রেসিপি :- মজাদার আলুর দম রেসিপি তৈরি।

in hive-129948 •  yesterday 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে মজাদার আলুর দম রেসিপিটি তৈরি করলাম।

এই আলুর দম খেতে কে না পছন্দ করে। কারণ এই আলুর দম রান্না করলে যেকোনো জিনিসের সাথে মজা করে খাওয়া যায়। যেমন পোলাও, ভাত এবং পড়ার সাথে মজা করে খাওয়া যায়। আমার তো একটু বেশি ভালো লাগে। আর এই শীতে নতুন আলু দিয়ে আলুর দম আমি প্রায় তৈরি করি। বলতে গেলে আমার প্রিয় একটি খাবার। তাই ভাবলাম আমারে আজকের রেসিপিটি আপনাদের মাঝেও শেয়ার করি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ও খুবই পছন্দ হবে।

IMG_20250124_141011.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
আলুনতুন আলু ছোট গুলো
টেস্টি মসলা১ টা
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20250202_181338.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি ছোট ছোট নতুন আলু গুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা আলু গুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম।

IMG_20250202_172134.jpg

ধাপ - ২ :

তারপর কাটা চামচ দিয়ে আলু গুলোকে একটু ফুটো করে নিলাম যাতে মসলা গুলো রান্না করলে ভালো করে মিশে যায়।

IMG_20250202_172249.jpg

ধাপ - ৩ :

তারপর একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো লাল লাল করে কিছুক্ষণ ভেঁজে নিয়ে নিলাম।

20220729_163939.jpg

ধাপ - ৪ :

তারপর এক এক করে রসুন, মসলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম।

20220801_155007.jpg

ধাপ - ৫ :

তারপর কুচি করে রাখার টমেটো দিয়ে সব মসলা গুলোকে আবারো ভালো করে নেড়েছেড়ে নিয়ে নিলাম।

IMG_20250202_172148.jpg

ধাপ - ৬ :

তারপর সিদ্ধ করে রাখা আলু গুলোকে সব মসলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নিলাম।

IMG_20250202_172633.jpg

ধাপ - ৭ :

তারপর আলু গুলোর মধ্যে কিছু পরিমাণ অল্প পানি দিয়ে আবারো ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে নিলাম।

IMG_20250202_172655.jpg

ধাপ - ৮ :

তারপর টেস্টি মসলাটা আলুর মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে নিলাম।

IMG_20250202_172724.jpg

ধাপ - ৯ :

তারপর কচু করে রাখা ধনিয়া পাতা গুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নিলাম।

IMG_20250202_172740.jpg

ধাপ - ১০ :

তারপর পুরোপুরি রান্না হয়ে গেলে অন্য আরেকটির পাত্রের মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম।

IMG_20250202_172758.jpg

শেষ ধাপ :

এভাবে আমি খুব মজাদার আলুর দম তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20250124_141130.jpg

IMG_20250124_141018.jpg

IMG_20250124_141049.jpg

IMG_20250124_141139.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলুর দম রেসিপি দেখে লোভ লেগে গেল। অনেক দিন হলো খাওয়া হয়নি। আর এই রেসিপি পোলাও এর সাথে খেতে অনেক মজা লাগে। কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG_20250202_193022.jpg

আলুর দম রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আসলে এরকম নতুন নতুন রেসিপি গুলো খেতে অনেক মজা লাগে। আপনার তৈরি করা মজাদার আলুর দম রেসিপি টি অনেক বেশি মজাদার হয়েছিল। আজকে আপনার মাধ্যমে নতুন একটি রেসিপির সাথে পরিচিত হতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

অনেক মজার রেসিপি তৈরি করেছেন আপু। আলুর দম খেতে আমি অনেক পছন্দ করি যদিও বাসায় এই রেসিপিটা তেমন একটা তৈরি করা হয় না। তারপরেও আমার অনেক প্রিয় একটি খাবার। আপনি রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার তৈরি করা আলুর দম রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ মজাদার আলুর দম রেসিপি শেয়ার করার জন্য।

আলুর সিজনে আলুর দম না হলে যেন জমে না। প্রত্যেক সিজনে আলুর দম খাওয়া হয়নি তবে এবার খাওয়া হয়নি।আপনার আলুর দমের রেসিপি দেখে রীতিমতো লোভ লেগে গেল। আলুর দম খেতে আমি খুব পছন্দ করি। মাখো মাখো আলুর দম সাথে রুটি বা পরোটা আহ্ কি স্বাদ। আলুর দম রান্না করার সম্পূর্ণ প্রসেস আপনি আমাদের দেখিয়েছেন। রান্না করার প্রসেস বেশ ভালো লাগলো। লোভনীয় খাবারের রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আলুর দম খুবই লোভনীয় একটি রেসিপি।আপনি চমৎকার সুন্দর করে লোভনীয় আলুর দম রেসিপি করেছেন। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

