এসো নিজে করি - বাউল শিল্পীর চিত্র অংকন- তাংঃ০৯/১০/২০২১ইং(10% Beneficiaries to @Shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন? আমি আশাকরি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। দুই বাংলার সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানায়।

বাউল শিল্পীর চিত্র অংকনঃ

IMG_20211009_134529.jpg

IMG_20211009_110919.jpg

বাউলরা আমাদের দেশের ঐতিহ্যবাহী শিল্পী। তাদের গানে ও সুরে এদেশের মাটি ও মানুষের কথায় উচ্চারিত হয়।সাধারণত বাউলরা ঢিলেঢালা সাদা পাঞ্জাবি পরিধান করে।তাদের হাতে সব সময় একতারা নামের বাদ্যযন্ত্রটি দেখা যায়।বাউলরা মধ্যম হতে বুড়ো বয়সের মধ্যে হয়ে থাকে। তাদের মাথার চুল আধা পাকা হতে সম্পূর্ণ পাকা।চুলগুলো বেশ বড় করে রাখে ও বড় চুলের খোঁপা বেঁধে মাথার মাঝখানে রাখতে পছন্দ করে আমাদের দেশের বাউলরা।আমাদের দেশে বাউলদের সাথে একজন ঢুলি বা ঢোল বাজানোর লোক দেখতে পাওয়া যায়। অতীতে এদেশে বাউলদের গান এদেশের সকল মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয়।কিন্তু বর্তমানে আধুনিক পাশ্চাত্যের প্রভাবে এদেশের বাউল শিল্পী, বাউল গান ও তার সুর বিলুপ্তির পথে। যাহোক,বাউল শিল্পীর চিত্র অংকনের প্রয়োজনীয় উপকরণ গুলো হলোঃ

  • A4 সাইজের একটি কাগজ।
  • রুল পেন্সিল
  • একটি রুল কাঁটার।

প্রথম ধাপঃ

IMG_20211009_103141.jpg

বাউলের মাথাটি প্রথমে আঁকিয়ে নিব। বাউলের মুখটি এমন ভাবে আঁকিয়ে নিব যেন দেখলেই মনে হয় তিনি গান গাইছেন। তার মাথার চুলের নকশাটি করে নিব।

IMG_20211009_103407.jpg

তার,গলা থেকে বুক পর্যন্ত অংকন করে নিব। এবং তার দুই হাত ও হাতের আঙুল গুলো আঁকিয়ে নেওয়ার চেষ্টা করবো।

দ্বিতীয় ধাপঃ

IMG_20211009_103612.jpg

বাউলের হাতে একটি একতারা আঁকিয়ে দিব।একতারাটি এমন ভাবে আঁকবো মনে হবে বাউল বাদ্যযন্ত্রটি ধরে আছে ও বাজাচ্ছে।

IMG_20211009_103730.jpg

বাউলের দেহের নিচের অংশটি আঁকিয়ে নিব।

IMG_20211009_103933.jpg

বাউলের পায়ের হাঁটুর নিচে কিছু ফুল, ঘাস, লতাপাতা আঁকিয়ে দিব।দেখে যেন মনে হয় গ্রামের মেঠোপথের ধারে তিনি গান গাইছেন।

তৃতীয় ধাপঃ

IMG_20211009_104436.jpg

একতারার নিচের অংশে ও বাউলের মাথার চুল একটু কালো করে দিব।

চতুর্থ ধাপঃ

IMG_20211009_104659.jpg

বাউলের ডান পাশে একজন ঢুলির ছবি আঁকিয়ে নিব। প্রথমে তার মাথা,নাক,মুখ,কান,আঁকিয়ে নিব।

IMG_20211009_104846.jpg

তার গলা হতে বুক পর্যন্ত এবং দুই হাত আঁকিয়ে নিব।

পঞ্চম ধাপঃ

IMG_20211009_105048.jpg

ঢুলির গলার সাথে ঢোল বাধা একটা গামছা আঁকিয়ে দিব।তারপর, তার হাতে একটা ঢোল আঁকিয়ে দিব।দেখে মনে হবে, সে ঢোল বাজাচ্ছে।

