লেভেল ৪ হতে আমার অর্জন by @biindu

in hive-129948 •  last year 

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ কিছুদিন হলো কলেজ এ প্রি-টেস্ট এক্সামের ব্যস্ততায় লেখা-লেখি থেকে বিরতি নিয়েছিলাম। তবে দুই দিন হলো এক্সাম শেষ হয়েছে,এখন একটু শান্তি। তাই এখন থেকে আবার নিয়মিত লেখার চেষ্টা করব আরকি। তো আমার এই প্রি-টেস্ট এক্সাম চলাকালীনই আমাদের লেভেল -4 এর ক্লাস ও ভাইভা অনুষ্ঠিত হয়েছে।কিন্তু লিখিত পরীক্ষা এখনো দিতে পারিনি।সেটিই আজকে লিখতে বসেছি। লেভেল-4 থেকে আমি যা যা শিখতে পেরেছি,এখন তা নিচে বর্ণনা করছি:

IMG_20231219_004250.jpg

লেভেল-4 এ এসে মূলত আমরা আমাদের ওয়ালেটে কিভাবে সহজ এ এবং দ্রুত সময়ে লেনদেন করতে পারি সেই বিষয়েই শেখানো হয়।

১.P2P কী?

➡ P2P transfer এর পূর্ণরূপ হলো Person to person transfer. একজনের Steemit Wallet থেকে অন্য আরেকজনের Steemit Wallet এ Steem, SBD কিংবা TRX transfer করার প্রক্রিয়াকে P2P transfer বলে।

২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


ধাপ-১: P2P এর মাধ্যমে SBD সেন্ড করবার জন্য প্রথমেই আমি আমার Steemit account এ গিয়ে Wallet এ গিয়ে লগইন করেছি।
Screenshot_20231217_191104.jpg

ধাপ-2: এরপর Wallet এ গিয়ে Steem Dollars লেখার নিচে থাকা ডাউন এরোতে ক্লিক করেছি। ক্লিক পর কিছু অপশন এসেছে সেখান থেকে Transfer লেখাটিতে ক্লিক করেছি।

Screenshot_20231217_191121.jpg

ধাপ-৩: transfer এ ক্লিক করার পর নিচের ছবিতে দেখানো পেইজটি এসেছে।এখানে To তে যে একাউন্ট এ SBD সেন্ড করব অর্থাৎ level4test এড্রেসটি বসিয়েছি।Amount এর ঘরে কি পরিমান এসবিডি সেন্ড করব তা বসিয়েছি। এরপর মেমোতে এসবিডি পাঠানোর কারনটি লিখে নেক্সট অপশনে ক্লিক করেছি।

Screenshot_20231217_191441.jpg
ধাপ-৪: এরপর প্রিভিউ এ সব কিছু ঠিক আছে কিনা তা দেখে নিয়ে ওকে তে ক্লিক করেছি।

Screenshot_20231217_191458.jpg
ধাপ-৫: এরপর key এর ঘরে active key বসিয়ে sign in করার পরই আমার এসবিডি পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

Screenshot_20231217_191806.jpg

৩.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20231217_194748.jpg

৪.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

➡ P2P এর মাধ্যমে সেন্ড করার জন্য আবারও প্রথমেই ওয়ালেটে গিয়েছি। এরপর TRX এর নিচের ডাউন এরো থেকে Transfer এ ক্লিক করেছি। এরপর To তে level4test, amount এ 0.01 বসিয়ে নেক্সটে ক্লিক করেছি ( যেহেতু এক্ষেত্রে মেমোতে কিছু না বসালেও চলে)। তারপর সব কিছু পুনরায় প্রিভিউয়ে দেখে নিয়ে Okতে ক্লিক করেছি। এরপর tron private key বসিয়ে transfer করেছি।

Color Splash_20231217221837667.png

৫.Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

➡ প্রথমেই ওয়ালেটে গিয়ে উপরের দিকে ডান দিকের কর্নারে থাকা তিনটি বার চিহ্নে ক্লিক করেছি। এরপর আসা অনেক গুলো মেন্যু থেকে currency Market এ ক্লিক করেছি। এরপর Buy Steem এর নিচে প্রথমে Lowest ask এ ও পরে available sbd তে ক্লিক করেছি। সবশেষে buy steem এ ক্লিক করে active key দিয়ে ওকে করেছি।

Color Splash_20231217225432185.png

৬.Poloniex Exchange site এ একটি Account Create করুন।

➡Poloneix এ account create করার জন্য প্রথমেই ক্রোমে গিয়ে poloneix. com লিখে সার্চ দিয়েছি।এরপর poloneix site এ গিয়ে create account এর জায়গায় email address এর ঘরে আমার email address এবং password এর ঘরে একটি password বসিয়েছি।এরপর create account এ ক্লিক করার পর আমার ইমেইল এ আসা ভেরিফিকেশন কোড বসিয়ে account ভেরিফাইড করেছি। এভাবেই আমি আমার poloneix account create করেছি।
Color Splash_2023121811036785.png

