DIY:-বিলুপ্তপ্রায় মৃৎশিল্প\\পর্ব-১১//[কাদামাটি দিয়ে সাদা বক পাখি তৈরি] তাং:২৪/১২/২০২১ইং।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

💖আমার নতুন একটি পোস্টে সবাইকে সুস্বাগতম💖

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের দেশে যতগুলো পুরাতন ঐতিহ্যবাহী শিল্প রয়েছে তার মধ্যে মৃৎশিল্প অন্যতম প্রধান। বাঙ্গালীদের অতীত ঐতিহ্যের একটি বিরাট অংশজুড়ে রয়েছে মৃৎশিল্প। এই মৃৎশিল্প আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাক্ষী। আমাদের বাংলাদেশের ইতিহাস পড়লে দেখা যায় যে, অতীতে বাংলার প্রতিটি বাড়িতে মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হতো। মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র গুলো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল। মৃৎশিল্প বা মাটির তৈরি বিভিন্ন জিনিস পত্রের সাথে এখন আমরা কমবেশি সবাই পরিচিত। প্রাচীনকাল থেকে আমাদের দেশের কুমোর সম্প্রদায়ের মানুষজন মৃৎশিল্প বা কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করত। কুমোর সম্প্রদায়ের মানুষের দক্ষ হাতে তৈরি মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্রগুলোর কথা এখনো আমাদের গ্রাম বাংলার মানুষেরা ভুলতে পারিনি। কুমোর সম্প্রদায়ের মানুষেরা কাদামাটি দিয়ে বিভিন্ন রকমের পাখি তৈরি করত, বিভিন্ন জীব-জন্তু তৈরি করত, মানুষের সুন্দর সুন্দর মূর্তি তৈরি করত, বিখ্যাত মানুষের ভাস্কর্য তৈরি করত, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফল তৈরি করত। এছাড়াও তারা কাদামাটি দিয়ে হাড়ি, থালা, গ্লাস, চেরাগ, ব্যাংক, ঠিলা, ভাড়, তরকারি রাখার জন্য মালশা এবং ঢোকশা, বিভিন্ন রকমের ঢাকনা বা সারা, ছোট বড় রকমের নান্দা সহ আরো অনেক কিছু তৈরি করত। তাদের তৈরিকৃত এ সমস্ত জিনিসপত্র অতীতে গ্রামবাংলার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার হতো। কুমোর সম্প্রদায়ের মানুষেরা আরো তৈরি করত ভালোবাসা ও ভালোলাগার বিভিন্ন রকমের পুতুল। যা অতীতে আমাদের গ্রাম অঞ্চলের ছেলে-মেয়েরা মাটির তৈরি বিভিন্ন পাখির পুতুলগুলো দিয়ে খেলা করতো এবং ঘরে রেখে দিত ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কিন্তু সময়ের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কাদামাটির তৈরি বিভিন্ন পাখির পুতুলগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন আর কোন ছেলে-মেয়েরা মাটির পুতুল নিয়ে খেলা করে না। আবার অনেকেই আছে কাদা মাটির তৈরি পুতুল চিনে না। এখন তারা মোবাইল, টেলিভিশন এবং ল্যাপটপ ও কম্পিউটার নিয়ে ব্যস্ত দিন কাটায়। কিন্তু আমাদের সকলের উচিত মৃৎশিল্প বা মাটির তৈরি বিভিন্ন জিনিস পত্র সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে পরিচিত করানো। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তাদের সামনে তুলে ধরা। কারণ এটা আমাদের ঐতিহ্য। আর এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিলুপ্তপ্রায় মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র আপনাদের নিকট নতুনভাবে উপস্থাপন করার জন্য আমি একটি সিরিজ চালু করেছি। আর এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের নিকট আমার চলমান সিরিজের পর্ব-১১ পাবলিশ করছি । আজকে আমি আপনাদের সাথে কাদামাটি দিয়ে সাদা বক পাখি তৈরি শেয়ার করছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে আসি কাদামাটি দিয়ে সাদা বক পাখি তৈরির প্রসেস গুলো।

IMG_20211224_171742.jpg


image.png

💖 সাদা বক পাখি তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলো নিম্নে দেয়া হল💖

উপাদানপরিমাণ
কাদামাটিপরিমাণ মতো
পুথিদুইটি
সাদা রংপরিমাণমতো
রং তুলিএকটি

💖 কাদামাটি দিয়ে সাদা বক পাখি তৈরীর প্রসেস গুলো নিম্নে ধাপে ধাপে বর্ণনা করা হলো💖

⬇️ ধাপ-০১:⬇️

IMG_20211129_155606.jpg

প্রথমেই পরিমাণমতো এটেল কাদামাটি নিয়ে দুই হাত দিয়ে ভালোভাবে সেনে নিলাম।

♣️ ধাপ-০২:♣️

IMG_20211129_155732.jpg

দুই হাতের তালু দিয়ে কাদা গুলো গোলাকার ফুটবলের মত করে নিলাম।

⬇️ ধাপ-৩:⬇️

IMG_20211224_153205.jpg

কাদামাটি গুলো গোলাকার চ্যাপ্টা করে নিলাম। কাদা গুলোর উপরে হাতের আঙ্গুল দিয়ে ভালোভাবে নেপে দিলাম। এভাবেই সাদা বক পাখির দেহের কাঠামো তৈরী করে নিলাম।
image.png

♣️ ধাপ-০৪:♣️

IMG_20211224_154826.jpg

এবার সাদা বক পাখির লম্বা গলা তৈরি করে দিলাম।
image.png

👇 ধাপ-০৫:👇

IMG_20211224_160815.jpg

হাতের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে সাদা বক পাখির লম্বা ঠোঁট তৈরি করে দিলাম।
image.png