ষষ্ঠ ধাপঃ

IMG_20211009_105228.jpg

ঢুলির পায়ের আশেপাশে কিছু গাছ লতাপাতা আঁকিয়ে দিব।

IMG_20211009_110006.jpg

ঢুলির মাথার চুলগুলো কালো করে দিব।এখানে ঢুলির বয়স বাউলের চেয়ে কম হবে।

সপ্তম ধাপঃ

IMG_20211009_110229.jpg

একইভাবে বাউলের বাম পাশে একটি কিশোর বয়সী ছেলের ছবি আঁকিয়ে দিব।

IMG_20211009_110446.jpg

ছেলেটির দেহে একটা হাফহাতা জামা আঁকিয়ে দিব।

IMG_20211009_110614.jpg

ছেলেটির পরনে একটা হাফপ্যান্ট আঁকিয়ে দিব।

IMG_20211009_110731.jpg

ছেলেটির মাথার চুল ঘন কালো করে দিব।ছেলেটির অঙ্গ ভঙ্গি দেখে মনে হবে সে বাউল গান শুনে অত্যন্ত আনন্দ অনুভূতি প্রকাশ করছে।

অষ্টম ধাপঃ

IMG_20211009_163951.jpg

বাউল শিল্পীদের চিত্র অংকন সুসম্পন্ন। তারা মনের সুখে গান গাইছে।

এবার বাউল গান শোনার পর্ব।

১০% লাজুক খ্যাকের জন্য প্রযোজ্য।

সুপ্রিয় বন্ধুগণ,আমি মোহাঃনাজিবুল ইসলাম বিদ্যুৎ (@bidyut01) এসো নিজে করি সপ্তাহে আমার প্রথম অংশগ্রহণ এবং প্রথম পোস্ট। আশাকরি আপনাদের ভালো লাগবে।কোনো ভুল- ত্রুটি হলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তাদের গানে ও সুরে এদেশের মাটি ও মানুষের কথায় উচ্চারিত হয়।সাধারণত বাউলরা ঢিলেঢালা সাদা পাঞ্জাবি পরিধান করে।তাদের হাতে সব সময় একতারা নামের বাদ্যযন্ত্রটি দেখা যায়।বাউলরা মধ্যম হতে বুড়ো বয়সের মধ্যে হয়ে থাকে। তাদের মাথার চুল আধা পাকা হতে সম্পূর্ণ পাকা।চুলগুলো বেশ বড় করে রাখে ও বড় চুলের খোঁপা বেঁধে মাথার মাঝখানে রাখতে পছন্দ করে আমাদের দেশের বাউলরা।

দারুন উপস্থাপনার করেছেন। সাথে অনেক সুন্দর ভাবে বাউল শিল্পীদের চিত্র অঙ্কন করেছেন। শুভেচ্ছা রইলো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার অনেক সৌভাগ্য আপনি আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করেছেন । ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সুন্দর ছবি এঁকেছেন। চমৎকার ভাবে ছবির বর্ননা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার মূল্যবান মন্তব্য পেয়ে আমি অনেক উৎসাহিত। হয়েছি। আগামী দিন আমি আরো মানসম্মত পোস্ট করতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক সুন্দর ভাবে আপনি গ্রামীন বাউল এর চিত্র একেছেন।অনেক ভালো লাগছে ভাই অনেক সুন্দর উপস্থাপনা।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার মনের অন্তরস্থল থেকে আপনার জন্য অকৃত্রিম ভালোবাসা রইলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

ভালাবাসা অবিরাম

বরাবরই আপনি খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আমাদেরকে উপহার দেন় তেমনি এবারও আপনার চিত্র অংকন গুলো খুবই সুন্দর হয়েছে বিশেষ করে বাউল চিত্রটি আরো সুন্দর দেখাচ্ছে

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের এই মহা মূল্যবান মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করে যার কারণে আমি মানসম্মত পোস্ট করতে প্রেরণা পাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাউলদের আসল রুপ আপনার চিত্র অংকনের মাধ্যমে ফুটে উঠেছে। এই রকম স্মৃতি বিজরিত গান এখন কমই হয়।আপনার জন্য শুভকামনা রইল।

আমার এই পোস্টটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনি সবসময় আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সুন্দর ছবি একেঁছেন এবং সুন্দর করে ধাপে ধাপে তা বর্ণনা করেছেন। আপনার জন‍্য শুভকামনা রইল।

আসলেই অনেক সুন্দর ছিল আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল