রেসিপি :- ঘরোয়া পদ্ধতিতে তালের পিঠা তৈরি

in hive-129948 •  2 months ago 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে তালের পিঠা রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। কিছু কিছু রেসিপি আছে যেগুলো খেতে কিন্তু বেশ মজা হয়। কম সময়ে তৈরি করে খাওয়া যায়।

আমার হাজব্যান্ড কয়েকবার দোকান থেকে তাল কিনে নিয়ে এসেছিল তালের পিঠা খাওয়ার জন্য। আমরা কয়েকবার এই পিঠা তৈরি করে খেয়েছি কিন্তু আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়নি। পরবর্তীতে একদিন ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর মজাদার পিঠার রেসিপিটি শেয়ার করি। তাই আপনাদের মাঝে চেষ্টা করেছি আমার পছন্দের পিঠার এই রেসিপিটি শেয়ার করার জন্য। এটা বিকেলে তৈরি করে খাওয়া যায়, আবার সকালেও তৈরি করে খাওয়া যায়। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ও খুবই পছন্দ হবে।

CollageMaker_2024922172750137.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
আটাদু কাপ
চালের গুঁড়াএক কাপ
তালের রসদু কাপ
নারিকেলস্বাদমতো
চিনিপরিমাণ মত
লবণস্বাদমতো
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240922_171257.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে একটি বাটিতে আটা এবং চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিলাম।

IMG_20240922_171316.jpg

ধাপ - ২ :

তারপর অল্প করে তালের রস দিয়ে আটা গুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে শুরু করলাম।

IMG_20240922_171347.jpg

ধাপ - ৩ :

তারপর ভালোভাবে ধীরে ধীরে আরও তালের রস দিয়ে সুন্দরভাবে পুরো আটা টাকে মেখে নিয়ে নিলাম।

IMG_20240922_171458.jpg

ধাপ - ৪ :

তারপর কুচি করে রাখা নারিকেল গুলোকে মেখে রাখা আটা গুলোর মধ্যে দিয়ে আবারো ভালোভাবে মেখে নিয়ে নিলাম।

IMG_20240922_171531.jpg

ধাপ - ৫ :

তারপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাপ মত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে নিলাম।

IMG_20240922_171719.jpg

ধাপ - ৬ :

তারপর হাত দিয়ে গোল এবং লম্বা করে গরম তেলের মধ্যে তালের পিঠাগুলোকে সুন্দরভাবে ছেড়ে দিলাম।

IMG_20240922_171747.jpg

ধাপ - ৭ :

তারপর ধীরে ধীরে গরম তেলের মধ্যে সুন্দর করে তালে পিঠাগুলোকে ভেজে নিয়ে নিলাম।

IMG_20240922_171841.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর করে মজাদার তালে পিঠা তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার এই ঘরোয়া পদ্ধতিতে তালের পিঠার রেসিপি আপনাদের বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240826_181143.jpg

IMG_20240826_181109.jpg

IMG_20240826_181133.jpg

IMG_20240826_181102.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpsF3Bhcw5D1snEdgouXXU...EdfC3cnJjiwoiED41MnfuaY3XG1GZpVKEMxqV4Pe62gKJajxegr24um7Pgt12dtrpruNjRSR8CxcfGJEVoj9NrjHVsRJcEDqbWSTmQgTnzazBu79LCFMVgcc2.webp

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঘরোয়া পদ্ধতিতে তালের পিঠা তৈরিরং লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। তালের তৈরি করা পিঠাগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু মৌসুম ভিত্তিক এই ধরনের পিঠা তৈরি হয় তাই এগুলো জনপ্রিয়তা ও অনেক বেশি।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

আপু আপনি অনেক সুন্দর এবং যত্ন সহকারে ঘরোয়া পদ্ধতিতে তালের পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কারণ তালের রসের যেকোন পিঠা আমার কাছে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে পিঠাগুলো খুবই সুস্বাদু হয়েছে। লোভনীয় তালের রসের পিঠা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন আমার নিজের কাছেও এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে

আপনি আজ আমাদের মাঝে ঘরোয়া পদ্ধতিতে তালের বড়া তৈরি করেছেন কিছুদিন আগে আমাদের তালের রুটি তৈরি করেছিল কিন্তু তালের রুটি আমার তেমন একটা পছন্দ নয়।তালের বড়া খেতে বেশি ভালো লাগে। প্রতি বছরের তালের বড়া দুএকবার করে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খাওয়া হয় কিন্তু আপনার বড়ার কালারটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল ধন্যবাদ।

চেষ্টা করেছি সুন্দরভাবে এই পিঠার রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আপু তালের তৈরি এই রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগে। তবে আপনি দেখছি একটু অন্যভাবেই তালের এই পিঠা তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

অন্যরকম কিছু পিঠা খেতে মাঝেমধ্যে নিজের কাছেও বেশ ভালো লাগে

ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর ভাবে আপনি তালের পিঠা তৈরি করে আমাদের দেখিয়েছেন। আপনার তালের পিঠা দেখে খুব ভালো লাগলো। চমৎকার ভাবে আপনি তাদের পিঠার কার্যক্রম সম্পন্ন করেছেন। আশা করি খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনার এই তালের পিঠা রেসিপি।

