বাড়ির বড় ছেলেদের মাথার উপর দায়িত্বটা আগে থেকেই চলে আসে।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন। আমি @bidyut01। আজ বুধবার, জুলাই ২৭,২০২২ইং।

Picsart_22-07-27_16-47-16-377.jpg

picsart design


সুপ্রিয় বন্ধুগণ, আমার পরিবারের প্রধান হিসেবে আমার পিতায় পরিবারের চাহিদা অনুসারে হাট-বাজার করে থাকেন। কিন্তু আমার পিতার ডায়াবেটিস এর সমস্যা জনিত কারণে পায়ে ইনফেকশন হয়েছে। তাই বাড়ির বড় ছেলে হিসেবে আমার উপর হাট বাজার করার দায়িত্বটা এসে পড়েছে। আমার মায়ের দেওয়া হাট-বাজারের তালিকা অনুসারে আমি বাজার করতে আমার শহর গাংনী নিতে এসেছিলাম এবং পরিবারের চাহিদা অনুসারে হাট-বাজার করলাম।

IMG_20220726_170056_229.jpg

IMG_20220726_170034_020.jpg

সবজির হাট বাজার করার জন্য আমি আমার শহর গাংনীর সবজি বাজারে চলে গেলাম। সবজির হাট-বাজার করার তেমন কোন অভিজ্ঞতা আমার নেই। তাই সবজি বাজারে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে নিলাম যে কোন কোন সবজিগুলো কি দামে বিক্রি করা হচ্ছে। তারপর আমি আমার প্রয়োজনীয় সবজিগুলো ক্রয় করার জন্য বাজারের সবজি বিক্রেতাদের কাছে যেতে লাগলাম। প্রথমে আমি আমার বাবা'র পছন্দের সবজি উচ্ছে ক্রয় করলাম। উচ্ছে সবজি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। প্রতি কেজি উচ্ছে সবজির দাম ছিল ৩০ টাকা। তাই আমি ২ কেজি উচ্ছে সবজি ক্রয় করলাম ৬০ টাকা দিয়ে।

IMG_20220726_165804_112.jpg

IMG_20220726_165930_991.jpg

একজন শসা বিক্রেতার নিকটে গেলাম। আমি নিজে হাতে বেছে বেছে টাটকা সবুজ রঙের শসা গুলো একটি প্যাকেটে ভর্তি করলাম। তারপর আমি শশা গুলো শসা বিক্রেতার নিকট থেকে এক কেজি শসা ক্রয় করলাম ২৫ টাকা দিয়ে। শসা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি।

IMG_20220726_165956_452.jpg

IMG_20220726_165943_124.jpg

মিষ্টি কুমড়া আমার পছন্দের একটি সবজি। একজন মিষ্টি কুমড়া বিক্রেতার নিকট থেকে আমি এক কেজি পরিমাণ মিষ্টি কুমড়া ক্রয় করলাম ৩০ টাকা দিয়ে। মিষ্টি কুমড়া ছোট মাছের সাথে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আমি অন্য আরেকজন বিক্রেতার নিকট থেকে আমার পরিবারের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা এবং এক কেজি পরিমাণ আলু ক্রয় করলাম। সবজি বাজারে সবজি ক্রয় করতে এসে প্রথমে একটু বিরক্তবোধ হয়েছিল কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বেশ নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আসলে বাড়ির বড় ছেলে বলে কথা।

IMG_20220726_170008_728.jpg

IMG_20220726_165830_899.jpg

টাটকা সতেজ লালশাক দেখে আমি লালশাক বিক্রেতার নিকটে গেলাম। দেখলাম লাল শাকগুলো পানি দিয়ে দিয়ে টাটকা রাখার চেষ্টা করা চলছে। তারপর লাল শাক বিক্রেতার নিকট থেকে আমি লাল শাক ক্রয় করলাম। তারপর একজন পুঁইশাক বিক্রেতার ভিতর থেকে পুঁইশাক ক্রয় করলাম। পুঁইশাক আমার খুবই পছন্দের একটি সবজি। পুঁইশাকগুলো বেশ সবুজ এবং সতেজ ছিল। পুঁইশাক ক্রয় করে আমার সবজি বাজার করা সমাপ্ত করলাম। পুরো এক ব্যাগ ভর্তি সবজি বাজার করলাম।

IMG_20220726_170203_477.jpg

সবজি বাজার শেষে আমি যখন বাড়িতে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার মনে হল বাড়ির সদস্যদের জন্য উপস্থিত খাওয়ার কোন কিছু ক্রয় করা প্রয়োজন। তখন আমার চোখ পড়লো
পাঁকা কলা ফলের দিকে । আমি আমার পরিবারের সদস্যদের জন্য পাঁচ হালি (২০ টি) পাকা কলা ক্রয় করলাম। তারপর আমি আমার সবজি বাজার নিয়ে বাড়ির দিকে রওনা হলাম।



সবজি হাট বাজার করার পরে আমি ভাবলাম, আমার বাবার দায়িত্বটা বাড়ির বড় ছেলে হিসাবে আমি মনে হয় যথাযথভাবে করতে পারলাম। যাইহোক, এভাবেই হয়তো একদিন আমার বাড়ির সমস্ত দায়িত্বগুলি আমাকে পালন করতে হবে। পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য এবং ৫% বেনিফিসারি এবিবি-স্কুল এর জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা একদম সত্যি কথা বাড়ির বড় সন্তানের ওপর অনেক বেশি দায়িত্ব থাকে। তবে আমাকে তো এই পোস্টের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সবজির বাজারের ফটোগ্রাফি গুলো। আমার কাছে সবজির বাজার এজন্যই ভালো লাগে কারণ সেখানে সবজিগুলো খুব সুন্দর ভাবে সাজানো-গোছানো থাকে। এবং প্রতিটা সবজি দেখতে খুব তরতাজা লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শতভাগ সত্য বলেছেন ভাই। বড় হলে ই জীবনটা আর জীবন থাকে না। ভীষণ ভালো লাগলো

তবে ভাইয়া দায়িত্বটাই বড় নয়, বাড়ির বড় ছেলে হওয়াটাই বড় কথা।

দেখছি অনেক কিছু টাটকা টাটকা সবজি বাজার করেছেন। আসলে আপনি ঠিক বলেছেন মিষ্টি কুমড়া ছোট মাছ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে আসলে খুব মজা হয়। আর বাড়ির বড় ছেলের দায়িত্বটা আসলে অনেক বেশি থাকে সেটা আপনি একদম ঠিক বলেছেন।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিকই বলেছেন বাড়ির বড় ছেলের অনেক বড় দায়িত্ব থাকে আমি ও আমার বাড়ি বড় ছেলে। খুবই সুন্দর লিখেছেন পড়ে খুবই ভালো লাগলো বাস্তববাদী কিছু কথা। আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার আজকের বাজার করার অভিজ্ঞতাটা আমার কাছে খুব ভাল লেগেছে । আসলে পরিবারের বড়ছেলের কাধে কিছু দ্বায়ীত্ব এমনিতেই চলে আসে । তবে এতে একটু বাড়তি আনন্দও পাওয়া যায় নিজের কাজ নিজের পরিবারের কাজ নিজে করার জন্য । ধন্যবাদ আপনার অভিজ্ঞতা এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।