↘️ ধাপ-০৬:↙️

IMG_20211224_162129.jpg

দুইটি পুঁথি দিয়ে সাদা বক পাখির তীক্ষ্ণ দুটি চোখ তৈরি করে দিলাম।
image.png

⬇️ ধাপ-৭:⬇️

IMG_20211224_162951.jpg

IMG_20211224_163335.jpg

বক পাখির ডানা লাগানো শুরু করলাম। ডান দিকের ডানা প্রথমে লাগালাম।

⬇️ ধাপ-৮:↙️

IMG_20211224_163646.jpg

এবার সাদা বক পাখির বামদিকের ডানা লাগানো শুরু করলাম।

⬇️ধাপ-৯:⬇️

IMG_20211224_165013.jpg

সাদা বক পাখির দুটি ডানা লাগানোর পরে পাখিটির লেজ লাগানো শুরু করলাম। লেজটি হাতের আংগুল দিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম। দেহের সাথে সামঞ্জস্য রেখে লেজটি লাগানোর চেষ্টা করলাম।
image.png

♣️ ধাপ-১০:♣️

IMG_20211224_165446.jpg

হালকা করে পানি নিয়ে হাতের আঙ্গুল দিয়ে সাদা বক পাখির লেজ আলতো করে নেপে দিলাম।
image.png

👇 ধাপ-১১:👇

IMG_20211224_165722.jpg

IMG_20211224_165852.jpg

সাদা বক পাখির সমস্ত শরীর হাতের আঙ্গুল দিয়ে ভালোভাবে নেপে মসৃণ করে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল সাদা বক পাখি। এবার পাখিটির গায়ে সাদা রং করে দেয়ার পর্ব।
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
image.png
image.png
image.png

↘️ ধাপ-১২:↙️

IMG_20211224_172102.jpg

একটি ছোট বাটিতে পরিমাণ মতো সাদা রং গুলিয়ে নিলাম। সাদা রং গুলো ব্যবহার করার জন্য প্রস্তুত করে নিলাম

⬇️ ধাপ-১৩:⬇️

IMG_20211224_170747.jpg

IMG_20211224_171009.jpg

পাখিটির শরীরে রং করার কাজ শুরু করলাম। সত্যিই আস্তে আস্তে পাখিটি প্রকৃত সাদা বক পাখির রূপ ধারণ করছে। দেখতেও অনেক সুন্দর লাগছে।

image.png

⬇️ ধাপ-১৪:↙️

IMG_20211224_172122.jpg

IMG_20211224_171824.jpg

IMG_20211224_171807.jpg

বক পাখির সমস্ত শরীর সাদা রং করা হয়ে গেল। শুধুমাত্র সাদা বক পাখির ঠোঁটের উপর রঙ করলাম না। আর এভাবেই সাদা বক পাখি তৈরি সু-সম্পন্ন হলো।
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
image.png

IMG_20211224_171950_919.jpg

আসুন আমরা সবাই আমাদের ঐতিহ্য মৃৎশিল্পকে রক্ষা করার জন্য এগিয়ে আসি। আমি মনে করি, একজন বাঙ্গালী হিসেবে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।
image.png

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

image.png

💖 সবাইকে অসংখ্য ধন্যবাদ💖

আমার পরিচিতিকিছু তথ্য
আমার নাম@bidyut01
ফটোগ্রাফি ডিভাইসinfinix hot 11 S
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৮ বছর
আমার ইচ্ছেলাইফটাইম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ব্লগিং করা

image.png

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটি এমন কিছু মূল্যবান যা আপনি তৈরি করেন, এমনকি আপনি একটি পিগি ব্যাঙ্ক তৈরি করতে পারেন।
যে খুব দরকারী.

সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

কাদা মাটি ব্যবহার করে দুরদান্ত একটি সাদা বক বানিয়েছেন।আসলে এগুলো বলতে গেলে বিলুপ্ত প্রায়।আপনি যে এটা নতুন ভাবে আমাদের কে দেখাবেন। এর জন্য আপনাকে ধন্যবাদ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

যে ভাইয়া এই সমস্ত বিলুপ্তপ্রায় মৃৎশিল্প কে আমি নতুন ভাবে আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

আমার এই পোস্টটি টুইটারে শেয়ার করা হয়েছে। এই পোষ্টের টুইটার লিংক:-https://twitter.com/bidyut01/status/1474436213876539395?t=50GMocxbuI4pfxzHIllhQw&s=19

আপনি কাদামাটি দিয়ে অনেক সুন্দর একটি সাদা বক তৈরি করেছেন, যা সত্যি দেখার মতোই ছিল চিত্রটি। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি পড়ে খুবই সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন।

আপনার তৈরি করা কাদামাটি দিয়ে সাদা বক পাখি টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। কাদামাটি দিয়ে এই সব জিনিস পাতি তৈরি করতে আমিও অনেক ভালোবাসি । আপনি মৃৎশিল্পকে আমাদের মাঝে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন এবং এটি আমাদের ঐতিহ্য যা যুগ যুগ ধরে চলে আসছে এবং এটি প্রায় এখন বিলুপ্তির পথে। যাইহোক আপনি অনেক সুন্দরভাবে পাখিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে দারুন মন্তব্য করার জন্য

অও খুবই সুন্দর হয়েছে বক পাখিটি।তবে শুকনো অবস্থায় রং করলে বেশি ভালো লাগতো।তাছাড়া বকের চোখটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া

জি আপু, রোদে একটু শুকিয়ে নিয়ে রং করলে রং কি সত্যি অনেক ভালো হতো। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।