ঘরোয়া পদ্ধতিতে যে কোন জিনিস তৈরি করে খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়

তালের পিঠা খেতে খুবই ভালো লাগে আমার কাছে।তবে এগুলো পিঠা বিকেল বেলায় গরম গরম নাস্তা করতে ভীষণ ভালো লাগে। আপনি দারুণ ভাবে পুরো রেসিপি শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন গরম গরম পিঠা বিকেলে খেতে অনেক মজা লাগে

তালের পিঠা আমার খুবই প্রিয়। আমি আমার মায়ের হাতে বেশ কয়েকবার তালের পিঠা খেয়েছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে তালের পিঠা তৈরি করেছেন। আপনার তৈরি করা তালের পিঠা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি খুবই সুন্দর করে তালের পিঠা রেসিপি টি তৈরি করার চেষ্টা করেছেন।

আমারও তালের পিঠা খেতে অনেক ভালো লাগে মন্তব্য করার জন্য ধন্যবাদ

তালের পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক ইউনিক একটা পিঠা তৈরি করেছেন।সত্যি আপু একই ধরনের পিঠা খেতে আর ভালো লাগে না। আপনার পিঠা গুলো দেখে লোভ লেগে গেল। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সত্যিকারের যেকোনো ধরনের ইউনিট পিঠা তৈরি করলে খেতেও বেশ মজা হয়

যে কোন ধরনের তেলের পিঠা আমার খুব প্রিয়। আর তালের পিঠা তাদের মধ্যে সবচেয়ে পছন্দের। আমিও এই তালের পিঠা বানাই। খেতে অনেক মজা। আপনি বেশ সুন্দর ভাবে তালের তেলের পিঠাটি বানানোর পদ্ধতি শেয়ার করেছেন। আর সেই সাথে পিঠাগুলো কিন্তু বেশ লোভনীয় লাগছে। মনে হচ্ছে একটা যদি খেতে পারতাম। ধন্যবাদ মজার তালের পিঠার রেসিপি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আমারও যেকোনো ধরনের পিঠা খেতে অনেক ভালো লাগে

তালের পিঠা আমার খুব খুব পছন্দের। আপনার পিঠাগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। ভীষণ মজাদার এবং লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু মজাদার তালের পিঠার রেসিপি শেয়ার করার জন্য।

আমার পছন্দের পিঠা আপনারও খেতে ভালো লাগে যেন খুশি হলাম

প্রথমে তো দেখে বেশ ভালো লাগলো এত সুন্দর পিঠার কালার। পিঠাগুলো খেয়ে নিতে ইচ্ছে করছে। কারণ তালের রসের পিঠা আমার খেতে খুবই ভালো লাগে। এখন সবাই বেশ মজার মজার পিঠা তৈরি করেন তালের রস দিয়ে। আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেল আপু।

আচ্ছা আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ

যেহেতু এখন তালের সময়। তালের পিঠা খাওয়ার উপযুক্ত সময় এখন। তালের পিঠা আমার বেশ পছন্দের। তালের পিঠা টা দারুণ তৈরি করেছেন আপু। দেখে বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি রেসিপি টার প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।।

চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর কিছু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য

বাহ,খুব সুন্দর তালের পিঠা তৈরি করেছেন আপু।পিঠাগুলি দেখতে অনেকটা বেগুনির মতো হয়েছে।তাছাড়া তালের পিঠা খেতে খুবই মজার হয়ে থাকে।সকাল ও সন্ধ্যায় চায়ের সঙ্গে বেশ জমে যাবে পিঠাগুলি।ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মন্তব্য দেখে খুশি হলাম

তালের পিঠা খেতে বেশ ভালো লাগে,কিন্তু এবার শুধুমাত্র একদিন খেয়েছিলাম।শারীরিক অসুস্থতার কারণে এসব ঝামেলা করতে একদম মন চাচ্ছিল না তাই আর তালের পিঠা বানানো হয়নি।আপু আপনার তালের পিঠাগুলো দেখে খুবই লোভনীয় লাগছে।লোভনীয়তি পিঠা রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। আজকে খুব সুন্দর করে তালের পিঠা রেসিপি করেছ। তবে ঐদিন তাহলে পিঠাগুলো বেশ মজাই লেগেছিল। আর তালের পিঠা খেতে আমি নিজেও বেশ পছন্দ করি। তালের পিঠা রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছে।

তালের পিঠা খাওয়ার মজাই আসলে আলাদা

তালের পিঠা খেতে খুবই ভালো লাগে। আর যদি বাসায় পিঠা তৈরি করা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনি খুবই চমৎকার ভাবে পিঠা তৈরির রেসিপি উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

প্লেটে সাজিয়ে রাখা লোভনীয় পিঠাগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আপনার তৈরি করা পিঠাগুলো অসাধারণ হয়েছে। আর দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে গরম গরম পিঠা খেতে দারুন লেগেছিল।

আপনার সুন্দর মন্তব্য দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ

আপনি আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। তালের পিঠা খেতে আমি অনেক পছন্দ করি। তাল দিয়ে বিভিন্ন রকম পিঠা তৈরি করা যায় সবগুলা পিঠা খেতে অনেক টেস্ট লাগে। আমি তালের পিঠা মাঝে মাঝে বানাই। তবে তালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি পিঠা তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পিঠা দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।