৭.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

➡Steem Transfer এর জন্য প্রথমেই আমার Steemit account এর ওয়ালেটে গিয়েছি। এরপর Steem লেখার নিচের ডাউন এরো থেকে Transfer সিলেক্ট করেছি। এরপর বাইন্যান্স এ আমার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি। লগইন করার পর deposit এ ক্লিক করেছি।এরপর Steem লিখে সার্চ দেওয়ার পর আসা Steem/USDT pair সিলেক্ট করেছি।এরপর Steem Network সিলেক্ট করেছি। তারপর আসা এড্রেস ও মেমো কপি করে নিয়ে গিয়ে আমার ওয়ালেটের To ও memo তে বসিয়ে next এ ক্লিক করেছি। প্রিভিউ এ পুনরায় সব কিছু ঠিক আছে কিনা তা দেখে নিয়ে ওকে তে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করেছি।

Color Splash_2023121811429122.png

Color Splash_2023121811437395.png

৮.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

➡trx transfer এর জন্য প্রথমেই binance এ গিয়ে আমার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি। এরপর ডেপসিট এ গিয়ে Trx লিখে সার্চ দিলে আসা Trx/ usdt pair সিলেক্ট করে deposit trx এ ক্লিক করেছি। এরপর TRC20 network সিলেক্ট করেছি। তারপর আসা এড্রেস কপি করে নিয়েছি। এরপর আমার ওয়ালেটে গিয়ে Trx এর নিচের ডাউন এরো থেকে Transfer সিলেক্ট করে switch to tron account এ ক্লিক করেছি। তারপর To তে আগে থেকে কপি করে রাখা এড্রেস বসিয়েছি।এরপর সব কিছু পুনরায় দেখে নিয়ে ওকে তে ক্লিক করেছি। তারপর আমার tron private key বসিয়ে transfer সম্পন্ন করেছি।

Color Splash_2023121823815846.png

Color Splash_2023121823936935.png

৯.Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

➡ Steem কে usdt তে convert করার জন্য প্রথমেই binance এ গিয়ে আমার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি। এরপর trades এ ক্লিক করে spot এ গিয়েছি। এরপর steem সার্চ দিয়ে steem/usdt pair সিলেক্ট করেছি। এরপর sell এ ক্লিক করেছি। তারপর price, amount বসিয়ে sell steem এ ক্লিক করে প্রক্রিয়াটি শেষ করেছি।

Color Splash_20231218234714160.png

আবার trx কে usdt তে convert করার জন্য আগের মতোই binance এ গিয়ে trades থেকে spot এ গেছি।এরপর trx সার্চ দিয়ে trx/ usdt pair সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর sell এ ক্লিক করে price ও amount বসিয়ে sell trx এ ক্লিক করেছি। এভাবেই ধাপগুলো শেষ করেছি।

Color Splash_20231218234742290.png

এখানেই শেষ হলো আমার লেভেল - 4 এর লিখিত পরীক্ষা। আমাদের প্রফেসর @Rupok ভাইয়া সবকিছু অনেক সহজ সাবলীলভাবে বুঝিয়েছিলেন। এজন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। সব কিছু সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি।ভুল-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে লেভেল ফোরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। বেশ সুন্দর করে গুছিয়ে আপনি আপনার লেভেলের মৌখিক পরীক্ষা দিয়ে দিয়েছেন। আশা করি এই পরীক্ষার মাধ্যমে আপনি লেভেল ফোর পাশ করে যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

লেভেল-4 খুবই গুরুত্বপূর্ণ। এই লেভেলে যথাযথ জ্ঞান না রাখলে নিজেকে অনেক সমস্যায় পড়তে হবে। এজন্যই মূলত আমার বাংলা ব্লগের এই উদ্যোগ। ধন্যবাদ লেভেল-4 অতিক্রম করার জন্য ভালো থাকবেন ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

শুরুতেই আপনাকে অভিনন্দন, লেভেল ফোর অর্জন করার জন্য। লেভেল ফোর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন সবকিছু ভীষণ ভালো লাগলো। আপনি যেন খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হতে পারেন, এই কামনাই করি আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। লেভেল ফোরের ভাইবা অতিক্রম করে আজ পরীক্ষা খাতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার পরীক্ষা দিয়া দেখে আমি অনেক খুশি হয়েছি। খুব সুন্দর ভাবে এক্সচেঞ্জ বিষয়ে আমাদের মাঝে আপনি লিখিত পরীক্ষা দিয়েছেন। আশা করি এভাবেই সামনে এগিয়ে যাবেন এবং ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করবেন।

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর করে সব বুঝিয়ে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

Level 4 অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য গুলো জানা যায় এবং শেখা যায়। আপু আপনি এত সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এবং নিজের পরীক্ষা শেষ করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।