Copyright Free Image Source: Pixabay
স্নান সেরে এসে আশ্রমে প্রত্যাবর্তন করা মাত্রই মুনি চিতাবাঘটিকে দেখতে পেলেন, আর দর্শনমাত্রই সব কিছু বুঝতে পারলেন । মনে মনে ভয়ানক বিরক্ত হলেন তিনি । চিতাবাঘরূপী মূষিকের সারা জঙ্গল জুড়ে অত্যাচারের কাহিনী তাঁর কানেও এসে পৌঁছেছিল ।
ঋষিবরকে আশ্রমে প্রবেশ করতে দেখেই মূষিক দৌড়ে এসে পূর্ববৎ ঋষির পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে গড়াগড়ি খেতে লাগলো । ঋষি মূষিককে সংযত ও শান্ত হতে বললেন । তখন মূষিক একটু আগে ঘটে যাওয়া বাঘের সহিত তার সাক্ষাৎয়ের ঘটনা সবিস্তারে বর্ণনা করলো । মুনি মনে মনে আরো চটলেন, মূষিকের কী অভিপ্রায় সেটি তিনি আন্দাজ করতে পেরেছেন ।
মুনি বললেন, "হে মূষিক, এর জন্য তোমার মন্দ স্বভাবই দায়ী । চিতাবাঘ হওয়ার পরে তুমি এই বনের রাজা হয়েছিলে । কিন্তু, তুমি সত্যিকারের রাজা হতে পারোনি, কারণ একজন সত্যিকারের রাজার কাজ প্রজাপালন করা, অথচ তুমি তোমার প্রজা বনের সকল পশুদের উপর শুধু অত্যাচার করেই এসেছো । এটা রাজধর্ম নয় ।"
মূষিক তখন বারংবার তার স্বীয় কর্মের জন্য মুনির কাছে ক্ষমা প্রার্থণা করতে লাগলো । এবং এই রূপে মুনিকে তুষ্ট করতে সক্ষম হলো যে এখন থেকে সে রাজধর্ম, ন্যায়ধর্ম যথাযথ পালন করে জঙ্গল শাসন করবে । স্বীয় প্রজাদের উপর অত্যাচারের বদলে প্রজাপালনে মনোযোগী হবে ।
মুনি অবশেষে সন্তুষ্ট হয়ে মূষিককে দীর্ঘক্ষণ ধরে রাজধর্ম কি ? ন্যায় কি ? প্রজাপালন কি ? এসব ব্যাখ্যা করলেন । মূষিক শ্রবণ করতে করতে বারবার ছটফট করতে লাগলো । মুনি তখন মূষিককে তার অস্থিরতার কারণ জিজ্ঞেস করলেন ।
মূষিক তখন মওকা বুঝে বললো, "হে ঋষিবর, হে সত্যদ্রষ্টা মুনিবর, হে প্রভু আপনি আমাকে চিতাবাঘের চাইতে, বাঘের চাইতে কোনো মহা শক্তিশালী প্রাণী করে দিন । নতুবা, এই জঙ্গল আমি কি ভাবে শাসন করবো ? অপর এক জঙ্গল থেকে মহাপরাক্রমশালী এক ব্যাঘ্র এসেছে, তাকে পরাজিত করতে না পারলে আমি আর জঙ্গলে ফিরে যাবো কি করে ? হে আমার প্রভু, আপনি আমার প্রার্থনা শুনুন, আমাকে ব্যাঘ্রের অধিক শক্তিশালী জন্তুতে পরিণত করে দিন ।"
ঋষি তখন ঈষৎ হাস্য করে বললেন, "তথাস্তু ! তবে তাই হোক । তুই সিংহে পরিণত হয়ে যা । দুনিয়ায় একমাত্র ব্যাঘ্রের চাইতে বলশালী জন্তু হলো পশুরাজ সিংহ । আজ থেকে তুই মহাপরাক্রমশালী এক সিংহ হয়ে জঙ্গলে সুশাসন প্রতিষ্ঠা কর । আমি যেসকল উপদেশ দিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চললেই তুই যথার্থ রাজধর্ম পালন করতে সক্ষম হবি । তবে, সাবধান ! তুই যদি আবারো অত্যাচারী শাসকে পরিণত হোস, তবে, আমি মন্ত্রবলে তোকে পুনরায় মূষিক করে দেব ।"
মূষিক তখন আবার মুনির পায়ের ওপর উপুড় হয়ে পড়ে বারংবার শপথ করতে লাগলো । তার শপথ বাক্য শ্রবণে মুনি হৃষ্ট হলেন । তারপরে পূর্ববৎ কমণ্ডলু থেকে পবিত্র বারি সিঞ্চন করলেন চিতাবাঘরুপী মূষিকের মস্তকের উপর ।
[ক্রমশঃ]
মুনি তাহলে মূষিককে সিংহে পরিণত করতে রাজি হলো। তবে মূষিক হয়তোবা খুব শীঘ্রই ইঁদুরে পরিণত হয়ে যাবে। কারণ আমার মনে হচ্ছে, সিংহে পরিণত হওয়ার পর জঙ্গলের জীবজন্তুর উপর, মূষিক আরো বেশি অত্যাচার করা শুরু করবে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি সিংহ হয়ে যায়, তাহলে তো মূষিক ওর পুরনো কৃতকর্মের কথা ভুলে যাবে, ও আবারো হিংস্র হয়ে উঠবে। ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না, অপেক্ষায় থাকলাম ভাই পরের পর্বের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit