জেনারেল রাইটিং :- একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।

in hive-129948 •  2 months ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


people-4050698_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। আসলে আমরা চলার পথে অনেকের সাথে বন্ধু হয়। আর একজন বিশ্বস্ত বন্ধু পাওয়া আমাদের জীবনে ভাগ্যের ব্যাপার। আবার একজন বন্ধু যখন বন্ধুত্ব করে তখন বন্ধুর জন্য জীবন দিতে পারে। আর সঠিক এবং বিশ্বস্ত বন্ধু যদি পাশে থাকে তাহলে মনে রাখতে হবে বড় একটি সাপোর্ট আপনার পাশে আছে। আর একজন বন্ধু যখন প্রকৃতি বন্ধু হয় তখন দশ হাজার আত্মীয়র সমান হয়। কারণ বন্ধুত্ব একদিন হয় না। বন্ধুত্ব করতে হলে অনেক সময় দিয়ে বিশ্বাস অর্জন করতে হয়।

আবার কিছু কিছু বন্ধু আছে রক্তের সম্পর্ক সেই গভীর হয়। আসলে রক্তের মানুষ যতটুক আন্তরিকতা এবং ভালোবাসা থাকে তার চেয়ে বেশি থাকে যখন বিশ্বস্ত বন্ধু হয়। তবে বর্তমান সময় বিশ্বস্ত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর বেশিরভাগ মানুষ এখন স্বার্থের কারণে অনেকের সাথে বন্ধুত্ব করে। আর যে মানুষে বাস্তবে খাটে বন্ধু পেয়েছে সেই সত্যিকারের মানুষ। কারণ তার আশার আচরণ ব্যবহার দিয়ে বন্ধুত্ব গড়ে তুলেছে। আর এমন আবার বন্ধু আছে সারা জীবন তার পাশে থাকে। এবং বন্ধুর আপদ বিপদ দেখলে নিজে সামনে এসে দাঁড়ায়। কারণ বন্ধুর জন্য নিজের জীবন দিতে পারে।

আবার অনেক সময় দেখা যায় কিছু বন্ধু আছে সুবিধা নেওয়ার জন্য। এ বন্ধুগুলো স্বার্থ ছাড়া কিছুই চিনে না। আবার দেখা যায় অনেক আপন মানুষ আপন মানুষের সাথে গাদধারী বেশি করে। আর সেই তুলনায় যখন একজন খাঁটি মানুষ বন্ধু পাওয়া যায় সেটাই দশ হাজার আত্মীয় থেকে বেশি করে। একজন প্রকৃত বন্ধু দশ হাজার লোকের সমান হয় আত্মীয়ের মধ্যে। তাহলে এতে করে বোঝা যায় বন্ধুত্ব ওজন অনেক বড়। আর বন্ধু বানাতে হলে যোগ্য লোককে বানাতে হবে। যে লোক আপনার বিপদে আপদে পাশে থাকবে। এমন মানুষ বন্ধু হলে আমাদের জীবনে ভয় নেই। আর সঠিক বন্ধু সবসময় বন্ধুত্বের মর্যাদা দেই।

তাই আমার মতে সঠিক বন্ধু চিহ্নিত করতে হবে এবং বন্ধুত্ব করতে হবে। যেমন ক্লাসের সব ছাত্র বন্ধু হয় না। তেমনি সব বন্ধুও আপন হয় না। আর যে বন্ধু আপন হয় সেই বন্ধু খাটী বন্ধুই হয়। আর বন্ধুত্ব অর্জন করতে হলে বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে। যেই মানুষের মধ্যে এই গুণ গুলো আছে সেই একজন আপন বন্ধু হতে পারে। আর বন্ধুত্ব দিয়ে রাজ্য জয় করা যায়। আর বন্ধু মানে এমন এক হৃদয় এক মন এবং এক কথা থাকতে হবে। তাহলে সেই আমাদের আপন এবং বিশ্বস্ত বন্ধু হবে। এই কারণে বন্ধুত্ব শব্দটি ছোট হলেও এর গুণ অনেক বড়। তাই সঠিক বন্ধু আমাদের দরকার।

