আমার বাংলা ব্লগ 🇧🇩🇧🇩🇧🇩 বাংলাদেশের সৌন্দর্যের প্রতীক"ফুল"🇧🇩🇧🇩 তাংঃ ২৬/০৯/২০২১ 🇧🇩🇧🇩

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

*সুজলা-সুফলা শস্যশ্যামলা আমাদের বাংলাদেশ।আমাদের বাংলাদেশ একটি ফুলের দেশ,ছবির দেশ,ধানের দেশ, মাছের দেশ,কবির দেশ, সোনার দেশ।বাংলাদেশের সৌন্দর্যের প্রতীক হলো ফুল।ফুল ভালোবাসে না এমন ব্যক্তি বাংলাদেশে খুজে পাওয়া যাবে না।অনুকূল ভূপ্রকৃতি ও জলবায়ুর কারণে বাংলাদেশ একটি উদ্ভিদ সমৃদ্ধ দেশ।বাংলাদেশে অনেক প্রজাতির ও বৈচিত্রময় ফুল ফোটে। যুগ যুগ ধরেই বাংলার মানুষ স্বভাবতই উদ্ভিদঘনিষ্ঠ ও পুষ্পপ্রেমিক।বাংলার মানুষ ফুলকে ভালোবেসে ফুলের নাম দিয়ে সৃষ্টি করেছে অসংখ্য কাব্য, লোকগাথা,লোকগীতি প্রভৃতি।বাংলার ফুলের গন্ধে সবার মন ভুলায়।তাই কবি ফুলের প্রশংসা করতে গিয়ে বলেছেন,
" ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই"

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।

IMG_20210920_121148_7.jpg

IMG_20210920_121130_4.jpg
শাপলা ফুল বর্ষাঋতুর মাঝামাঝি থেকে শুরু করে শরৎ ঋতু পর্যন্ত বাংলাদেশের মাঠে, খালে-বিলে ও বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায়। শাপলা ফুল দেখলেই চোখের সামনে ভেসে ওঠে মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ বীর শহীদের স্মৃতি।দেহ শিহরিত হয়ে ওঠে।শাপলা ফুল দেখলেই মনে জেগে ওঠে দেশপ্রমের অফুরন্ত ইচ্ছেশক্তি। শাপলা ফুল সকল বাঙালির সুখ-দুঃখ ও ভালোবাসার প্রতীক।শাপলা ফুল আমাদের বাঙালি জাতিসত্তার এক বিশেষ অংশ।
G0fteVxKGmrebdzPMfwewteSiBR.jpg

G1VmcHkGPVYMcoLbfttHoYzWxIA.jpg
ফুল আমাদের প্রকৃতির দান ও সৌন্দর্যের প্রতীক। ফুল মানুষের পরম বন্ধু।মানুষের সুখে-দুঃখে, হর্ষে-বিষাদে,পুজা-পার্বণে,প্রেমে ও ভক্তিতে ফুল বন্ধুর মতো কাজ করে।তাই কবি ফুলের প্রতি আকুল হয়ে বলেছেন,
"আমাদেরি কুটির কাননে
ফুটে পুষ্প,কেহ দেয় দেবতা-চরণে
কেহ রাখে প্রিয়জন তরে-তাহে তার
নাহি অসন্তোস।"
IMG_20210920_121628_8.jpg

IMG_20210920_121442_2.jpg

IMG_20210920_121244_8.jpg

IMG_20210920_121047_8.jpg

IMG_20210920_121030_3.jpg
ষড়ঋতুর অনন্য বৈচিত্র্যময় আমাদের বাংলাদেশ। বিভিন্ন ঋতুতে প্রকৃতি এখানে নতুন নতুন ফুলের ডালি সাজিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। এই কারণে, বাংলাদেশ সারা বছর ফুলের সৌন্দর্যের চাদরে আবৃত থাকে।বছরের বিভিন্ন ঋতুতে ফুলের সৌন্দর্যের আধিক্য লক্ষ করা যায়।
IMG_20210926_172657.jpg
গ্রীষ্মঋতুতে চাঁপা,বেল,বকুল জবা, কবরী প্রভৃতি ফুলের সুবাসে মানুষের মনে আনে প্রশান্তি।
Screenshot_2021-09-02-23-01-33-69_a23b203fd3aafc6dcb84e438dda678b6~2.jpg
IMG_20210926_171821.jpg
বর্ষাঋতুতেকেয়াবন হতে ভেসে আসে কেয়া ফুলের সুগন্ধ।কদম ফুল তার সৌন্দর্য ছড়িয়ে মানুষের হৃদয় কে সিক্ত করে দেয়।শাপলা ফুল তার পাপড়ি মেলে ধরে অনাবিল সৌন্দর্য ছড়ায়।

