হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮/০৫/২০২৪) রোজ: শনিবার।
💞 শুভ রাত্রি 💞
আজকে হঠাৎ স্কুলের কথা মনে পড়ে গেল। তাই আজকে স্কুলের ছাদে সময় কাটানোর সেই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন আগে স্কুল মাঠে গিয়েছিলাম। এমনিতেও বিকেলের অবসর সময়টুকু আমি আমার স্কুল মাঠেই পার করে থাকি। তাছাড়াও মাঝেমধ্যে কোথাও ভ্রমণ করি । কারণ ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। তবে আপনারা সবাই জানেন বর্তমানে হাই স্কুল গুলো তিনতালা থেকে চারতালা। আমাদের হাই স্কুল টা হচ্ছে তিনতালা বিশিষ্ট। আর হাই স্কুলের একদম ছাদের উপরে গিয়ে গ্রামের দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে। তাই বিকেলে এক ভাইয়ের সাথে ফিল্ডে বসে থাকা অবস্থায় হঠাৎ মনে হল ছাদের উপরে ওঠি। কিন্তু কিভাবে উঠবো শব তো তালা দেওয়া। কিন্তু আমার সাথে যে ভাইটি ছিল সে বললো ওঠা যাবে গ্রিল বইয়ে আমরা উঠবো । বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো যে গ্রিল বয়ে আমরা কিভাবে উঠবো। তারপরে ওই ভাই প্রথম ফ্লোরে উঠে পড়লো ঠিক একইভাবে আমিও উঠে পড়লাম এরপরে দ্বিতীয় তৃতীয় স্টেপ আমরা সিড়ি দিয়ে উঠেছিলাম। কারণ নিচের ফ্লোরে শুধু মূল গেটে তালা দেয়া ছিল কিন্তু উপরে সবগুলাই খোলা থাকে তাই আমরা খুব সুন্দরভাবে সিঁড়ি বয়ে উঠে পড়লাম। সত্যি সিঁড়ি বয়ে যখন উঠেছিলাম তখন ফিলিংসটা ছিল অন্যরকম তাই একটা সেলফি ছবি তুলে নিলাম যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।
এরপরে একদম যখন উপরের তালায় ছাদের উপরে উঠে পড়লাম সত্যি তখন মনের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা শুরু করলো। তাই আবারও নিজ ফোন থেকে নিজেই আরো একটি সেলফি ছবি তুলে যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন উপরের দৃশ্যটাও বেশি দারুন দেখাচ্ছে। সত্যিই উপরে যে এত বাতাস বয়েছিল তাতে মনটা পুরাই একদম শান্তি পেয়েছিল। আর খুবই সুন্দর দৃশ্য দেখে বেশ ভালো লেগেছিল।
যেহেতু অনেক কষ্ট করে উঠেছিলাম তাই সেখানে শুধু বসে বসে সময় কাটাবো তা তো আর হয় না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য নিজ চোখে দেখবো এবং উপভোগ করবো সাথে যদি ছবি না থাকে তাহলে তো আর ভালো লাগেনা। তাই আমি যখন বিভিন্ন অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে ছিলাম বসে ছিলাম তখন আমার ফোনটা দিয়ে আমার একটা ভাই আমাকে ফটোগ্রাফি করে নেয়। সত্যি খুবই ভালো লাগে যখন নিজের ছবি অন্য কেউ তুলে দেয়। আর সত্যি কথা বলতে উপরে উঠে আমার খুবই ভালো লেগেছিল । কারণ উপরের থেকে চারিদিকে দৃশ্য গুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। এছাড়াও ঐদিন আকাশের দৃশ্যটা ছিল রঙিন ।এবং আকাশ যেন মনে হচ্ছিল অন্য সাজে মেতে উঠেছে। আপনারা আমার ছবির দিকে লক্ষ্য করলেও আকাশের এমন দৃশ্য দেখতে পাবেন। সত্যিই সব মিলিয়ে দৃশ্যটা ছিল খুবই সুন্দর। এমন সময় আমার ভাইয়ার ফোনটি আমার কাছে নেই এবং আমার ফোনটি আমার ভাইয়ের কাছে দিই। এরপরে যখন আমি বসে ফোন দেখতে ছিলাম এমন সময় আমার ফোন থেকে আমার সাথে যে ভাইয়াটা ছিল সে আমাকে ফটোগ্রাফি করে নেই। যে তিনটা ছবি আপনারা উপরে দেখতে পাচ্ছেন।
