নাটক রিভিউ || বিএমডব্লিউ এর ড্রাইভার

in hive-129948 •  3 months ago 

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে বিএমডব্লিউ এর ড্রাইভার। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



maxrfghghesdefghfault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকবিএমডব্লিউ এর ড্রাইভার
পরিচালকইমরুল রাফাত
অভিনয়নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য৪০ মিনিট ৫১ সেকেন্ড
মুক্তির তারিখ০৩ জুলাই ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20240722_105826_YouTube.jpg

Screenshot_20240722_105902_YouTube.jpg

Screenshot_20240722_105912_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আপনারা নাটকের নামটি দেখেই হয়তো বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ আমিও যখন নাটকের নাম দেখি তখন আমিও ভেবেছিলাম যে নাটকটি একটু ভিন্ন ধরনের হবে৷ তবে যখন আমি নাটকটি দেখি তখন নাটক দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই৷ এই নাটকের খুব সুন্দর একটি রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব৷ প্রথমে নাটকটি খুব সুন্দরভাবেই শুরু হয়ে যাবে এবং শুরু হয়ে যাওয়ার পরে নায়ককে দেখানো হয়৷ সে একটি গাড়ির ড্রাইভার ছিল এবং সে তার বসকে নিয়ে যাচ্ছিল৷ সে গাড়ির যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তার বসকে বলছিল৷ তখন তার বস বলছিল যে এতদিন ধরে তো তার গাড়ির কোন সমস্যাই হয়নি এখন এত সমস্যা হচ্ছে কেন৷ কিছু হবে না তার গাড়ি যেন চলতে থাকে৷ কোন কিছুই হবে না৷ তখন হঠাৎ করে তার গাড়ির সামনে থেকে ধোঁয়া বের হতে থাকে৷ নায়ক তখন গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং তার বস তাকে অনেক বকাবকি করতে থাকে এবং বলতে থাকে সে এত বছর ধরে এই গাড়িটিকে চালাচ্ছে এবং এত বছর ধরে সেই গাড়ি করে চলাচল করছে কোনদিনও কোন ধরনের ক্ষতি হয়নি৷ আজকে তার গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে৷ এসব কিছুই নায়কের কারণে হয়েছে৷ তখন সে নায়কের উপর অনেক বকাবকি করতে থাকে৷ তখন নায়ক তার উপরের রাগান্বিত হয়ে অনেক কিছু বলে এবং বলে যে সে তার চাকরি করবে না৷ তখন সে সেখান থেকে চলে যায়৷ তখন সে অন্য একটি চাকরির জন্য যায়৷ তখন সে চাকরি পেয়েও যায় এবং সেটি ছিল বিএমডব্লিউ। তাই নায়ক অনেক খুশি হয়ে যায়৷ কারণ সে অনেকদিন ধরেই আশা করছিল সে বিএমডব্লিউ গাড়ি চালাবে৷ এখন যেহেতু সে বিএমডব্লিউ গাড়ির ড্রাইভার এর চাকরি পেয়েছে তখন সে অনেকটাই খুশি ছিল৷ এরপর সে তার গ্রামে গিয়ে যে মেয়েকে পছন্দ করত তাকে সেই গাড়িটি দেখায়৷ এরপর সে তার গাড়ি চালাতে থাকে৷



Screenshot_20240722_105926_YouTube.jpg

Screenshot_20240722_105933_YouTube.jpg

Screenshot_20240722_105940_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর নায়িকাকে দেখানো হয়৷ নায়িকা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল একটি হোটেলে বসে৷ সেখানে নায়ক তাকে নিয়ে আসে৷ তবে এখানে নায়ক যখন গাড়ি নিয়ে নায়িকাকে দেওয়ার জন্য, তখন সেখানে সেই গাড়িটি পার করে রাখার সময় সেখানকার একজন সিকিউরিটি গার্ড এসে তার গাড়ির উপর একটি বাড়ি মারে। যখন নায়ক এই বিষয়টি দেখতে পায় তখন সে অনেক রাগান্বিত হয়ে যায়৷ সে সিকিউরিটি গার্ডকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং বলে যে এত গাড়ি এত দামী একটি গাড়িতে কেন বাড়ি দিয়েছে৷ এত দামি একটি গাড়িতে বাড়ি দেওয়ার সাহস কিভাবে হয় তার। তখন তার সাথে বিভিন্ন ধরনের কথা কাটাকাটি হতে হতে তাকে এক পর্যায়ে নায়ক মারার জন্য যায়৷ তাকে অনেকক্ষণ যাবত দৌড়াতে থাকে এবং অনেক মারতে থাকে৷ এরপর নায়ক নায়িকাদের বাসায় চলে আসে৷ সেখানে নায়িকাদের আরো গাড়ি ছিল৷ সেখানে সেই গাড়িগুলোর ড্রাইভার ভিন্ন ভিন্ন ছিল৷ যখন নায়ক তার গাড়ি ধোয়ার জন্য কিছু জিনিসপত্র আনে তখন তার পাশের যে লোক ছিল সে জিনিসপত্রগুলো নিয়ে তার গাড়ি পরিষ্কার করে ফেলে৷ এরপর নায়ক অনেকটাই রাগান্বিত হয়ে যায়৷ তাকেও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং বলে যে এত দামি গাড়ি ধোয়ার জন্য সে শ্যাম্পু, ফোম এনেছে, এখন সে তার এগুলো ব্যবহার করে ফেলেছে এখন কিভাবে সে কি করবে৷ তখন তার সাথে বিভিন্ন ঝগড়া হতে থাকে৷ এরপর তারা সেখান থেকে চলে যায়৷ এরপর নায়িকার যার সাথে বিয়ে ঠিক হয় সে আবারো তার সাথে দেখা করার জন্য আসে৷ তখন সে বলে যে ড্রাইভারকে এত বেশি বিশ্বাস করা ঠিক নয়৷ সে যেন এখন ড্রাইভারকে কল দিয়ে বলে সে এখন কোথায় গিয়েছে৷ সে তার গাড়ি নিয়ে কোথাও ঘুরছে কিনা৷ তখন নায়িকা বলে যে সে কিছুই করবে না৷ সে অনেক ভালো একজন মানুষ।


Screenshot_20240722_110000_YouTube.jpg

Screenshot_20240722_110006_YouTube.jpg

Screenshot_20240722_110026_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এর কিছুদিন পরে গাড়ি নষ্ট হয়ে যায় এবং নায়ক নায়িকাকে বলে যে গাড়ি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে এখন যেন গাড়ি ঠিক করার জন্য কিছু টাকা দেয়৷ তখন নায়িকা বলে যে গাড়ি ঠিক করার কোন দরকার নেই৷ কারণ তাদের আরো অন্যান্য গাড়ি রয়েছে৷ তাই সে অন্যান্য গাড়িগুলোতে করে চলবে৷ তখন নায়িকা অন্যান্য গাড়ি কতে চলতে থাকে৷ এরপর নায়ক কোনভাবে আর গাড়িতে চালাতে পারে না৷ এর কিছুদিন পরে নায়িকা থাকে তার বেতন দিয়ে দেয় এবং বলে সে যেন আর গাড়ি চালাতে না আসে৷ তখন নায়ক বলে যে এত তাড়াতাড়ি কেন সে তার চাকরি ছেড়ে দিবে৷ তখন নায়িকা বলে যে সে কিছুদিন পরেই বিদেশ চলে যাবে৷ এই গাড়িগুলো এভাবেই পড়ে থাকবে৷ কেউই এই গাড়িগুলো আর চালাবে না৷ তখন নায়ক বলে যে তাহলে কোন সমস্যা নাই৷ এখন সে গাড়ি ঠিক করাবে টাকা দিয়ে এবং সে কিছুদিন যাবত গাড়ি চালানোর পরে আবার তাকে সেখানে ফিরিয়ে দিবে৷ তখন নায়িকা বলে ঠিক আছে কোন সমস্যা নাই৷ তখন নায়ক যখন গাড়ি ঠিক করাতে নিয়ে যায় তখন সেই মিস্ত্রি গাড়ি খুব অল্প সময়ে ঠিক করে ফেলে৷ এরপর যখন গাড়ি নিয়ে এদিক থেকে চলাফেরা করতে থাকে তখন সেখানে পুলিশ নায়ককে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে সেই গাড়ি সে কোথায় পেয়েছে৷ তখন নায়ক বলে যে সে এই গাড়ি ভাড়ায় চালায় এবং তার মালিকের এই গাড়ি৷ তখন তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আরো দুই ব্যক্তি ছিল৷ সেই দুই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে নায়িকাকে যে বিয়ে করার কথা বলেছিল সেই ব্যক্তি৷ আরেকজন বৃদ্ধ একজন ব্যক্তি ছিল৷ তখন তারা দুজনে বলতে থাকে৷ নায়িকা একজন প্রতারক৷ সে তাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়ে বিদেশ চলে গিয়েছে৷ এই গাড়িটিও নায়িকাকে যে ব্যাক্তি বিয়ে করবে বলেছিল সেই ব্যক্তির ছিল৷ তার কাছ থেকে নায়িকা অনেক টাকা হাতিয়ে নিয়ে বিদেশ চলে গিয়েছে৷ তার প্রতারণার আসল রুপ বের হয়ে গিয়েছে৷ তখন নায়ক সেখান থেকে অনেক দুঃখ পেয়েছিল এবং এইভাবে নাটকটি শেষ হয়ে যায়।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যায় তখন নাটকের মধ্যে খুব সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়৷ আসলে এই নাটকের মধ্যে অনেক সুন্দর এবং বাস্তবিক কিছু কথা ফুটিয়ে তোলা হয়েছে৷ আসলে আমাদের সবসময়ই ভালো কিছু করার চিন্তাভাবনা থাকে এবং তার জন্য আমরা ছোটখাটো কাজ ছেড়ে দিয়ে বড় কাজের দিকে যাই৷ তেমনি নাটকের মধ্যে নায়কও তার আগের যে চাকরি ছিল সেটা ছেড়ে দিয়ে বিএমডব্লিউ এর ড্রাইভার হয়েছে এবং যখন সে বিএমডব্লিউ চালাতে থাকে৷ অনেকদিন যাবত খুব ভালোভাবে তার জীবন যাপন করছিল৷ তবে যখন তার চাকরি করার জন্য আসতে মানা করে দেওয়া হয় এবং বলে যে সে আর দেশে থাকবে না তখন সে অন্য দেশে চলে যাবে৷ এরপর থেকে নায়কের কষ্ট শুরু হয় এবং সে অনেক কষ্ট করে তার জীবন যাপন করতে শুরু করে৷ এরপর একদিন যখন হঠাৎ তাকে পুলিশ ধরে ফেলে তখন সে আরো অনেকটাই ভয় পেয়ে যায়৷ শেষ পর্যন্ত নায়িকার সেই প্রতারণার দৃশ্য সবার কাছে ফুটে আসে এবং সবাই নায়িকার কাছ থেকে প্রতারণা শিকার হয়৷ তবে নায়ক কোনোভাবে তার কাছ থেকে প্রতারিত হয়নি৷ সে শুধুমাত্র চাকরি করেছে৷ তবে আমাদেরকে এই বিষয় থেকে একটি শিক্ষা নেওয়া উচিত৷ কারণ কাউকে একেবারে অন্ধ বিশ্বাস করা ঠিক নয়৷ সে যেই হোক না কেন৷ সবাইকে যাচাই বাছাই করে তারপরে তার প্রতি বিশ্বাস করা উচিত৷ তা নাহলে আমাদের সাথেও এরকম প্রতারণার ঘটনা ঘটে যেতে পারে৷ যা আমরা টেরও পাবনা৷ শেষ পর্যন্ত যখন আমরা সেই বিষয়টি জানতে পারবো তখন সবকিছু শেষ হয়ে যাবে আর কিছুই করার থাকবে না।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৯/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০৪.০৯.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো এই রিভিউ টা।

একদমই ঠিক বলেছেন৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

নাটকটি পড়ে মনে হল এখানে নায়িকা ভিলেন। তবে এটা একদম নিশ্চিন্তে নায়িকার কাছ থেকে নায়ক একদমই প্রতারিত হয়নি। নায়ক তো শুধুমাত্র চাকরি করতো। আমাদের কাউকেই অন্ধ বিশ্বাস করা উচিত নয়। সঠিকভাবে যাচাই করে তারপর বিশ্বাস করতে হয়। খুবই সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া ধন্যবাদ।

খুব খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে। সব সময় মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। বেশ ভালো লাগলো তো আপনার রিভিউ করার নাটকটা দেখে। অনেক সুন্দর একটি নাটক ছিল এটা। নিলয় আহমেদের নাটকগুলো আমার খুবই ভালো লাগে। ঠিক তেমন একটি ভালোলাগার নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

চেষ্টা করেছি নাটকের মধ্যে এই ঘটে যাওয়া সবকিছু রিভিউ এর মাধ্যমে ভালোভাবে ফুটিয়ে তোলার৷ আপনার সুন্দর মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।

ভাইয়া আপনি নিলয় আলমগীরের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে খুবই সুন্দর একটি নাটক। সময় পেলে অবশ্যই দেখবো। তাছাড়া নিলয় আলমগীরের অভিনয় খুব ভালো লাগে। সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

  ·  3 months ago (edited)

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।

আমার কাছে নিলয়ের নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে। নিলয়ের অভিনয় অনেক বেশি সুন্দর। আমি প্রায় সময় নিলয়ের নাটকগুলো দেখে থাকি। আজকে আপনি অনেক সুন্দর করে bmw এর ড্রাইভার নাটকটা রিভিউ শেয়ার করেছেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনার শেয়ার করা এই নাটকের রিভিউটা সম্পূর্ণ পড়তে। অন্ধের মত আমরা যদি কাউকে বিশ্বাস করি, তাহলে একদিন আমাদেরকে ঠকে যেতে হয়। তাই এভাবে বিশ্বাস না করাই ভালো। নাটকটা সত্যি সুন্দর ছিল।

অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে আজকের এই সুন্দর মন্তব্যটি পড়ে অসংখ্য ধন্যবাদ।

নাটক দেখার মধ্যে অন্যরকম হাসি আনন্দ রয়েছে। এমন হাসি আনন্দ নাটকগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ব্যস্ততার মাঝে ক্ষনিকের জন্য আনন্দ পেয়ে থাকি। দারুন একটি নাটক আপনি বেশি করেছেন ভাইয়া।

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

এই নাটকটি আমি ইউটিউবে দেখেছি ভাই। এই নাটকটি দেখে আসলেই অনেক কিছু শেখার ছিল। কাউকে যে অন্ধের মত বিশ্বাস করতে হয় না, এই নাটকের এটা একটি বড় শিক্ষামূলক দিক ছিল । এই নাটকে নায়িকার প্রতারণার বিষয়টা বারবার দেখা গেছে । যাইহোক, নাটকটির এত সুন্দর একটি রিভিউ এখানে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সত্যিই অনেক শিক্ষনীয় একটি নাটক এটি৷
ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

নায়ক সবশেষে বুঝতে পেরেছে পুরোটাই প্রতারণা ছিল। নাটক তো অনেক আগে দেখেছিলাম। নাটকটা বেশ সুন্দর। আর খুব হাসির একটা নাটক। তবে শেষে যে এরকম হবে এটা বুঝতে পারিনি। আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকটার রিভিউ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

আপনি নাটকটি অনেক আগেই দেখেছিলেন শুনে আমার অনেকটাই ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। আপনার করা নাটক রিভিউটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নাটকের গল্প টি দারুন ছিল।আপনি খুবই চমৎকারভাবে নাটকের গল্পটি গুছিয়ে উপস্থাপন করেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

নাটকের মধ্যে ঘটে যাওয়া সবকিছু আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো৷

আমি তো মাঝে মাঝেই নীলয় আলমগীরের নাটক দেখে থাকি। তবে বিএমডব্লিউ এর ড্রাইভার এই নাটকটি দেখি নাই। আপনার রিভিউ পরে মনে হচ্ছে নাটকটি দেখতে হবে। আবার আপনি ভালো রেটিং দিয়েছেন। তাই দেখার আগ্রহ জাগলো। ধন্যবাদ।

খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে। অসংখ্য ধন্যবাদ।

WOW! 😍🌹* Your post is a masterpiece! The colorful graphics and playful animations make it a joy to scroll through. I can feel the energy and positivity radiating from your content, and it's infectious! 🤩

I'm so glad you're a part of our Steem community! ❤️ We're all about creativity, self-expression, and growth - just like your post embodies. Keep shining your light, and don't hesitate to engage with the community through comments, upvotes, and more!

And while we're at it... 🤗 Could you please take a moment to vote for our witness, xpilar.witness? We're working hard to improve and expand the ecosystem, and your support would mean the world! Just head on over to https://steemitwallet.com/~witnesses and give us a shout-out. Thanks in advance! 🙏

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন।নাটকের কাহিনী পড়ে দেখার আগ্রহ বেড়ে গেল।সময় করে নাটকটি দেখে নিব।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।