পুরাণের গল্প : "রাজা মনু ও মৎস্যাবতার" - পর্ব ০৬ [সমাপ্ত]

in hive-129948 •  7 months ago 

maxresdefault.jpg
Creative Commons License Under Fair Usage Policy : Source


[বিঃ দ্রঃ নিম্নোক্ত কাহিনীটি পৃথিবীর সব প্রধান ধর্মগ্রন্থে বিভিন্নরূপে বর্ণিত আছে । তবে, ধর্মগ্রন্থ ভেদে কাহিনীর কিছুটা ভিন্নতা থাকলেও এর মূল ঘটনা বিন্যাস এবং কাহিনীর আড়ালে মূল ধর্মীয় বার্তা কিন্তু একই ।]


ক্রমশ আবহাওয়া আরও খারাপের দিকে যেতে লাগলো । সমুদ্রে জলোচ্ছাস বৃদ্ধি পেলো চরমভাবে, প্রবল বেগে হাওয়া বইতে লাগলো । পর্বতপ্রমাণ ঢেউ একের পর এক এসে আছড়ে পড়তে লাগলো সেই মহা নৌকোর ওপর । মনুসহ নৌকোর সবাই সেই প্রলঙ্কর তুফান দেখে আতঙ্কিত হয়ে পড়লেন । সপ্ত ঋষিরা তখন মনুকে বললেন, "হে মনু, তুমি বিষ্ণুর স্তব করো । একমাত্র তিনি ভিন্ন আর কেহই আমাদিগকে রক্ষা করতে সমর্থ হবেন না ।"

মনুরও তখন সেই মহাকায় মৎস্যরুপী শ্রীবিষ্ণুর শেষকথাগুলো স্মরণ হলো । তিনি তখন বিষ্ণুর স্তব শুরু করে দিয়ে কায়মনোবাক্যে এই ভীষণ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কাতরভাবে প্রার্থনা শুরু করলেন ।

কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল তোলপাড় করে ভেসে উঠলো এক মহাকায় মৎস্য । যোজন যোজন লম্বা সেই দৈত্যাকার মৎস্যের বর্ণ উজ্জ্বল স্বর্ণের মতো, মাথায় বিশাল লম্বা একটি শৃঙ্গ । মৎস্যরূপী ভগবান বিষ্ণু তখন জলের উপরে প্রকট হয়ে বললেন, "হে ব্রহ্মপুত্র মনু, আমি তোমাকে রক্ষার্থে এই স্থানে উপনীত হয়েছি । আর মাত্র অল্পকিছুক্ষণের মধ্যে সমুদ্র আরো বেশি মাত্রায় ঝঞ্জাবিক্ষুব্ধ হয়ে পড়বে । সমুদ্রের বুকে পর্বতের চাইতেও উঁচু উঁচু ঢেউয়ের জন্ম হবে । তখন তুমি বিশাল রজ্জু দিয়ে আমার শৃঙ্গের সাথে তোমার নৌকা বেঁধে দিও । আমি এই নৌকো রক্ষা করব ।"

তাই ঘটলো । যথারীতি নৌকো বাঁধা হলো সেই মহাকায় মৎস্যের শৃঙ্গে । আর সেই বিশাল মাছ নৌকোকে এঁকে বেঁকে পর্বতপ্রমাণ ঢেউ এড়িয়ে অপেক্ষাকৃত শান্ত এক সমুদ্রে এনে ফেললো । এরপরে একাদিক্রমে টানা চল্লিশদিন ধরে চললো সেও প্রলয়ঙ্কর তুফানের তান্ডব । এরপরে যখন প্রকৃতি শান্ত হলো তখন সমগ্র পৃথিবীর যাবতীয় উদ্ভিদকুল, প্রাণীকুল সব ধ্বংস হয়ে গিয়েছে । শুধু মনুর নৌকো রক্ষা পেয়েছে ।

চল্লিশ দিন পরে আবার সমুদ্রের জল নেমে গেলো, ডাঙ্গা জাগ্রত হলো । মনু তখন সেই নৌকো থেকে পরিবার পরিজন, রাজসভাসদবৃন্দ, সপ্ত ঋষি আর সমগ্র উদ্ভিদের বীজ সহ সকল প্রাণীর একটা করে জোড়া নিয়ে মাটিতে পা রাখলেন । এরপরে ধীরে ধীরে আবার মনুর হাত ধরে সমগ্র পৃথিবী পূর্বের পৃথিবীর ন্যায় উদ্ভিদকুল, মনুষ্যকুল আর প্রাণীকুলে সমৃদ্ধ হলো ।

আর এভাবেই ধ্বংসের হাত থেকে রক্ষা পেলো ধরিত্রীর সকল জীব ।

[সমাপ্ত]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই গল্পের প্রতিটি পর্ব আমার পড়া হয়েছে। সত্যি বলতে প্রতিটি পর্ব বেশ উপভোগ করেছি। যাইহোক এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবেন আমাদের মাঝে। সেই অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

সবগুলো পর্বই এ নিয়ে পড়া শেষ করে ফেললাম, যদিও কিছুটা পূর্ব থেকেই জানতাম, তাও ভালো লেগেছে পড়তে। অপেক্ষায় থাকলাম ভাই নতুন গল্পের জন্য ।