আমার বাংলা ব্লগ -শরৎ কালের কাশ ফুলের হাতছানি (10% beneficial to @shy-fox)তাংঃ ১৯/০৯/২০২১

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

স্টিমিট প্লাটফর্মের আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমি আশাকরি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।

GBEgjjnIDkywFIIVeeaceYGOhgF.jpg

GFdeyLPOquDasgnjFCPaOCFWGSA.jpg

শরৎকালের আজ মাঝামাঝি সময় পার করছি।শরৎকাল মানেই কখনো রৌদ্রময় প্রকৃতি। আবার কখনো মেঘ বৃষ্টি, হালকা ঝোড়ো হাওয়া, শীতল বাতাস। মাঝে মাঝে প্রকৃতির গম্ভীরতা,গাছপালার নিস্তব্ধতা। রাতের আকাশে জ্বলজ্বল তারার লাবণ্য ধারা,আবার মেঘের ঘনঘটায় কালো আধারে জোনাকির মিটিমিটি আলো।দুপুরের গুমটে গরমে গৃহবধূর শরীরে গড়ায় ঘাম আবার বিকেল না হতেই বৃষ্টি এসে সারাদিনের ক্লান্তি করে দেয় ম্লান।

GCROLFIgLIHtHaBxkqMMHcaOOwU.jpg

GAlzKMvMMyiysjufhFeeiXKgRaE.jpg

সবুজের বুক চিরে মাথা উঁচু করে আপন মহিমায় দাড়িয়ে নিজের সৌন্দর্য প্রদর্শন করে কাশফুল। শরৎকাল আসলেই রোদ বৃষ্টির সমন্বয়ে জেগে ওঠে কাশফুল। হাতছানি দিয়ে ডাকে সকলকে।

GD_VKljrbPcxSVfXtIewPxGIBFF.jpg

G7RDWvQbAPQVrbQBkMAfCtYqbwS.jpg

কাশফুল দেখলেই চোখের সামনে ভেসে ওঠে প্রিয়জনের হাসিমাখা মুখ।মনে হয় এখনো সে বলছে, ঐ দেখো কাশফুল। সেদিন, আমি
দেখেছিলাম প্রকৃতির এক আশ্চর্য উপহার , প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য্যের প্রতীক কাশফুল। আমি সেদিন দেখেছিলাম, আমার প্রিয়জনের মুখের হাসির সাথে বাতাসের দোলায় নদীর ঢেউয়ের মতো নাচতে থাকা কাশফুল গুলোকে। আমি ভেবেছিলাম, আমার প্রিয়জনকে দেখে আজ কাশফুলের এতো আয়োজন। কাশফুলের ধারে গিয়ে বসতেই শরীরে হালকা ছোয়া দিয়ে গেল বাতাসের দোলায়। শিহরিত হলো দেহ ও প্রাণ। মনে হলো এক স্বর্গীয় নরম ছোয়া শরীরে লাগলো।

G33GMrRPtjAmJPlLavtKVGZBmvN.jpg

G1WzIwjkudAcuuQrytXjAtilAuJ.jpg

কাশফুল আমাকে হাতছানি আজও দিয়ে ডাকে।আমি তার ডাকে সাড়া দিয়ে উপভোগ করি তার সৌন্দর্যকে।ফিরে যায় আমি আমার কিশোর বয়সে। অনুভবে কাছে পায় আমার হারিয়ে যাওয়া প্রিয়জনকে।হয়তো আমিও একদিন হারিয়ে যাবো,সেদিনও দাঁড়িয়ে হাতছানি দেবে কাশফুল

GD_FFaCiQmjSIYdguQLLUooWNiJ.jpg

সুপ্রিয় বন্ধুগণ,আমার এই পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।

কাশফুলের নরম ছোয়ায় মনকে সজীব করুন।

সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।

• ১০% বেনিফিশিয়াল দেয়া হয়েছে লাজুক খ্যাক কে।

অসংখ্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাশফুল দেখতে যেমন সুন্দর। এর নরম ছোঁয়ায় নিজেকে মলিন করতে খুবই ভালো লাগে।অনেক সুন্দরভাবে আপনি সময়টুকু কাটিয়েছেন দেখে অত্যন্ত ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনি আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মুল্যবান মতামত দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

কাশ ফুল মানেই সৌন্দর্যে ভরপুর।আমাদের গ্রামের পাশে যমুনা নদীর তীরে এরকম কাশ ফুল অনেক দেখা যায়।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জানতে পেরে আমি আনন্দিত হয়েছি। আপনার জন্য নিরন্তর ভালোবাসা রইল।

চিকচিক করে বালি কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন সেটা তো সুন্দর বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল

আপনি আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মুল্যবান মতামত দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি অনেক সুন্দর ভাবে আপনার কাটানো মুহুর্ত শেয়ার করেছেন।সাথে সুন্দর কাশ ফুলের চিত্র আপনার জন্য শুভ কামনা।

আপনি আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মুল্যবান মতামত দিয়েছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।