আমার বাংলা ব্লগ @bidyut01 - (আজকে স্কুলের প্রথম দিন) তাংঃ ১২/০৯/২০২১ ইং

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম। স্টিমিট প্লাটফর্মের আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমি আশাকরি আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি

IMG_20210912_123451_6.jpg

    ★★স্কুলের প্রথম দিন★★

আজকের দিনটি ছিল বাংলাদেশের প্রতিটি ছাত্র- ছাত্রীর জন্য আনন্দের দিন।কারণ, করোনা ভাইরাসের( covid19) কারনে দীর্ঘ এক বছর ছয় মাস পরে স্কুর চালু হয়।

IMG20210912102246~2.jpg

প্রতিটি স্টুডেন্ট এর মনে আনন্দের শেষ ছিল না।দীর্ঘ দিন অপেক্ষার পরে একে অপরের সাথে দেখা- সত্যিই যেন মধুক্ষণ।কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে মানতে হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি।

IMG_20210912_104017.jpg

স্কুলের নির্ধারিত সময়ের মধ্যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়।সকল কোমলমতি স্টুডেন্ট দের মুখে ছিল প্রাণখোলা হাসি।বিদ্যালয় প্রাঙ্গণে বইতে থাকে উৎসবের আমেজ। ছাত্রছাত্রীর কোলধ্বনিতে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

IMG_20210912_104049.jpg

মনে হচ্ছিল, নিষ্প্রাণ বিদ্যালয় আজ তার প্রাণ ফিরে পেয়ে এক সজীবতায় সিক্ত হয়েছে।যাহোক নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষক ও কর্মচারীগণ বিদ্যালযে উপস্থিত হয়।আমার সাথে সকল শিক্ষকের সাথে আলাপ হয়।তাদের সাথে আমি কুশল বিনিময় করি।

IMG20210912102349~2.jpg

IMG20210912102327.jpg

        ★★অফিস কক্ষে প্রবেশ★★

দীর্ঘ দিন পরে অফিসে গিয়ে প্রথমে নিজের নামের ঘরে স্বাক্ষর করে নিলাম। তারপরে,প্রধান শিক্ষক আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।তিনি আমাদের নতুন ক্লাস রুটিন দেখান।সেখানে আমি দুইটি শ্রেনীর একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ পায়।

  ★★প্রথম ক্লাসঃ ৬ষ্ঠ শ্রেণী★★

IMG_20210912_104341.jpg

পাঠদান দেওয়ার উদ্দ্যেশে শ্রেণী কক্ষে প্রবেশ করতেই ছাত্রছাত্রীরা আমাকে সালাম প্রদর্শন করে।আমি তাদের স্বাগতম ও শুভেচ্ছা জানায়।সকল স্টুডেন্ট দের সাথে কুশল বিনিময় করি।অধিকাংশ ছাত্র ছাত্রী দের মুখে মাক্স ছিলো না।তারা স্বাস্থ্য বিধি সম্পর্কে বোঝে না। আমি প্রথমে ছাত্র ছাত্রী দের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনা মুলক দিকনির্দেশনা প্রদান করি।তারপর পাঠদান আরম্ভ করি।

দ্বিতীয় ক্লাসঃ সপ্তম শ্রেণী

IMG_20210912_104107.jpg

সপ্তম শ্রেণীতে পাঠদানের জন্য কক্ষে প্রবেশ করলাম। স্টুডেন্ট দের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে নিলাম।তদের স্বাস্থ্য সচেতনামূলক বিষয়ে আলোচনা করে আমি পাঠদান শুরু করলাম।

IMG_20210912_104353.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে মনের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সব সময় আপনাদের সমর্থন কামনা করি।

পোস্টটি পড়ে আপনাদের কেমন
লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবাই নিরাপদে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছিঃ

Cc:

@Shuvo35
@rme
@hafizullah
@winkles
@alsarzilsiam
@moh.arif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ভালো।শিক্ষা শৃঙ্খলবদ্ধ ছিল আজকে মুক্তি পেল।আবার কবে যে শৃঙ্খলবদ্ধ হয়,তার গ্যারান্টি কত টুকু? অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। আমি আগামীদিনেও আপনার সমর্থন কামনা করছি।

আসলে স্কুল জীবন অনেক মজার হয়। প্রতিটি মানুষের লেখাপড়া জীবনে অনেক স্মৃতি থাকে। বর্তমান যুগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সেটা থেকে বঞ্চিত হচ্ছে স্কুল ছাত্ররা। আপনার এই দিন অনেক সুন্দর ছিল আশাকরি।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি পড়ে আমাকে কমেন্ট করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকেও।

ঠিক বলেছেন আপনি। আমার কাছে ঈদের থেকেই বেশি ভালো লাগছে স্কুল কলেজ খোলাতে। ভেবেই ভালো লাগছে আবার সেই ক্লাস রুমে বসে ক্লাস করব। খুব ভালো লিখেছেন।।

ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি পড়ে আপনার মুল্যবান মতামতে আমি অনেক উৎসাহ পেয়েছি।শুভকামনা আপনার জন্য ভাইয়া।