আর বন্ধুত্ব যখন হয়ে যায় তখন বন্ধু যতটুক আন্তরিকতা দেখাতে হবে তার চেয়ে বেশি আন্তরিকতা আপনাকে দেখাতে হবে। কারণ বন্ধুত্ব পাশে থাকলে তাহলে আপনি যে কোন কাজে হেল্প পাবেন। কারণ এক এক বন্ধু এক এক বট গাছের চেয়েও শক্ত হয়। আর একজন খাঁটি বন্ধু দশ হাজার আত্মীয়র সমান হয়। কারণ ১০ হাজার আত্মীয় যেমন আপনার জন্য আন্তরিকতা দেখাবে একজন বন্ধু তার চেয়ে বেশি দেখাবে। তাই আমি মনে করি প্রকৃত বন্ধু সেনা যেমন দরকার। তেমনি প্রকৃত বন্ধু বিশ্বাস অর্জন করা দরকার। হাজার বন্ধুর চেয়ে একজন খাটে বন্ধু উত্তম। আর দশজন বন্ধু সে একজন আপন বন্ধু উত্তম। আর দশ হাজার আত্মীয় থেকে একজন খাঁটি বন্ধুই য়ে আমি মনে করি উত্তম। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

IMG_20250102_210309.jpg

একজন বন্ধু হাজার আত্মীয় এর সমান। এই কথার থেকে চিরসত্য কথা আর কিছু হয় না। আসলে বন্ধুকে যত কথা শেয়ার করা যায় তা কখনো আত্মীয়দের করা যায় না। বন্ধুদের সঙ্গে রক্তের সম্পর্ক না থেকেও তারা সব থেকে আপন হয়ে যায়। আত্মীয়রা সব দিক থেকে ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন আত্মীয়রা ঈর্ষা বেশি করে। তাই আপনি একদম সঠিক প্রসঙ্গে কিছু কথা বলেছেন।

ঠিক বলেছেন এমন একটা বন্ধু থাকলে আর হাজারো বন্ধুর প্রয়োজন হয় না

আসলে জীবনে একজন বিশ্বস্ত বন্ধু থাকলে আর কোন কিছুর প্রয়োজন হয় না।আর বন্ধু গুলো সব সময় সকল ধরনের আত্মীয় স্বজনের উর্ধ্বে। বন্ধু তো বন্ধুই। বন্ধুর সম্পর্কের কাছে পৃথিবীর সকল ধরনের সম্পর্ক একদম তুচ্ছ।আপু আপনার লেখা গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।

বিশ্বস্ত বন্ধুগুলো সব সময় সুখে দুঃখে পাশে থাকে

আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একজন বিশ্বস্ত বন্ধু থাকা অনেক গুরুত্বপূর্ণ। দশজন আত্মীয় যদি বিশ্বস্ত না হতে পারে তাহলে কি দরকার। তাদের পরিবর্তে একজন বিশ্বস্ত বন্ধু থাকলেই ভালো। বিশ্বস্ত একজন বন্ধু আসলেই দশজন আত্মীয়ের সমান হয়। বাস্তবিক একটা বিষয় নিয়ে লিখেছেন পোস্টটা।

এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় লিখতে আপনাদের মাঝে শেয়ার করে আমার নিজের কাছেও বেশ ভালো লাগে

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আজকের এই পোস্টটা লিখেছেন। খুবই সুন্দর করে এই বিষয়টা নিয়ে আজকের এই পোস্ট লিখেছেন। প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে যেন একজন বিশ্বস্ত বন্ধু থাকে। আপনার পুরো পোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

চেষ্টা করেছি সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে লেখালেখি করার জন্য

বিশ্বাস শব্দটি এখন সব জায়গাতে উঠে গেছে। আর বিশ্বস্ত বন্ধু পাওয়া আরো বেশী কঠিন কাজ।আর এই বন্ধু যারা পায় তারা ভীষন লাকি।আপনি চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

বিশ্বাস শব্দটা সব সময় ভালোভাবে গড়লে বন্ধুত্ব তা আরও দ্বিগুণ বেড়ে যায়

প্রতিটি মানুষের জীবনে অন্ততপক্ষে একজন বিশ্বস্ত বন্ধু থাকাটা খুবই জরুরী। কারণ বিশ্বস্ত বন্ধুর সাথে সবকিছুই শেয়ার করা যায়। যদিও বর্তমান যুগে বিশ্বস্ত বন্ধু পাওয়াটা বেশ কঠিন। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।