সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন ও নিরাপদে আছেন।"আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যকে শারদীয় দুর্গাপূজার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আজ আমাদের বাঙালি সমাজের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে গেছে। শারদীয়া দুর্গাপূজা উৎসবের আমেজ বাংলার প্রতিটি ঘরে ঘরে বিরাজ করছে। আজ বাঙালির সমাজের আকাশ- বাতাস মুখরিত হয়েছে শারদীয় দুর্গাপূজার আনন্দে। প্রতিটি মানুষের মধ্যে যেন একটা সাজা গুজা করার, বিভিন্নস্থানে ঘোরাঘুরি করা, মজার মজার খাবার গ্রহণ করা, নাচ গান করা, প্রিয় মানুষদের সাথে মোবাইলে সেলফি তোলার এক মহামিলনের আবির্ভাব ঘটেছে। আমি একজন বাঙালি হিসেবে অসাম্প্রদায়িকতার বিশ্বাস করি। আমি বিশ্বাস করি,'ধর্ম যার যার উৎসব সবার"
শারদীয় দুর্গাপূজার কনটেস্ট ১৪২৮:
আমি গ্রামে বসবাস করি। আমার গ্রামে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। কিন্তু দুঃখের বিষয় তারা কোনো পূজার অনুষ্ঠান করে না। এমনকি আমার গ্রামের আশেপাশের তিন-চারটা গ্রামেও হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে কিন্তু তারাও পূজার অনুষ্ঠান করে না। শারদীয় দুর্গাপূজার কনটেস্ট ১৪২৮ এ অংশগ্রহণ করার জন্য আমার গ্রাম থেকে প্রায় 19 কিলোমিটার দূরে গাংনী শহরে গিয়েছিলাম শারদীয় দুর্গাপূজার ফটোগ্রাফি করার জন্য। সেখান থেকে আমি বেশ কিছু ফটোগ্রাফি করতে পেরেছি।১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
মা দুর্গা: ১২/১০/২০২১ তারিখে এ ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
সত্য ও ন্যায় বিচারের বাণী নিয়ে মা দুর্গার উপস্থিতি। সমাজ থেকে সকল প্রকারের অন্যায় অত্যাচার দূর করে একটি সভ্য সমাজ গঠন করেছিল মা দুর্গার প্রধান উদ্দেশ্য।
মা দুর্গা কর্তৃক অসুর বিনাশ: ১২/১০/২০২১তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
উক্ত ছবিটিতে দেখা যাচ্ছে মা দুর্গা কর্তৃক অসুর কে হত্যা করা হচ্ছে। অসুর ছিল একটি অপশক্তি সে সমাজের জন্য ছিল বিশাল হুমকিস্বরূপ। তাই অসুরকে বিনাশ করার জন্য বিভিন্ন দেবতারা মা দুর্গাকে মোট দশটি হাত দান করেছিলেন।
কার্তিক: ১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
মা দুর্গার ছেলে কার্তিক খুব নম্র ভদ্র ছিলেন।
দেবী সরস্বতী: ১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
সমাজ থেকে সকল প্রকারের অন্যায় দূর করা এবং নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরস্বতী দেবীর আগমন ঘটেছিল। সরস্বতী দেবী ছিল মা দুর্গার কন্যা।
দেবী লক্ষ্মী: ১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
সমাজের মানুষের সকল প্রকারের দুঃখ-দুর্দশা দূর করে মানুষের আর্থিক ও মানসিক উন্নতি সাধন করার জন্য দেবী লক্ষ্মীর আগমন ঘটেছিল। দেবী লক্ষ্মী ছিলেন মা দুর্গার কন্যা।
গণেশ: ১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
গণেশ মা দুর্গার ছেলে। গণেশ দায়িত্ব ও কর্তব্য ছিল অবিচল। মা দুর্গার আদেশ ও নির্দেশ গণেশ অক্ষরে অক্ষরে পালন করত।
অসুর: ১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
অসুর ছিল সমাজের জন্য একটি বিশাল অপশক্তি। তার কাজ ছিল মানুষকে ধোকা দেওয়া এবং মানুষের ক্ষতি করা। তাই শিবনারায়ন মা। দুর্গা দারা অসুরকে বিনাশ করেন।
সিংহ ও মহিষ: ১২/১০/২০২১ তারিখে ছবিটি ফটোগ্রাফি করা হয়েছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
সিংহ ছিল মা দুর্গার বাহন এবং শয়তান অসুর বাহন ছিল মহিষ। সিংহ মহিষটিকে ধরে খেয়ে ফেলছে।
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)
[Location]
(https://maps.app.goo.gl/uQndNidht2xCN4wW7)