে যে আমার প্রতিটা পোস্ট আপনার কাছে খুব ভালো লাগে

চমৎকার আপু কানের দুল আমার বাংলাব্লগ লিখে বানিয়েছেন এতে বোজা যাচ্ছে কতো খাই ভালোবাসেন আমার বাংলা ব্লগকে ।নতুন নতুন বানানো জিনিসই চায় এই সাইটে ।যাতে কিছু ভিন্ন ধর্মী অবস্থা হয় এই ব্লগে ।সুন্দর ছিলো ধাপ গুলি ।ধন্যবাদ আপনাকে আপু।

সত্যি কথা বলছেন ভাইয়া এই প্লাটফর্মে নতুন কিছু করতে পারলেও নিজের কাছে খুব ভালো লাগে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে

আমার বাংলা ব্লগিংয়ের প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করার জন্য আপনি এটি তৈরি করেছেন আসলে সেটি না দেখলে বোঝার মত নয়। অসাধারণ সৃজনশীল চিন্তাধারা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে আপনার। যেটি সত্যিই অনেক পছন্দের একটি বিষয়।

প্রতিনিয়তঃ সুন্দর সুন্দর সৃজনশীল চিন্তা ধারা গুলোকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
আমি সবসময় চেষ্টা করব আমার বাংলা ব্লকের নতুন কিছু করে দেখাবার জন্য। আর প্রতিনিয়ত এটা চেষ্টা করে যাবো

আপনার পোস্টটি অসাধারণ হয়েছে। শুরুতেই আমি মনে করেছিলাম আপনি আমার বাংলা ব্লগ লেখা টি সুই সুতা দিয়ে তৈরি করেছেন। কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে যখন দেখলাম তখন অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে আপনার এই কার্ডবোর্ড পুতি দিয়ে দুল তৈরি।
এত সুন্দর একটি ইভেন্ট তৈরি করে তাদের কাছে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে

আমার বাংলা ব্লগ কমিউনিটির উপর ভালোবাসা থাকলে যা হয় আর কি।সুন্দর চিন্তা ভাবনা করেই কার্নের দুলটি করা হয়েছে যা আমাকে মুগ্ধ করেছে। সৃজনশীল মনোভাব শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। ❤️❤️

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ভাবে আমার পোস্টটা দেখে কমেন্ট করার জন্য

অসাধারণ হয়েছে আপু আপনার কানের দুল গুলো বানানো। আমিতো প্রথমে দেখে ভেবেছি যে এটা আপনি কিনে এনেছেন। পরে লক্ষ্য করে দেখলাম যে না এটা আপনি কার্ড বোর্ড কেটে বানিয়েছেন। পুঁথিগুলো লাগানো আরো বেশি সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু কানের দুল গুলো বানানো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু
আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে
আমি এরকম ভাবে চেষ্টা করে যাবো আপনাদের কি নতুন কিছু দেওয়ার জন্য

ওয়াও আপু, রঙিন কাগজ পুঁথি দিয়ে আপনি অসাধারণ সুন্দর কানের দুল তৈরি করেছেন। আমি আপনার কানের দুল গুলো দেখে একদম অবাক হয়ে গেলাম।আপু, সত্যি কথা বলতে কি আপনি প্রতিটা কাজই খুব দক্ষতার সাথে করে থাকেন আজকেও তার ব্যাতিক্রম হয়নি। খুবই সুন্দর হয়েছে কানের দুল।কানের দুল তৈরি করা প্রতিটি ধাপ আপনি বর্ণনাসহ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
আমি সবসময় চেষ্টা করি আপনাদের সবাইকে নতুন কিছু করে দেখানোর জন্য
আর যতদিন পারব চেষ্টা করে যাবো
ধন্যবাদ আপু

সৃজনশীলতাই শক্তি
Amar_Bangla_Blog_logo_png.png

এককথায় অনবদ্য একটি চিন্তা ভাবনা ♥️ আপনার সৃজনশীলতায় আমি মুগ্ধ। আপনার প্রতিটি অংকন এবং হাতের কাজ ভীষণ সুন্দর। আজকের কাজটাও একদম অনন্য হয়েছে। লেগে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে 💜

💚 শুভ কামনা অবিরাম 💚

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
খুবই ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে

ওয়াও আপু এত সুন্দর আইডিয়া কোথায় পেয়েছেন বলুন তো। অসাধারণ হয়েছে আপনার একজোড়া কানের দুল তৈরি। তারমধ্যে লিখেছেন আমার বাংলা ব্লগ দেখে বোঝা যাচ্ছে এই কমিউনিটিকে অনেক ভালবেসে কাজটি করেছেন। ধন্যবাদ আপু এত সহজ এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি শেখানোর জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপু আপনার কমেন্ট টা পড়ে আমার খুবই ভালো লাগলো। কার্ডবোর্ড দিয়ে চেষ্টা করলাম নতুন কি বানাজায়। তাই ভেবে এটা বানিয়েছিলাম আপু। ধন্যবাদ আপু