সত্যিই উপর থেকে এমন গ্রামের দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে না পারলে হয়তো এটা আমার কাছে অজানায় থেকে যেত। আপনারা উপরের দুটি ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উপর থেকে তোলা ছবিটি আমাদের ইস্কুলের আঙ্গিনায়টা অসাধারণ সৌন্দর্য তার বহুমুখী। আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ফিল্ডের মধ্যে বেশ কয়েকজন ফুটবল খেলা খেলতেছে। সত্যি বেশ মনোমুগ্ধ করা দৃশ্য একটি। আর এমন সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আরো বেশি ভালো লেগেছিল যে এগুলো যখন আমি আমার নিজ ফোনে ধারণ করি। আশেপাশের মধ্যে আমাদের গ্রামের স্কুলের খেলার মাঠটি হচ্ছে অনেক বড়ো। তাই এখানে বিভিন্ন গ্রামের মানুষ খেলা খেলতে আসে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমাদের এই ইস্কুলের সৌন্দর্য তার বৃদ্ধি হচ্ছে এই স্কুল মাঠ প্রাঙ্গণ। আমাদের হাই স্কুলের পাশে রয়েছে প্রাইমারি স্কুল তাই একসাথে স্কুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে এবং উপর থেকে আমার ফোনে ধারণ করা ছবিটিতে দেখতে পাচ্ছেন এটা প্রাইমারি স্কুলের বিল্ডিং গুলো সহ। সত্যিই এমন দৃশ্য দেখতে পেয়ে নিজের কাছে খুবই ভালো লেগেছিল এবং ফটোগ্রাফি করতে পেয়ে আত্মার তৃপ্তি মিটে ছিল। তাই আজকে সেই পুরনো দিনগুলো আপনাদের মাঝে শেয়ার রেখে করে রাখলাম।।
টেবিল.১ | টেবিল.২ |
---|---|
পোস্ট তৈরি | @biplob89 |
ডিভাইস | OPPO A15 |
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো আপনার চমৎকার এই ফটো গুলো দেখে। আমরা অনেকদিন আগে স্কুলের ছাদে উঠেছিলাম কিন্তু আর ওটা হয় না বছর ১৫। তবে যাই হোক অনেকদিন পর এত সুন্দর ফটো দেখে ভালো লাগলো। যেন আমাদের স্কুল মাঠের পুরা চিত্র দেখতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনি স্কুলের ছাদের উপরে যে আনন্দের সময় কাটিয়েছেন তা দেখে খুব ভালো লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে এই স্কুলের ছাদটি অনেকটা বিপদজন। যাইহোক এই ধরনের ছাদে আপনি আর দ্বিতীয়বার ওঠার মনে হয় চেষ্টা করবেন না। আসলে আনন্দের সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি ঠিকই বলেছেন আনন্দের থেকে জীবনের মূল্য অনেক বেশি। যদিও প্রথমবার উঠেছিলাম তাই খুব ভয় লেগেছিল তাই দ্বিতীয় বার ওঠার আর সেরকম আগ্রহী নাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সতর্ক বার্তা দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন ভাইয়া। বেশি ভালো লাগলো আপনার ফটো দেখে এবং আপনাদের স্কুলের ফটো দেখে। আমি জানি আমাদের গ্রামের স্কুলটা দেখতে অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ আপু। আপনি কি আমাদের গ্রামের?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্কুলের ছাদ থেকে মাঠ এর প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে দেখা যায়। সত্যি ছবি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। তবে ভাই উপরে এভাবে উঠতে সাবধান। গ্রিল বেয়ে উঠতে খুবই সাবধানতা অবলম্বন করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ঠিক বলেছেন। তবে বারবার তো উঠা সম্ভব নয়। আর দ্বিতীয়বার উঠার কোনো ফিলিং স ও নাই ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit