আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫১ , শীতকালীন সবজির চার রকমের ভর্তা রেসিপি ।

in hive-129948 •  10 months ago 

20240119_153532.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি প্রতিযোগিতার রেসিপি নিয়ে আসলাম। আসলে প্রথম সপ্তাতেই এই প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন রকমের ঝামেলার কারণে আমি রেসিপিটা তৈরি করতে পারিনি। সেজন্য অনেকটা মন খারাপ হয়েছিল। পরবর্তীতে যখন আরো এক সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

20240119_152221.jpg

তার জন্য ভাবলাম আমি রেসিপিটা করার সুযোগ পেয়ে গেলাম। এইজন্য আমি কি দিয়ে রেসিপি তৈরি করব এসব কিছু ভেবে নিলাম। আসলে ভর্তা খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। বিশেষ করে সবজি ভর্তা হলে তো আরো বেশি মজাদার। আমি নিজেও অনেক বেশি ভর্তা পছন্দ করি। এজন্য ভর্তা তৈরি করার জন্য আমি জলপাই দিয়ে লাল শাকের ভর্তা, কচুর ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা এইগুলো সিলেক্ট করলাম। সেলেক্ট অনুসারে আমি একটা একটা করে রেসিপিগুলো তৈরি করে নিয়েছি।

20240119_153541.jpg

যদিও এতগুলো রেসিপি তৈরি করা অনেক বেশি কষ্টকর। তবে অনেকটা সময় নিয়ে একটু একটু করে পুরো কাজটা সম্পূর্ণ করলাম। তবে রেসিপিগুলো তৈরি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আবারো ভর্তাগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভাল লাগবে।

20240119_153230.jpg

20240119_153555.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
লাল শাক১মুঠা
কচু২টা
ধনেপাতা১মুঠা
মিষ্টি কুমড়ো১পিস
জলপাই৩ টা
পেঁয়াজ কুচি২ টা
কাঁচা মরিচপরিমাপ মত
শুকনো মরিচপরিমাপ মত
লবণস্বাদমতো
সরিষার তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240120_210623.jpg

IMG_20240120_210812.jpg

রান্নার বিবরণ :

মিষ্টি কুমড়ার ভর্তা :

ধাপ - ১ :

প্রথমে আমি মিষ্টি কুমড়ো গুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম। তারপর মিষ্টি কুমড়ো গুলোকে কিছু পানির মধ্যে রেখে সিদ্ধ করে নিয়ে নিলাম।

IMG_20240120_193738.jpg

ধাপ - ২ :

তারপর কয়েকটি পেঁয়াজ কুঁচি কুঁচি করে কেটে নিয়ে নিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ সামান্য পরিমাণ তেলের মধ্যে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে নিলাম।

IMG_20240120_193926.jpg

ধাপ - ৩ :

তারপর কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিলাম। তারপর শুকনো মরিচ গুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম।

IMG_20240120_194109.jpg

ধাপ - ৪ :

তারপর মিষ্টি কুমড়ো গুলোকে হাত দিয়ে মেখে নিলাম। তারপর মিষ্টি কুমড়োর মাখার সাথে ভেজে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল, ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম।

IMG_20240120_194235.jpg

ধাপ - ৫ :

তারপর মেখে রাখা মিষ্টি কুমড়ো সাথে এই সব কিছু মেখে সুন্দর একটা মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240120_194308.jpg

IMG_20240120_203329.jpg

জলপাই দিয়ে লাল শাকের ভর্তা :

ধাপ - ১ :

প্রথমে লাল শাক গুলোকে সুন্দরভাবে কেটে একটা পাত্রের মধ্যে ধুয়ে নিয়ে নিলাম।

IMG_20240120_194514.jpg

ধাপ - ২ :

তারপর অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে লাল শাক গুলোকে অল্প পরিমাণ তেলের মধ্যে সিদ্ধ করে নিয়ে নিলাম।

IMG_20240120_194544.jpg

ধাপ - ৩ :

তারপর সিদ্ধ করে নেওয়া লাল সবগুলোর সাথে কিছু জলপাইয়ের আচার নিয়ে নিলাম।

IMG_20240120_194639.jpg

ধাপ - ৪ :

তারপর জলপাইয়ের আচার গুলোকে প্রথমে হাত দিয়ে মেখে নিলাম। তারপর তার সাথে কিছু পেঁয়াজ কুঁচি ও মেখে নিলাম।

IMG_20240120_194706.jpg

ধাপ - ৫ :

তারপর জলপাইয়ের আচারের সাথে আরো ধনিয়া পাতা, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ, সবকিছু দিয়ে সুন্দরভাবে মেখে লাল শাকের ভর্তা তৈরি করে নিলাম।

IMG_20240120_194737.jpg

IMG_20240120_203412.jpg

ধনিয়াপাতার ভর্তা :

ধাপ - ১ :

প্রথমে ধনিয়া পাতাগুলোকে ছোট ছোট করে কেটে একটি পাত্রের মধ্যে ধুয়ে নিয়ে নিলাম।

IMG_20240120_195136.jpg

ধাপ - ২ :

তারপর কড়াই এর মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে কাঁচা মরিচ গুলোকে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম।

IMG_20240120_195240.jpg

ধাপ - ৩ :

তারপর শিলনোড়ার মধ্যে প্রথমে কুঁচি করে রাখা ধনিয়া পাতা গুলোকে বেটে নিলাম। তারপর তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুঁচি, ধনেপাতা, সরিষার তেল, লবণ, সবকিছু দিয়ে ভালোভাবে বেটে ধনিয়া পাতার ভর্তা তৈরি করে নিলাম।

IMG_20240120_195358.jpg

IMG_20240120_203514.jpg

কচুর ভর্তা :

ধাপ - ১ :

তারপর কচু গুলোকে সুন্দরভাবে কেটে একটি কড়াই এর মধ্যে হালকা পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে নিলাম।

IMG_20240120_195518.jpg

ধাপ - ২ :

তারপর শিলনোড়ার মধ্যে কচু গুলোকে প্রথমে সুন্দরভাবে বেটে নিয়ে নিলাম।

IMG_20240120_200510.jpg

ধাপ - ৩ :

তারপর বেঁটে রাখা কচু গুলোর সাথে ধনেপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুঁচি, লবণ, সরিষার তেল, সবকিছু দিয়ে মেখে কচুর ভর্তা তৈরি করে নিলাম।

IMG_20240120_200612.jpg

IMG_20240120_203442.jpg

শেষ ধাপ :

এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

20240119_153552.jpg

20240119_153546.jpg

20240119_153601.jpg

20240119_152221.jpg

20240119_153638.jpg

20240119_153351.jpg

20240119_153532.jpg

20240119_154123.jpg

20240119_153558.jpg

20240119_153230.jpg

20240119_153541.jpg

20240119_153555.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভকামা রইলো আপু শীতকালীন ভর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। জেনে ভালো লাগলো প্রতিযোগিতায় অংশগ্রহন সময়সীমা বাড়ানোর কারণে অংশগ্রহণ করতে পেরেছেন।আপনার চার প্রকার ভর্তাই অসম্ভব রকমের সুস্বাদু হয়েছে আপু।লোভনীয়া লাগছে রেসিপি গুলো।ধন্যবাদ আপনালে সুন্দর ভর্তা রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

চিন্তা করি ঠিক বলেছেন এই ভর্তাগুলো আসলেই অনেক মজা হয়েছিল খেতে। আমি এমনিতেও ভর্তা অনেক পছন্দ করে খেতে।

আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন দেখে ভালো লাগলো। আপনি এই প্রতিযোগিতার জন্য চার ধরনের সবজির ভর্তা রেসিপি তৈরি করেছেন দেখে ভালোই লেগেছে। চার ধরনের ভর্তা তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন দেখে ভালো লাগলো। অনেক বেশি মজাদার মনে হচ্ছে আপনার তৈরি করার ভর্তা। লাল শাক, কচু, ধনেপাতা এবং মিষ্টি কুমড়া এই সবজিগুলোকে দিয়ে আপনি ভর্তা তৈরি করলেন। কেউ চাইলেই এই ভর্তাগুলো তৈরি করতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