অনেক সুস্বাদু ভাবে আলুর দম তৈরি করেছেন আপু। এভাবে আলুর দম তৈরি করে রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমার মা আজকে এই রেসিপিটা তৈরি করেছিল। ভীষণ ভালো লাগলো আপু আপনার রেসিপিটা দেখে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

দম তৈরি করার খুবই সুন্দর এবং মজাদার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি এতটাই লোভনীয়ভাবে তৈরি করেছেন যা দেখেই খেতে ইচ্ছা করছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

বর্তমান আলুর দাম কমে যাওয়ায় আবারও আলু নিয়ে ভিন্ন ভিন্ন আইটেমের রেসিপি দেখার সুযোগ মিলছে। আজকেও আপনি বেশ চমৎকার আলুর দম রেসিপি তৈরি করেছেন। অনেক আগে নতুন আলু দিয়ে এভাবে রেসিপি তৈরি করা হতো। এমনকি নিজের কড়াইতে নরমালি আলু সিদ্ধ করতাম। যেন সেই ভালোলাগা খুঁজে পেলাম আপনার রেসিপি দেখে।

আলুর দম আমার খুব পছন্দের। কয়েকদিন আগে আমার আপু আলুর দম তৈরি করেছে। খেতে খুব ভালো লেগেছে আমার। মজাদার আলুর দম রেসিপি তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

মাঝেমধ্যে রেস্টুরেন্টে গিয়ে আলুর দম খাওয়া হয়েছে। কিন্তু কখনো বাসায় তৈরি করে খাওয়া হয়নি। আজকে আপনার রেসিপি পোষ্টের মাধ্যমে খুবই সুন্দরভাবে এবং সহজে ঘরে বসে আলুর দম তৈরি করা রেসিপি শিখতে পেলাম।আপনার তৈরি আলুর দম রেসিপি খেতে নিশ্চয়ই খুবই মজা হয়েছে। রেসিপিটি এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আলুর দম খেতে সবাই খুব পছন্দ করেন।আমার বাসায় সকালের নাস্তায় আমি আলুর দম রান্না করি প্রায় সময়।নতুন আলু দিয়ে আলুর দম খেতে আরো বেশী সুস্বাদু হয়।আপনি টেস্টি মসলা দিলেন।আমি অবশ্য এই মসলা ব্যবহার করিনা।আপনার শেয়ার করা রেসিপিটি খুবই লোভনীয় লাগছে আপু। অনেক ধন্যবাদ রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

TEAM 4

Your content has been successfully curated by our team via @khursheedanwar

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

banner.png

আলুর দমের সাথে যদি লুচি হয়, তাহলে তো বেশ জমিয়ে খাওয়া যায়। আপনি দেখছি অনেক মজাদার ভাবে আলুর দম তৈরি করেছেন। যেটা খেতে আমি অনেক পছন্দ করি। আমি তো মাঝেমধ্যেই তৈরি করে থাকি আলুর দাম। গরম গরম ভাতের সাথেও কিন্তু অনেক মজা করে খাওয়া যায় এটা। দেখেই বুঝতে পারছি বেশ মজা করে খেয়েছেন এই রেসিপিটা।

আলুর দম আমারও পছন্দের একটা খাবার। তবে অনেকদিন হলো আলুর দম খাওয়া হচ্ছে না। আপনার রেসিপিটা দেখে তো এখন খেতে ইচ্ছে করছে। পরোটার সাথে এ আলুর দম টা ভীষণ ভালো লাগে খেতে। আপনি খুব সুন্দরভাবে পুরো রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি এর কালার টাও খুব লোভনীয় দেখাচ্ছে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

গতকাল বিকেল বেলায় আমি আলুর দম তৈরি করেছিলাম এবং সেটা খেয়েছিলাম মুড়ি দিয়ে। মুড়ি দিয়ে খেতে অসম্ভব মজা হয়। বিকেলবেলা এভাবে আলুর দম তৈরি করলে বেশ ভালো লাগে। তবে ভাত , পোলাও কিংবা রুটির সাথে খেতেও মন্দ হয় না। দারুন একটা রেসিপি শেয়ার করেছেন আপু। শীতের সময়ের বেস্ট একটা রেসিপি এটা।

আলুর দম রেসিপি খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আজকে আপনি দেখছি শীতকালে মজার আলুর দম রেসিপি করেছেন। আর শীতকালের নতুন আলু বাইর হলে আলুর দম খেতে অন্যরকম মজা লাগে। মজার আলুর দম রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।