সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।


সুপ্রিয় বন্ধুগণ, রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে আমার খুবই ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুল, পাখির অরিগ্যামি এবং ওয়ালমেট গুলো দেখতে খুবই চমৎকার লাগে। আমি যখনই সময় পাই তখনই রঙ্গিন কাগজ এবং গাম আঠা ব্যবহার করে কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি। আসলে রঙ্গিন কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজটা আমি অনেক ছোটবেলা থেকেই শুরু করেছিলাম। ছোটবেলা বলতে তখন আমার বয়স ১২ অথবা ১৩ বছর হবে। তখন আমি রঙ্গিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ঘুড়ি তৈরি করতাম। একই সাথে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করতাম। তারপর আস্তে আস্তে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো তৈরি করা শিখে গিয়েছিলাম। রঙ্গিন কাগজের ব্যবহার শেখার ক্ষেত্রে আমার আরো অনেক লম্বা একটি ইতিহাস রয়েছে। সেটা ইনশাল্লাহ আমি দিনের পর দিন আপনাদের সাথে শেয়ার করবো। যাহোক, আজ চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরীর প্রক্রিয়া উপস্থাপন করছি। আমি আশা করি, রঙ্গিন কাগজ দিয়ে আমার তৈরি ওয়ালমেটটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রক্রিয়াগুলো।
ওয়ালমেট তৈরীর উপকরণ গুলোর নাম নিম্নে দেওয়া হলো:-
উপকরণ | পরিমাণ |
রঙ্গিন কাগজ | রঙ্গিন কাগজ মোট ০৪ টি |
গাম আঠা | এক কৌটা |
কাঁচি | ০১ টি |
গ্লিটার পেপার | ০১ টি |
পুথি | পরিমাণ মতো |
ওয়ালমেট তৈরীর প্রক্রিয়া গুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-
⬇️ ধাপ-০১⬇️

প্রথমে প্রয়োজনীয় রঙিন কাগজ, একটি কাঁচি, এক কোটা গাম আঠা এবং প্রয়োজন মতো গ্লিটার পেপার ও পুথি সংগ্রহ করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০২⬇️


হলুদ রঙ্গের দুইটি রঙিন কাগজ কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপর টুকরো করা হলুদ রঙের রঙ্গিন কাগজগুলো সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৩⬇️


এবার ভাজ করে নেওয়া হলুদ রঙের রঙ্গিন কাগজ কাঁচি দিয়ে কেটে সুন্দরভাবে পাতা তৈরি করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৪⬇️


মোট ৯টি পাতা তৈরি করেছিলাম। আপনারা নিশ্চয়ই রঙ্গিন কাগজ দিয়ে তৈরি পাতাগুলো দেখতে পাচ্ছেন।
⬇️ ধাপ-০৫⬇️


একটি সবুজ রঙের শক্ত কাগজের উপরে প্রথমে দুইটি হলুদ রঙের পাতা গাম আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে আরো দুইটি হলুদ পাতা লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৬⬇️

সবুজ রঙের রঙিন কাগজের উপর মোট হলুদ রঙ্গের আটটি পাতা গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৭⬇️


গ্লিটার পেপার কেটে তিনটা লেন্স তৈরি করে নিলাম। তারপর লেন্স তিনটি ওয়ালমেটে লাগানো পাতার নিচের অংশে তিন জায়গায় সুন্দরভাবে গাম আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
⬇️ ধাপ-০৮⬇️


হলুদ রঙের রঙিন কাগজ জড়িয়ে মাইকের মতো করে নিয়েছিলাম। তারপর ওয়ালমেটের তিনটি লেন্সের সাথে মাইকের মডেলের মতো করে নেওয়া কাগজ তিনটি গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৯⬇️


এবার ওয়ালমেট এর জন্য ফুল তৈরি করার লক্ষ্যে একটি লাল রঙের রঙ্গিন কাগজ কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপর লাল রংয়ের রঙ্গিন কাগজের টুকরোগুলো সুন্দরভাবে ভাঁজ করে দিয়েছিলাম।
⬇️ ধাপ-১০⬇️


ভাঁজ করে নেওয়া লাল রঙের রঙ্গিন কাগজ কাঁচি দিয়ে কেটে মোট চারটি ফুল তৈরি করে নিয়েছিলাম। তারপর প্রতিটি ফুলের একটি করে পাপড়ি কেটে দিয়েছিলাম।
⬇️ ধাপ-১১⬇️


