রঙ্গিন আলোকসজ্জার ভিডিওগ্রাফি।

in hive-129948 •  last year 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার। ০৬ ই জানুয়ারি, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।



সুপ্রিয় বন্ধুগণ, গত ১৭/১২/২০২২ ইং তারিখে আমাদের মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত অনুষ্ঠান উদযাপনের দুইদিন আগে থেকেই আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছিল এবং পুরো বিদ্যালয়টি রঙ্গিন মিউজিক বাল্ব দিয়ে সাজানো হয়েছিল। রাতের বেলায় মিউজিক বাল্ব গুলো জ্বলন্ত অবস্থায় দেখতে অসাধারণ সুন্দর লাগতো। রাতের বেলায় বিদ্যালয়টি দেখে মনে হতো আমাদের মাধ্যমিক বিদ্যালয় এক রঙ্গিন সাজে সেজেছে।

IMG_20221217_103527_706.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আপনারা ভিডিওগ্রাফিতে নিশ্চয়ই একটি লেখা দেখতে পেরেছেন। লেখাটি হচ্ছে জুমাবি, এর অর্থ হলো- জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়। আর আজকে যে ভিডিওগ্রাফিটি আপনাদের নিকট শেয়ার করেছি এটা হলো আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে তৈরি করা সুন্দর একটি গেটের ভিডিওগ্রাফি। গেটের সাথে অবশ্য আমাদের বিদ্যালয়ের পিছনের অংশের কিছুটা ভিডিওগ্রাফি করেছিলাম। আসলে এই গেটটি তৈরি করা হয়েছিল আমাদের অনুষ্ঠানের মঞ্চ সংলগ্ন করে।আর এই গেট দিয়েই আমাদের সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রবেশ করেছিলেন। একই সাথে এই গেট দিয়েই আমাদের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবেশ করেছিলেন।

IMG_20221217_103819_704.jpg


রাতের আঁধারে আলোকসজ্জায় সাজানো গেট এবং স্কুলের কিছু অংশের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের গ্রামসহ আশেপাশের বেশ কয়েকটা গ্রামের অনেক মানুষ রাতের বেলায় স্কুলের এই সৌন্দর্য দেখতে স্কুল প্রাঙ্গনে ভিড় করতো। একই সাথে আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ও মিলনমেলা উপলক্ষে আমাদের গ্রামসহ আশপাশে গ্রামে এক ধরনের উৎসবের আমেজ চলে এসেছিল। আসলে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করেছিল আমাদের বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, আমাদের বিদ্যালয়ের আশপাশের গ্রামবাসীসহ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে। তাই এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দমুখর হয়েছিল। আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠানের আরো একটি চমৎকার ভিডিওগ্রাফি আগামী দিন আপনাদের নিকট শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় কে আসলেই অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল। সেই আলোক সজ্জার ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাহ মাধ্যমিকের স্কুলের সুবর্ণ জয়ন্তী শুনে অনেক ভালো লাগলো। যেহেতু অনেক সুন্দর করে সাজানো হয়েছে স্কুল কে। সাজসজ্জা দেখে অনেক বেশি ভালো লাগলো। বেশ সুন্দর সুন্দর লাইটিংয়ের মাধ্যমে সাজানো হলো। এমন সুন্দর একটি মুহূর্ত আপনি ভিডিওগ্রাফি করলেন। সেই ভিডিওটি আপনি আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করলেন। দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

আবার ভিডিওগ্রাফিটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমারো খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।