ওয়াও আপু আপনার কানের দুল টি খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ কাববোর্ড আর পুঁথি দিয়ে তৈরি করেছেন। সত্যিই অসাধারণ লাগছে দেখতে। তার উপরে আপনি কানের দুলের উপরে আমাদের সকলের পছন্দের আমার বাংলা ব্লগ লিখেছেন। যার কারনে দুলটাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে আমার মনে হয়। শুভকামনা রইল আপনার জন্য।

আমার এটা ভেবে খুবই ভালো লাগতেছে যে আমার কানের দুল গুলো আপনার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু
আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু করে দেখানোর জন্য

খুবই সুন্দর হয়েছে কানের দুল গুলি । তবে দুল গুলি ছবিতে অনেক বড় বড় লাগছে । আরেকটু ছোট হলে হয়তো দুটো অর্ডার করতাম আমার বউয়ের জন্য । 😂 💕

ভাইয়া কানের দুল গুলো সবাই লাগাতে পারবে। কানের দুল গুলো বেশি বড় না। যদি সম্ভব হত তাহলে আপনার বউয়ের জন্য এক জোড়া পাঠিয়ে দিতাম। ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্ট টা ভাল লাগল

সাধারণের মাঝে অসাধারণ একটি জিনিস বানিয়েছেন। একদম নতুন একটি কাজ করেছেন আপনি। আপনার কাজের মাঝে ইউনিক খুজে পাইছি আপু।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

খুব সুন্দর একটি আইডিয়া শেয়ার করেছেনতো আপু। কানের দুলটা আসলে অনেক সুন্দর হয়েছে ।তারপর চারপাশ দিয়ে পুতি দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে তারপর আবার মাঝখানে লিখে দিয়েছেন আমার বাংলা ব্লগ এ কারণে সবার আরও বেশি ভালো লাগছে ।কারণ পছন্দের নাম যেখানে দেওয়া হোক না কেন ভালোই লাগে ।কানের দুলটা পরে একটা ছবি দিয়েন। অনেক শুভকামনা রইল।

খুবই ভাল লাগল আপনার কমেন্ট পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আমাকে

আমার বাংলা ব্লগ একটা ভালবাসা , একটা অনুভূতি। সেই আমার বাংলা ব্লগের সৌন্দর্য্য টা আজ আরো এক ধাপ বেড়ে গেল মনে হচ্ছে। চমৎকার আইডিয়া। আমিও কানের দুল বানাতে ভালোবাসি। কিন্তু এভাবে কখনো ভাবি নি দিদি। খুব ভালো লাগলো।

ধন্যবাদ আপু
আপনার কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে

রঙ্গিন পেপার আর কার্ডবোর্ড এবং পুঁথি দিয়ে কানের দুল অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আপনারা পোস্ট মানেই ভিন্নতা কিছু কাজ করে। নতুন কিছু নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হন। এটা আমার খুবই ভালো লাগে আর আপনার কাজ আমি বরাবরই খুব ভালোবাসি। আপনি প্রতিটা কাজ খুব দক্ষতার সাথে করে থাকেন এবং আজকের কাজ আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার পুরো কমেন্ট টা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে।

আমার বাংলা ব্লগের প্রতি আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

আপু খুবই সুন্দরভাবে আপনি দুল তৈরি করেছেন। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দুলের উপর আমার বাংলা ব্লগ লেখা । আপু আপনার প্রতিটি ধাপের বর্ণনায় ফটোগ্রাফি অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার কাজটি অনেক ভালো লেগেছে। তবে আমার মনে হচ্ছে কাগজ না দিয়ে কাপড় দিয়ে করলে হয়ত বেশি ভালো লাগত। ধন্যবাদ আপনাকে।

আমি চেষ্টা করলাম নতুন কিছু দিয়ে করার জন্য
তাই কাগজ দিয়ে বানালাম
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

অও,আপু সত্যিই আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়।কাগজ দিয়ে পুতির কানের দুলটি খুবই সুন্দর হয়েছে।কালো কাগজে সাদা পুঁতি বেশ আকর্ষণীয় লাগছে দেখতে।ধন্যবাদ আপু।

  ·  3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য

মুগ্ধ হয়ে গেলাম আপু। আমার কাছে প্রথমে অনেক জটিল লেগেছিলো। পরে প্রতিটি ধাপ দেখার পর অনেক টা সহজ লাগছে। আসলেই এটি একটি দারুন ক্রিয়েটিভিটির ব্যাপার। আমার বাংলা ব্লগ এর প্রতি ভালোবাসা দেখে আসলে আমিও মুগ্ধ। অনেক অনেক শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। দারুন হয়েছে আপু। দুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে আপনার কাজ দেখে আমি মুগ্ধ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

অনেক ধন্যবাদ আপনাকে