আমার তৈরি করা চারটি পদের ভর্তা রেসিপি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি নিজেও অনেক উৎসাহিত হলাম।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইউনিক কিছু ভর্তার রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপি গুলো দেখে লোভনীয় লাগছে। যে কোন ভর্তায় গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সবগুলো রেসিপি তৈরি করার ধাপ আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার রেসিপি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমার তৈরি করা ভর্তার রেসিপিগুলো আপনার কাছে ইউনিক লেগেছে বলে সুন্দর মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক চারটি ভর্তা রেসিপি শেয়ার করেছেন। আপনার চারটি ভর্তা আমার কাছে ইউনিক লেগেছে আর এ ভর্তাগুলো কখনো খাওয়া হয়নি। আপনার উপস্থাপনা দেখে খুব খেতে ইচ্ছে করছে। সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না। তার পাশাপাশি যদি ভর্তা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক বলেছেন এতগুলো ভর্তা একসাথে তৈরি করার কারনে সবাই বেশ মজা করে খেয়েছিলাম ঐদিন। ওদের শুধু আমরা ভর্তা ডাল এসব দিয়েই খেয়েছিলাম।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এই সুন্দর শীতের সবজির ভর্তা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার তৈরি চারটি ভর্তা রেসিপি দেখতে অনেক লোভনীয় হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে উৎসাহ মূলক কমেন্ট করার জন্য।

আমরা যতই মাংস ভাত খেতে পছন্দ করি না কেন ভর্তা ভাত আমাদের সবথেকে পছন্দের। আপনি শীতকালীন সবজির চার রকমের ভর্তা রেসিপি শেয়ার করেছেন। চার প্রকারের ভর্তাই বেশ লোভনীয় এবং পরিবেশনা অসাধারণ ছিল।শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আপু অনেকেই মাংস ভাত থেকে ভর্তা বেশ পছন্দ করে। ঠিক একই রকম ভাবে আমারও ভর্তা খেতে বেশ ভালো লাগে।

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। ভর্তার রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগবে।

ধন্যবাদ আপু আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনি তো দেখছি একই সাথে চার ধরনের সবজি এর ভর্তা তৈরি করে হাজির হয়ে গিয়েছেন আপু। এই ধরনের ভর্তা গুলো অনেক পুষ্টি সমৃদ্ধ তাই আমাদের সকলের খাওয়া উচিত বেশি পরিমাণে। একই সাথে সবগুলো ভর্তা খেতে হয়তো বা ভালই লাগবে।

চেষ্টা করেছি চার ধরনের ভর্তা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। এবারের এই দারুন প্রতিযোগিতাকে কেন্দ্র করে আপনি চার রকম ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি। আপনার তৈরি প্রত্যেকটি ভর্তাই অনেক লোভনীয় লাগছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আমার ভর্তার পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম।

খুব সুস্বাদু চারটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার শেয়ার করা ভর্তা রেসিপি আমার কাছে দারুন লেগেছে। এই ভর্তা গুলো খেতে অনেক সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপু আপনাকে এমন সুস্বাদু রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।

উৎসাহ মূলক কমেন্ট করে সব সময় মতো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

আমার বাংলা ব্লগের উসিলায় কত রকেমর ভর্তার নাম যে শুনলাম। আজকে আপনার পোষ্টে পড়লাম জলপাই দিয়ে লাল শাকের ভর্তা। জীবনে কোনদিন কল্পনাও করি নাই যে, এগুলো দিয়ে ভর্তা হয়। আপনার পরিবেশ,ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিল। ধন্যবাদ।

ঠিক বলেছেন আমার বাংলা ব্লগের কারণে কত ধরনের পোস্ট যে দেখতে পাই কে জানে ধন্যবাদ মন্তব্য করার জন্য সুন্দর।