শরৎ ও হেমন্ত ঋতুর ফুলঃ

IMG_20210926_172906.jpg
IMG_20210906_181401.jpg

IMG20210922162315.jpg

IMG_20210926_172242.jpg

IMG_20210926_172310.jpg

IMG_20210926_172914.jpg

IMG_20210926_172548.jpg

20210925_153020.jpg

20210925_153044.jpg

শরৎ ও হেমন্তে স্নিগ্ধ ধরণীর বার্তা নিয়ে আসে শিউলি ফুল।নদীর তীরে ফুটে ওঠে কাশফুল। নীলাকাশে সাদা মেঘের আনাগোনা।প্রভাতে শিশিরে গোসল করা কাশফুল মনে জাগায় এক অপূর্ব সজীবতা।তাই কবি লিখেছেন,
"আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
আমরা গেঁথেছি শেফালী মালা,
নবীন ধানের মঞ্জুরী দিয়ে
সাজায়ে এনেছি ডালা।"

শীত ও বসন্তঋতুর ফুলঃ

IMG_20210926_172754.jpg

20210926_093436.jpg

IMG20210922162030.jpg

Screenshot_20210901-070402.jpg

শীতকাল থেকেই প্রকৃত ফুলের মৌমুস শুরু হয়।এসময় গাঁদা,আতসী,গোলাপ চন্দ্রমল্লিকা,রজনীগন্ধা প্রভৃতি মনোহর ফুল সৌরভ বিস্তার করে।শীতের পরেই আসে ঋতুরাজ বসন্ত।এ ঋতুতে মাঠে বাগানে,বনে-জঙ্গলে হরেক রকম ফুলের সমারহ দেখা যায়। শিমুল,পলাশ আর কৃষ্ণচূড়া প্রকৃতিকে লাল করে ফুটে থাকে।বাগানে গোলাপ,সূর্যমুখী,ডালিয়া, জিনিয়া প্রভৃতি ফুল ফোটে প্রকৃতিকে এক অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে রাখে।

বাংলাদেশের ফুল এ দেশের মানুষের নির্মল আনন্দের খোড়াক,সুখ-শান্তির অনাবিল উৎস।ফুলের হাসিকে শিশুর হাসির সাথে তুলনা করা হয়। ফুল সৌন্দর্যের প্রতীক বলে-বিনোদনে,ধর্মীয় উৎসবে ফুলের ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। ফুল পবিত্র ও সৌন্দর্যের প্রতীক। আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ (স.)ফুল খুব ভালোবাসতেন।

IMG_20210926_172208.jpg
ফুল আমাদের মানবজীবনের সাথে আবশ্যিক ভাবে জড়িত।তাই আমাদের ফুলের প্রতি যত্নশীল হওয়া উচিত।

প্রিয় বন্ধুগণ আমি মোহাঃ নাজিবুল ইসলাম বিদ্যুৎ (@bidyut01)আপনাদের নিকট বাংলাদেশের ফুলের সৌন্দর্য তুলে ধরেছি।আমার এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শাপলা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার লেখার মানও বেশ ভালোই। এগিয়ে যান।আপনার জন্য শুভকামনা রইল।

ফুলের সব ছবি সুন্দর ও উপস্থাপনাও মান সম্মত ছিল। ভাল

আপনার প্রতিটা ফুলের চিত্র আমাকে মুগ্ধ করেছে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যে আমি অনেক উৎসাহ পেয়েছি। আগামীতে আরো মান সম্মত পোস্ট শেয়ার করতে চেষ্টা করবো।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

সব গুলো ফুলের ফটোগ্রাফি গুলোই অনেক সুন্দর হয়েছে । তবে আমার কদম আর কাশফুল গুলো বেশি ভাল লেগেছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যে আমি অনেক উৎসাহ পেয়েছি। আগামীতে আরো মান সম্মত পোস্ট শেয়ার করতে চেষ্টা করবো।আপনার জন্য অনেক শুভকামনা রইল।