রেসিপি - আলু,কচু ও চাল কুমড়ার বড়ি দিয়ে পাংগাস মাছ রান্না🇧🇩🇧🇩(10% Beneficiaries to @Shy-fox) তাং ০১/১০/২০২১ ইং🇧🇩

in hive-129948 •  3 years ago 

শুভেচ্ছা জানায় সকলকে।

IMG_20211001_160136_0.jpg

IMG_20211001_160904_1.jpg

রেসিপি -আলু,কচু ও চালকুমড়ার বড়ি দিয়ে পাংগাস মাছ রান্নাঃ

প্রয়োজনীয় উপকরণ সমূহঃমাছ,আলু,কচু,চালকুমড়ার বড়ি,লবণ এক চা-চামচ ,সরিষার তেল বা সয়াবিন তেল প্রায় একশো গ্রাম,ঝালের গুড়া এক চা-চামচ, পরিমাণ মতো পিঁয়াজ ও রসুন, এলাচ ও লবঙ্গ আধা চা-চামচ, দারচিনি আধা চা-চামচ, তিন-চারটা তেজপাতা, গুড়া মসলা এক চা-চামচ ও অন্যান্য উপকরণ।

প্রথম ধাপঃ

প্রথমে আমরা একটি দেড়-দুই কেজি ওজনের পাংগাস মাছ সংগ্রহ করে নিব।এরপর মাছটি সঠিক নিয়মে কেটে টুকরো টুকরো করে নিব। তারপর, মাছের টুকরো গুলো বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধৌত করে একটা পরিস্কার পাত্রে রেখে দিব।
IMG_20211001_130207.jpg
মাছের টুকরো গুলোর সাথে আধা চা-চামচ লবণ,আধা চা-চামচ ঝালের গুড়া ও আধা চা-চামচ হলুদের গুড়া খুব ভালোভাবে মাখিয়ে নিব।
IMG_20211001_140325.jpg

দ্বিতীয় ধাপঃ

মাছ রান্নার একটু পূর্বে মাছের টুকরো আধা ভাজা করে নিব।মাছ আধা ভাজা করে নিয়ে রান্না করলে মাছের ভিতরের অংশ গুলো ভালোভাবে সিদ্ধ হয়।
IMG_20211001_142239.jpg
IMG_20211001_145153_4.jpg

তৃতীয় ধাপঃ

পাংগাস মাছের সাথে রান্নার জন্য চালকুমড়ার কিছু বড়ি সংগ্রহ করবো।
IMG_20211001_140007.jpg
চালকুমড়ার বড়ি গুলো রান্নার পূর্বে ভালো করে ভেজে নিব।
IMG_20211001_144701_5.jpg

চতুর্থ ধাপঃ

আলু ও কচুর খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিবো।তারপর, টুকরো করা আলু-কচি গুলো বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধৌত করে একটা পরিস্কার পাত্রে রাখবো।
IMG_20211001_140511.jpg

পঞ্চম ধাপঃ

আলু-কচু গুলো সিদ্ধ করার জন্য চুলায় দিতে হবে।আলু ও কচু যখন আধা সিদ্ধ হবে তখন আধা ভাজা মাছ গুলো আলু ও কচুর ভিতর দিব।
IMG_20211001_154648_6.jpg
তারপর,চালকুমড়ার ভাজা বড়ি গুলো দিব। তারপর,প্রয়োজনীয় মসলার গুঁড়া গুলো পরিমাণ মতো দিব।কিছুক্ষণ পরেই রান্না সুসম্পন্ন হবে।
IMG_20211001_160136_0.jpg

সুপ্রিয় বন্ধগণ, রান্নার কাজ শেষ।এবার,পরিবেশনের পর্ব শুরু।

১০% লাজুক খ্যাকের জন্য 🦊🦊

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আপনার রান্না রেসিপি টি অনেক সুন্দর হয়েছে। দেখে খাওয়ার ইচ্ছা জাগল। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মতামত আমার অনেক ভালো লেগেছে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার রান্নাটি অনেক সুন্দর হয়েছে। আর আমার খুব পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে যে কোন তরকারী আমার খুবই পছন্দের। তবে আপনার এই রান্নাটি আমার কাছে একদম নতুন। আমি কখনো এভাবে পাংগাস মাছ রান্না করে খাই নি।তবে আমি আপনার মত ঘরে রান্না করে দেখব এবং আশা করছি খেতে অনেক সুস্বাদু হবে।ধন্যবাদ