আমার বাংলা ব্লগ - এসো নিজে করিঃরং পেন্সিল দিয়ে শহীদ মিনার অংকন-তাং ০৩/১০/২০২১ইং🇧🇩🇧🇩( 10% beneficiaries to @shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগ এর দুই বাংলার সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশাকরি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন ও নিরাপদে আছেন।

পোস্টের শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি"আমার বাংলা ব্লগ " এর প্রতিষ্ঠাতা @rme দাদাকে।আমি আরোও ধন্যবাদ জানায় "আমার বাংলা ব্লগ " এর এডমিন,মডারেটর ও সকল সদস্য দেরকে।

রং পেন্সিল দিয়ে শহীদ মিনার অংকনঃ

IMG_20211003_162216_0.jpg

IMG_20211003_162023_5.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • এ ফোর সাইজের একটি কাগজ।
  • লাল,সবুজ,গোলাপি,হলুদ,খয়েরি ও নীল রঙ্গের পেন্সিল।
  • রুল পেন্সিল ও রুলার এবং একটি স্কেল।
    IMG_20211003_162433_2.jpg

IMG_20211003_160928_0.jpg

প্রথম ধাপঃ

IMG_20211003_151039_3.jpg

শহীদ মিনারের নিচের অংশটি বা পাদদেশ প্রথমে অংকন করে নিব।

দ্বিতীয় ধাপঃ

IMG_20211003_151435_9.jpg

নিচের অংশটির মধ্যে বা শহীদ মিনারের পাদদেশে দুইটি দাগ দিব।দাগ করার সময় স্কেল ও রুল পেন্সিল ব্যবহার করবো।

তৃতীয় ধাপঃ

IMG_20211003_151805_2.jpg

শহীদ মিনারের দুই দিকের ছোটো দেয়াল অংকন করে নিব।

চতুর্থ ধাপঃ

IMG_20211003_152143_6.jpg

শহীদ মিনারের দুই দিকে দুটি করে দেয়াল অংকন করে নিব।

পঞ্চম ধাপঃ

IMG_20211003_152638_0.jpg

শহীদ মিনারের মূল মিনারটি অংকন করে নিব।অংকনের সময় সতর্কতা অবলম্বন করবো যাতে রুলের দাগগুলি বাঁকা না হয়ে যায়।

ষষ্ঠ ধাপঃ

IMG_20211003_152927_3.jpg

শহীদ মিনারের ঠিক মাঝখানে একটি গোল বৃত্ত অংকন করে নিব।

সপ্তম ধাপঃ

IMG_20211003_153708_8.jpg

শহীদ মিনারের নিচের তিনটি অংশে খয়েরি,গোলাপি ও সবুজ রং করে নিব।

অষ্টম ধাপঃ

IMG_20211003_154159_0.jpg

শহীদ মিনারের সব দেয়ালের মধ্যে সমান করে প্রয়োজন মতো দাগ করে নিব।

নবম ধাপঃ

IMG_20211003_154829_1.jpg

শহীদ মিনারের মাঝখানের গোল বৃত্তটি লাল রং করে ভরাট করে দিব।

দশম ধাপঃ

IMG_20211003_155514_6.jpg

এবার, শহীদ মিনারের সব দেয়ালের উপর হলুদ রং করে দিব।

একাদশতম ধাপঃ

IMG_20211003_160614_1.jpg

খুব সতর্কতার সঙ্গে শহীদ মিনারের সম্পূর্ণ অংশটুকু হলুদ করে দিব।এরপর, অংকন হয়ে যাবে আমাদের শহীদ মিনার।

IMG_20211003_160710_6.jpg

দ্বাদশতম ধাপঃ

শহীদ মিনারের পাশে একটি জাতীয় পতাকা অংকন করে দিব।

IMG_20211003_162023_5.jpg

আমাদের জাতীয় জীবনে শহীদ মিনারের গুরুত্ব অপরিসীম। তাই শহীদ মিনার অংকনের সময় আমাদের সতর্ক ও যত্নশীল হতে হবে।

সুপ্রিয় বন্ধুগণ,আমার এই পোস্টটি কষ্ট করে পড়ার জন্য আমার মনের অন্তর স্থল থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদজানায়।

বাংলা ভাষায় পোস্ট করতে পেরে আমি গর্বিত

(@bidyut01)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শিশুসুলভ পোস্ট পরিহার করে, আপনি একটু চেষ্টা করুন নিজের মেধাকে খাটিয়ে ভালো কিছু পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

দেশের প্রতি ভালোবেসে দেশের শ্রদ্ধা ভরে শহীদ মিনার চিত্রাংকন করার জন্য আপনাকে অভিনন্দন। আসলে খুব সুন্দর হয়েছে আপনার চিত্রটি। এবং কালারটিও চমৎকার