একটি করে পাপড়ি কেটে নেওয়া প্রত্যেকটি ফুলের অপর পাপড়ির সাথে ঘাম আঠা লাগিয়ে চারটি সুন্দর সুন্দর ফুল তৈরি করে নিয়েছিলাম। তারপর চারটি ফুলের প্রত্যেকটি পাপড়ি একটি কলমের সাহায্যে পেচিয়ে দিয়েছিলাম। লাল রংয়ের রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল গুলো দেখতে অনেকটাই গোলাপ ফুলের মতো হয়েছিল।
⬇️ ধাপ-১২⬇️


ওয়ালমেটের পাতাগুলোর ঠিক মাঝখানে একটি ফুল গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে বাকি তিনটি ফুল ওয়ালমেট এর নিচের অংশে গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-১৩⬇️


ওয়ালমেটে লাগানো প্রত্যেকটি ফুলের ভেতরের অংশে ঘাম আঠা দিয়ে একটি করে রঙ্গিন পুথি লাগিয়ে দিয়েছিলাম। যাতে ওয়ালমেটটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এভাবেই আমি চমৎকার এই ওয়ালমেটটি রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করেছিলাম। আমি আশা করি, ওয়ালমেটটি আপনাদের নিকট খুবই ভালো লেগেছে।
⬇️ আমার ঘরের দেয়ালে ওয়ালমেটটি লাগানোর মুহূর্ত।⬇️





রঙ্গিন কাগজ দিয়ে তৈরি সুন্দর এই ওয়ালমেটটি আমার ঘরের দেওয়ালে গাম আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। ওয়ালমেটটি লাগানোর সাথে সাথে আমার ঘরের সৌন্দর্য বেশ অনেক গুণে বৃদ্ধি পেয়ে গেল। আসলে এ ধরনের ওয়ালমেট গুলো দেখতে যেমন সুন্দর লাগে ঘরের দেওয়ালে লাগিয়ে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি আপনারাও রঙিন কাগজ দিয়ে এভাবে ওয়ালমেট তৈরি করে আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে চেষ্টা করবেন। ভালো থাকুন সবাই, অনেক ভালো। আল্লাহ হাফেজ।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |

By: Urdu Community cruated by @yousafharoonkhan
Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On
Join our steemit Facebook page steemit community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে অসাধারন লাগতেছে। ভিন্ন রকম একটি ওয়ালমেট দেখলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। ভাইয়া পুঁতি দেওয়ার কারনে চমৎকার ফুটে উঠেছে। নতুন আইডিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। রঙিন কাগজের এসব ওয়ালমেট তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। এবং দেখতেও ভালো লাগে। কিন্তু এগুলো তৈরি করতে সময়ের প্রয়োজন এবং ধৈর্য থাকতে হয়। দেখেই বোঝা যাচ্ছে আপনার ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লেগেছিল। ভাইয়া ধন্যবাদ আপনাকে এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাই রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আপনার ওয়ালমেট তৈরি দেখে আমি মুগ্ধ হয়েছি ।আসলে অসাধারণ ছিল এই ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন দুটোই আপনার মধ্যে বিরাজমান রয়েছে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পুথি দেবার হলে আপনার তৈরি করা এই ওয়ালমেটটা খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টা দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের ওয়ালমেট তৈরি করলে ওয়ালমেট দেখতে সুন্দর লাগে। মাঝখানে পুঁতি দেওয়ার কারণে ওয়ালমেট টা দেখতে বেশি সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট করার প্রক্রিয়া চমৎকার করেছেন। আসলে কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে খুবই চমৎকার দেখায়। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার অনেক সময়। লেগেছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আপনার শেয়ার করা রঙিন কাগজের ওয়ালমেট তৈরি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে হলে অনেক সময় এর প্রয়োজন হয়। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করার আপনার সুন্দর অভিজ্ঞতা জানতে ইচ্ছে করতেছে। আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আশা করি আপনার রঙিন কাগজ দিয়ে সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে একদিন সময় করে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করলেন। দেখতে খুবই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেটে আমার কাছে খুব ভালো লেগেছে। এই ওয়ালমেট তৈরির প্রত্যেকটা ধাপ খুব চমৎকারভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং খুব সুন্দর বর্ণনাও করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কিছু রঙিন কাগজ দিয়ে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আপনার এই সুন্দর ওয়ালমেট তৈরি করার পদ্ধতিটা আমার কাছে বেশ বেশি ভালো লেগেছে। আপনার এই ওয়ালমেটটা সবচেয়ে বেশি আকর্ষিত হয়েছে পুঁথি ব্যবহার করায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit