ডাই :- কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  8 months ago  (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার কাছে সব সময় ভিন্নরকম কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই সব সময় আপনাদের মাঝে কিছু না কিছু তৈরি করে শেয়ার করার চেষ্টা করি। আজকেও কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। সত্যি বলতে ওয়ালমেট তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। বিশেষ করে আমি দুদিন ধরে এই ওয়ালমেট তৈরি করেছিলাম।

মাঝেমধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একদিনে তৈরি করা সম্ভব হয় না ব্যস্ততার কারণে। তাই আমি সুন্দর কিছু সময় নিয়ে তৈরি করার চেষ্টা করি। একই রকম ভাবে আজকেও এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলাম। সত্যি বলতে এই পুরো ওয়ালমেট তৈরি করার পরে আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে। কারণ ওয়ালমেট টি আসলেই ভীষণ সুন্দর দেখাচ্ছে। যাই হোক আমার কাছে তো এই ওয়ালমেট তৈরি করে বেশ ভালোই লেগেছে তাই আপনাদের মাঝেও সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার এই আজকের ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG_20240519_103458.jpg

উপকরণ

✓ কার্ডবোর্ড
✓ রং কলম
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240519_075034.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চিকন করে ছোট সাইজের কিছু কার্ডবোর্ড কেটে নিয়ে নিলাম। তারপর কালো রং কলম দিয়ে চিকন কার্ডবোর্ড গুলো রং করে নিয়ে নিলাম।

IMG_20240519_075124.jpg

ধাপ - ২ :

তারপর একই রকম ভাবে আরো কিছু বড় সাইজের কার্ডবোর্ড কেটে নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ড গুলো কেউ রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20240519_075154.jpg

ধাপ - ৩ :

তারপর কার্ডবোর্ড গুলোকে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে ঘরের চালের মতো করে সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240519_075321.jpg

ধাপ - ৪ :

তারপর কিছু কার্ড বোর্ড পাখির মতো করে সুন্দরভাবে পেন্সিল দিয়ে এঁকে তারপর কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG_20240519_075359.jpg

ধাপ - ৫ :

তারপর কার্ডবোর্ড গুলোর উপরে রং কলম দিয়ে পাখির মতো আর্ট করে সুন্দরভাবে দুটি পাখি তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240519_075420.jpg

ধাপ - ৬ :

তারপর আরো কিছু কার্ডবোর্ড কেটে সুন্দরভাবে পাতা এবং ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240519_075508.jpg

ধাপ - ৭ :

তারপর নীল এবং লাল রং কলম দিয়ে প্রথমে ফুলগুলোকে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240519_075542.jpg

ধাপ - ৮ :

তারপর একই রকম ভাবে হালকা সবুজ এবং গাঢ় সবুজ রং কলম দিয়ে সুন্দরভাবে পাতাগুলো রং করে নিয়ে নিলাম।

IMG_20240519_075619.jpg

ধাপ - ৯ :

তারপর কার্ডবোর্ড দিয়ে প্রথমে ঘরের মতো তৈরি করেছি। তারপর ফুলগুলোকে ঘরের নিচে অংশে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240519_075633.jpg

ধাপ - ১০ :

তারপর একই রকম ভাবে ফুলগুলো চারপাশে পাতাগুলোকে আরো সুন্দরভাবে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240519_075731.jpg

ধাপ - ১১ :

তারপর পাখিগুলোকে উপরে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে চারপাশে ক্লে দিয়ে কিছু ডিজাইন করে নিয়ে নিলাম।

IMG_20240519_075818.jpg

শেষ ধাপ :

এভাবে কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার এই ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240519_093923.jpg

IMG_20240519_093840.jpg

IMG_20240519_093904.jpg

IMG_20240519_094027.jpg

IMG_20240519_093858.jpg

IMG_20240519_093851.jpg

IMG_20240519_094008.jpg

IMG_20240519_094100.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা অবশ্য ঠিক বলেছেন আপু ব্যস্ততার সময়গুলোতে কোন কাজ একবারে করা যায় না। আর অবসর সময়গুলোতে একটু একটু করে করলে শেষ হয়ে যায়। আপু আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।

অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর কিছু কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য

আপনার কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হলাম আপু। এই ধরনের কাজগুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। আমিও ডাই পোস্ট গুলো তৈরি করতে চেষ্টা করি। আপনি দুদিন ধরে এই ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভীষণ ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপু।

এই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

দারুন সুন্দর একটা কাজ উপহার দিয়েছেন আপু।
এধরনের কাজগুলো বেশ প্রশংসার দাবিদার। আর তৈরি করার পর ভীষণ সুন্দর দেখাচ্ছে। আসলে কার্ডবোর্ড দিয়ে এতো চমৎকার কাজ করা যায় তা ভাবাই যায় না।
ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

আমি সব সময় চেষ্টা করি নিজের মতো করে সুন্দর কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য

কার্ডবোর্ড দিয়ে আপনি তো দেখি খুবই চমৎকার পোস্ট করেছেন। আপনার পোস্ট আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় লেগে যায়। কষ্ট হও অনেক বেশি । আমি নিজেও চেষ্টা করি সবসময়ই বিভিন্ন সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এভাবেই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন ধন্যবাদ

এরকম ডাইগুলো দেখতে যেমন চমৎকার দেখায় তৈরি করতেও বেজায় সময় লাগে। তবে তৈরি করার শেষ হলে ফাইনাল আউটপুটে ভিশন সুন্দর দেখায় । আপনিও কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির ধাপ গুলি একদম সাধারন ভাবে বর্ণনা করেছেন দেখে মনে হচ্ছে আমি নিজেও তৈরি করতে পারব। এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা আমাদের শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

অনেক ভালো লাগে যখন আপনাদের সুন্দর কমেন্ট গুলো সব সময় মতো পড়তে পারি তখন

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। ওয়ালমেট যদি লাইটিং করে ঘরে টাঙ্গিয়ে রাখা যায় রাতের আধারে দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন দেয়ালে টাঙানোর পরে দেয়ালটা সৌন্দর্য আলাদাভাবে বেড়ে গিয়েছে

কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি ডাই পোস্টটি তৈরি করেছেন। আপনার ডাই গুলো আমারও অনেক ভালো লাগে

চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

কার্ডবোর্ড দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ও দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করেছেন। ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগবে।

এভাবেই সব সময় পাশে থাকবেন ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

কার্ডবোর্ড, ক্লে ও রং তুলি দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। ওয়ালমেট দেখতে অসাধারণ লাগছে। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছে। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আপনাদের ভালোবাসা পেয়ে আরও কাজগুলো করার আগ্রহ বেড়ে যায়

আপনি বেশিরভাগ সময় ভিন্ন জিনিসগুলো নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন। আপনার আজকের তৈরি ওয়ালমেট টা দেখে সত্যি খুব ভালো লাগলো। ইউনিক একটা জিনিস মনে হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক সময় নিয়েই তৈরি করেছেন। ফুল পাখি এবং পাতা সবকিছুই খুব দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য।

ভালো লাগলো আপু আপনার এই সুন্দর গুছানো কমেন্ট পড়ে

আপু আপনি কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গ্ৰামীণ প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন জায়গায় রেখে বিভিন্ন ধরনের ছবি তুলাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। পাখি ফুল পাতা মিলিয়ে খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এরকম কিছু ওয়ালমেট আছে যেগুলো নিজের কাছেও তৈরি করার পরে দেখতে বেশ ভালো লাগে

আপনার তৈরি ওয়ালমেট দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুব ইচ্ছা মত কার ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। এতে ঘরের দেয়ালের মধ্যে লাগিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগবে দেখতে। আমাকে গিফট করে দিয়েন।

কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে সময় লাগলেও যখন হয়ে যায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে ।আপনার এই ওয়ালমেট তৈরি করতে দুদিন লাগলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। নিশ্চয়ই করার পর আপনার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

কার্ডবোর্ড দিয়ে সুন্দরভাবে এই ওয়ালমেট তৈরি করার পরে সত্যি বলতে আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে

কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন আপু। আপনার শেয়ার করা ওয়ালমেটটি তৈরি করতে আপনার ২ দিন সময় লেগেছিলো।তবে কাজটি সুন্দর হয়েছে।আপনি সময় নিয়ে চমৎকার একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দিলেন আপু।দেখতে খুবই চমৎকার লাগছে।সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

চমৎকার কিছু তৈরি করার পরে যেমন ভালো লাগে তেমনি নিজের ঘরের সৌন্দর্য বেড়ে যায়

কার্ডবোর্ড দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।খুবই সুন্দর দুটি পাখির মাধ্যমে ওয়ালমেট টি উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এভাবে সব সময় মতো উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ

কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই সুন্দর ওয়ালমেটটি ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য