আমার বাংলা ব্লগ 🇧🇩 পশুর হাট-বাজার ভ্রমণ🇧🇩 (10% Beneficiaries to @Shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আমি আশাকরি আপনারা সবাই অনেক ভালো আছেন ও নিরাপদে আছেন।
পোস্টের শুরুতেই আমি অসংখ্য ধন্যবাদ জানায় "আমার বাংলা ব্লগ" এর প্রতিষ্ঠাতা @rme দাদাকে।আমি আরোও ধন্যবাদ জানায় "আমার বাংলা ব্লগ" এর সকল সুদক্ষ এডমিন ও মডারেটর দের,যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন।

পশুর হাট-বাজার ভ্রমণঃ

IMG_20211004_123759_1.jpg

IMG_20211004_123828_5.jpg

আজ ০৪/১০/২০২১ ইং সোমবার। আমার গ্রামের পাশের গায়ে প্রতি সোমবার ও শুক্রবার পশুর হাট-বাজার বসে। আজ সোমবার, সকাল আটটার সময় বাজারে ক্রেতা ও বিক্রেতা আসতে শুরু করে।বাজার শুরু হওয়ার পরপরই আমি বাজার ভ্রমণের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়। পশুর হাট-বাজার ভ্রমণের সময় আমি স্বাস্থ্যবিধি মেনে চলেছি।কিন্তু বাজারের অধিকাংশ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো আগ্রহ ছিল না।তারা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাজারে কেনা-বেচা করছে।
স্থানীয় এ পশুর বাজারে সাধারণত গরু,ছাগল,ভেড়া,ঘোড়া ও মহিষ কেনা-বেচা হয়ে থাকে। কিন্তু আজ সবচেয়ে জমজমাট ছিল ছাগলের বাজার।ছাগলের বাজারে অসংখ্য ছাগল বিক্রেতা তাদের ছাগল নিয়ে উপস্থিত হয়। বাজারের ছাগল ক্রেতার সংখ্যা ছিল অগণিত।

বিক্রেতার সাথে আমার সাক্ষাৎকারঃ

IMG_20211004_121334_5.jpg

IMG_20211004_123728_2.jpg

ছাগলের বাজারে একজন ছাগল বিক্রেতার সাথে আমার সাক্ষাৎ হয়।তার কাছ থেকে আমি জানতে পারি, তার বিক্রয়ের ছাগল গুলো ছিল তার নিজ বাড়িতে পালিত ছাগল।সে তার ছাগল গুলো বেশ ভালো দামে বিক্রয় করতে পেরে অত্যন্ত খুশি।কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে তার মধ্যে কোনো স্বাস্থ্য সচেতনতা ছিল না।তার মুখে ছিল না কোনো মাস্ক।আমি তাকে স্বাস্থ্যবিধি সম্পর্কে কিছু উপদেশ প্রদান করি।

ক্রেতার সাথে আমার সাক্ষাৎকারঃ

IMG_20211004_123711_9.jpg

IMG_20211004_113222_6.jpg

ছাগলের বাজারে আমি দুই জন ক্রেতার সাথে সাক্ষাৎ করি।ছাগলের দর-দাম একটু বেশি বলে অভিযোগ দিলেন তারা।কিন্তু তারা দুই জন বললেন বাজারের ছাগল গুলো খুবই সুস্থ ও চাহিদা সম্পন্ন। তাই,তারা সুস্থ সবল ছাগল ক্রয় করে অত্যন্ত খুশি।কিন্তু, তাদের মধ্যে কোনো স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা ছিল না।আমি তাদের করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে কিছু জ্ঞান মুলক তথ্য দিয়ে সচেতন করতে চেষ্টা করেছি।

সুপ্রিয় বন্ধুগণ, আমার পশুর বাজার ভ্রমণ ছিল দীর্ঘ সময়ের।বিশেষ করে ছাগলের বাজার ভ্রমণ করে আমি এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি।ছাগল বিক্রেতাদের মন ভোলানো মধুর কথা ও নিজ নিজ ছাগলের সুনাম করার মাধ্যমে ক্রেতাদের আকর্ষন করছে।আবার ক্রেতারাও কম চতুর নয়,তারাও তাদের বুদ্ধিমত্তা দিয়ে ছাগল ক্রয় করছে।সব মিলিয়ে এক আকর্ষনীয় ছাগলের বাজার ছিল আজ।

IMG_20211004_123737_4.jpg

IMG_20211004_123624_6.jpg

আমি মোহাঃ নাজিবুল ইসলাম বিদ্যুৎ (@bidyut01)।আমার এই পোস্ট টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

বাংলা ভাষায় পোস্ট করে আমি গর্বিত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে আপনারা পশুহাটে এর সাথে মুহূর্তগুলো অসাধারণ ছিল। ছাগলগুলি দেখতে অনেক ভাল লাগছিল এবং অনেক সুন্দর ভাবে আপনি পরিবেশন করেছেন। আমাদের মাঝে যাওয়া দেখে ভালো লাগলো
আপনার জন্য শুভকামনা রইল

একসময় অভ্যাস বেশি থাকলেও এখনও সেভাবে কমেনাই।