DIY || এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর কলমদানি তৈরি করে নিলাম ১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা কলমদানি বানিয়ে দেখাবো। এরকম জিনিস গুলো বানাতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম একটা কলমদানি বানাতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু বানাতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা কলমদানি বানিয়ে দেখাবো। তাই আজকে আমার নিজের হাতে কলমদানি বানিয়ে আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই কলমদানি।

20220124_191354.png

উপকরণ :

✓ রঙিন পেপার
✓ কার্ডবোর্ড
✓ পেন্সিল
✓ রাবার
✓ ঘাম
✓ কাঁচি

IMG_20220114_122912.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর সেই রঙিন কাগজ গুলোতে পেঁচিয়ে পেঁচিয়ে কিছু লাঠি করে নিলাম।

IMG_20220114_123314.jpg

IMG_20220114_123409.jpg

IMG_20220114_124046.jpg

ধাপ ২ :

এইভাবে বিভিন্ন কালারের অনেকগুলা লম্বা লাঠি তৈরি করে নিলাম।

IMG_20220114_124911.jpg

IMG_20220114_125044.jpg

IMG_20220114_131359.jpg

ধাপ ৩ :

তারপর সেই লম্বা লম্বা লাঠি গুলোকে সমানভাবে মাঝখান দিয়ে কিছুটা কেটে ভাঁজ করে নিলাম।

IMG_20220114_132102.jpg

IMG_20220114_132736.jpg

ধাপ ৪ :

এক কালারের চারটা করে অনেকগুলো বিভিন্ন কালারের লম্বা লাঠি তৈরী করে নিলাম।

ধাপ ৫ :

তারপর এক কালারের রঙিন কাগজের লাঠিকে একসাথে গোল করে ঘাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ৬ :

তারপর এইভাবে একটার উপরে অন্য কালারের লাঠি গুলো সুন্দর ভাবে লাগাতে থাকি।

ধাপ ৭ :

এইভাবে অনেক গুলো দিয়ে তৈরী করে নিলাম অনেক সুন্দর একটা কলমদানি। তখন বিভিন্ন কালারের কারণে দেখতে অনেক আকর্ষণীয় দেখায়।

ধাপ ৮ :

তারপর একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ড টাকে চারকোনা করে সুন্দর করে কেটে নিলাম।

ধাপ ৯ :

তারপর সেই কার্ডবোর্ডের উপরে সুন্দর একটা রঙিন কাগজ ঘাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ১০ :

তারপর সুন্দর লাঠির কলমদানি তার পিছনে ঘাম লাগিয়ে সুন্দরভাবে রঙিন কার্ডবোর্ড টাকে লাগিয়ে নিলাম।

ধাপ ১১ :

এইভাবে সুন্দর কলমদানিটা তৈরী করে নিলাম। তখন কলমদানি টা দেখতে অনেক সুন্দর দেখায়।

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা রঙিন কাগজের কলমদানি তৈরি করে নিলাম। আশা করব আমার কলমদানি তৈরিটা আপনাদের সকলের পছন্দ হবে।

IMG-20220124-WA0008.jpg

IMG-20220124-WA0018.jpg

IMG-20220124-WA0038.jpg

IMG-20220124-WA0015.jpg

কলমদানি সহ আমার একটি ছবি

IMG-20220124-WA0011.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন পেপারের আপনার কলমদানি তৈরি টি খুব দারুন লাগছে। সত্যি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছুই তৈরি করুন না কেন খুবই সুন্দর লাগে এবং দেখতে আকর্ষণীয়। আর আপনি অসাধারণ একটি কলমদানি তৈরি করেছেন যা দেখতে খুবই ভালো লাগছে। আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

দেখতে যেমন সুন্দর তেমনি খুব দরকারী একটি জিনিস। কারণ পেইন্টিং এর এসব ছোটখাটো জিনিস গুলো এভাবে এক জায়গায় রেখে দিলে পেইন্টিং করার সময় খুঁজতে ঝামেলা হয় না। খুব সুন্দর লাগছে এটি দেখতে। বিশেষ করে বিভিন্ন রঙিন কাগজ ব্যবহার করার কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আপনাকে ধন্যবাদ আপু এবং আপনার জন্য শুভকামনা রইল 💜

ঠিক বলছেন আপু রং করার সময় তুলি গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 😍😍

  • তোমার কাজ দেখলে এমনিতেই আমি মুগ্ধ হয়ে যাই। খুব অসাধারণ একটি কলমদানি তৈরি করেছ। খুব অসাধারণ লেগেছে

অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🤩🤩

খুব সহজে খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপনি। দেখতে যেমন আকর্ষণীয় তেমনি কাজের ও বটে। নিজে হাতে তৈরি এই কলমদানি টেবিলে রেখে দিলে বেশ ভালোই লাগবে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

বাহ! আপু আপনিতো কার্ডবোর্ড ও রঙিন কাগজ দিয়ে খুবই যত্ন করে কলমদানিটি বানিয়েছেন, দেখতে অসাধারণ লাগছে। প্রতিটা ধাপে এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যে কেউ দেখে অতি সহজে এই কলমদানিটি বানাতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি কলমদানি তৈরি করে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে 🤩🤩

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কলমদানি তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করার কারণে এই কলমদানি তৈরি করা খুব সহজেই আমরা শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি কলমদানি তৈরি করেছেন আপু। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের কলমদানি টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি কলমদানি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের সকলের মাঝে step-by-step শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

আপনার বানানো কলমদানিটি অনেক সুন্দর হয়েছে। দারুণ এক বুদ্ধি এটি। চেস্টা করে দেখতে হবে। এভাবে বানিয়ে টেবিল এ রাখলে দেখতেও সুন্দর লাগবে অনেক।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

সহজে খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপনি।আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের কলমদানি টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ এতো সুন্দর কাজটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপু।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

আপু যেমন আপনি আর্ট করেন আবার তেমন ক্রাফট ও তৈরি করেন। আজকের ক্রাফটটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। একজন আর্টিস্ট এর সত্যিই এমন কালারফুল কলমদানি থাকা উচিত। কি করে যে সব পারেন কি জানি। আপনার সব ধরনের কাজগুলোই অসাধারণ হয়। এভাবেই এগিয়ে যান আমাদের মাঝে ভাল কাজগুলো নিয়ে। এবং প্রতিনিয়ত চমৎকার কাজ গুলো উপহার দিয়ে যান। সবসময় ভালো থাকুন,সুস্থ থাকুন। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপু রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা কলমদানিটি দারুন হয়েছে।ভিন্ন ভিন্ন রঙের রঙিন কাগজ ব্যবহার করে কলমদানি বানানোয় দেখতেও বেশ সুন্দর লাগছে।কলমদানিতে দেখছি অনেক কিছু রেখেছেন।আমায় এমন একটা কলমদানি বানিয়ে পাঠিয়ে দিয়েন।শুভকামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য