Creative Commons License Under Fair Usage Policy : Source - Wikimedia
বছর ঘুরতেই মোমোতারো আর শিশু থাকে না, সে এখন রীতিমতো একজন বালক । মাত্র একটি বছরেই তার এই রকম অস্বাভাবিক বেড়ে ওঠা গাঁয়ের মানুষের নজর কাড়লো । তারা এই নিয়ে কথা কানাকানি শুরু করে দিলো । এ কেমন মানব সন্তান ? যে মাত্র একটি বছরেই এতটা বেড়ে ওঠে ?
একদিন গাঁয়ের মোড়লের বাড়িতে ডাক পড়লো বুড়ো-বুড়ির । মোমোতারো সম্পর্কে সব জানতে চায় গাঁয়ের মানুষ । তার অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিকে মোটেই ভালো চোখে দেখছে না গাঁয়ের কেউ । তাদের ধারণা মোমোতারো মানুষের বাচ্চা নয়, সে নিশ্চয়ই কোনো দানবের বাচ্চা হবে । না হলে কোনো সদ্যোজাত মানুষের বাচ্চা বছর না ঘুরতেই বালকে পরিণত হয় কীভাবে ?
এক রবিবার বুড়ো-বুড়ি হাজির হলো গাঁয়ের মোড়লের বাড়ির উঠোনে । সেখানে একটা ছোটোখাটো বিচারপর্বের আয়োজন করা হয়েছে । মোড়ল গ্রামবাসীদের পক্ষ থেকে মোমোতারার অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি সম্পর্কে প্রশ্ন রাখলেন বুড়ো-বুড়ির কাছে । কিন্তু, বুড়ো-বুড়ির মুখ খোলার আগেই মোমোতারো বলে উঠলো, "আমি দেবতার সন্তান । আমাকে দেবতাই পাঠিয়েছেন আমার পার্থিব জগতের এই বাবা-মায়ের নিকট । তাঁরা ছিলেন নিঃসন্তান, তাই দেবতা কৃপা করে নিজের সন্তানকেই পাঠিয়েছেন আমার বাবা-মায়ের কাছে, আমি মোমোতারো আমার বাবা-মায়ের একমাত্র সন্তান, এই গাঁয়েরই ছেলে ।"
মোমোতারোর দৃপ্তভঙ্গীতে বলা এই কথাগুলো শুনে সারা গাঁয়ের মানুষ একদম চুপ হয়ে গেলো । সব অভিযোগ কোথায় ধুয়ে মুছে সাফ হয়ে গেলো, সবাই গভীর শ্রদ্ধায় দেবতার সন্তানের প্রতি মাথা নুইয়ে সম্মান জানালো । আর বুড়ো-বুড়ি ? তাদের আনন্দ দেখে কে ? স্বয়ং দেবতার সন্তানকে নিজেদের সন্তান হিসেবে পেয়ে গর্বে তাদের বুক ভরে উঠলো ।
মোমোতারো প্রায় সারাদিনই এখন খেলায় মেতে থাকে । তবে, আশ্চর্যের কথা হলো সে গাঁয়ের ছেলেপুলেদের সাথে যতটা না মিশতো তার চাইতে বেশি মেশা শুরু করলো সেই পাহাড়ি জঙ্গলের সমস্ত পশু-পাখিদের সাথে । হিংস্র বাঘ তার খেলার সাথী, ভল্লুক তার লুকোচুরির সঙ্গী, হরিণ তার দৌড় প্রতিযোগিতার সাথী, পাখিরা তার গানের সাথী । পশু-পাখিদের কথা দিব্যি বুঝতে পারতো মোমোতারো । তাই তাদের সাথে খেলা ধুলায় বেশি আনন্দ পেতো সে ।
এভাবে দিন যায়, মাস কাটে, নতুন বছর আসে । মোমোতারো দিন দিন আরো বড়, আরো তাগড়াই জোয়ান হয়ে ওঠে । অস্ত্র শিক্ষা করছে এখন সে । প্রকান্ড একখানি তলোয়ার তার নিত্যসঙ্গী । তার হাতের জোর সাংঘাতিক । যখন সে পাহাড় থেকে নেমে গাঁয়ের মাঝে আসতো তখন তাকে দেখার জন্য সারা গাঁয়ে সাড়া পড়ে যেত । সবাই তাকে খুব ভালোবাসে, সবাই চায় মোমোতারোকে বাড়িতে ডেকে নিয়ে জোয়ারের সুস্বাদু পিঠে খাওয়ায় । পিঠে খেতে মোমোতারো বড্ড ভালোবাসতো কী না তাই ।
এভাবে আরো বছর তিনেক কেটে গেলো । মোমোতারো এখন শক্ত সমর্থ এক যুবক । শহরে গেলো সে কয়েকটি মাসের জন্য আরো ভালো করে অস্ত্র শিক্ষার জন্য । কিন্তু, বাড়ি ফিরে সে জানতে পেলো গাঁয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার অনুস্পস্থিতে ।
[ক্রমশঃ]
এই পর্বটি পড়ে ভীষণ ভালো লেগেছিল। তবে মোমোতারোর অনুপস্থিতিতে গ্রামে কি এমন মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, সেটা জানার আগ্রহ অনেকাংশে বেড়ে গিয়েছে। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন আমাদের সাথে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তার অনুপস্থিতিতে কি এমন ঘটল, তা জানার জন্য অপেক্ষায় থাকলাম ভাই। যতই পড়ছি, ততই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit