লাইফ স্টাইল।। বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় আমরা।।

in hive-129948 •  6 months ago 

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮/০৮/২০২৪) রোজ: বুধবার।

IMG_20240828_114154.jpg

মানুষ মানুষের জন্য

💞 মানুষ মানুষের জন্য 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো লাইফ স্টাইল।। বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় আমরা।।

আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। গতকালকে আমরা একটা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বন্যায় কবলিত মানুষদের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তাই ঘুম থেকে উঠেই কালেকশন করার জন্য আমরা বেশ কয়েকজন বেরিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। এরপরে এক গ্লাস পানি খেয়ে বের হয়েছি।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240828074510.jpg

আলহামদুলিল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে কালেকশন করার জন্য বের হতে পেরে খুবই ভালো লেগেছে। এদিকে প্রথমে আমি সবাইকে এই বিষয়ে জানিয়েছিলাম। তারা আমার কথায় রাজি হয়। তাই আজকে সকালে এগ কালেকশন করতে পেরেছি। উপরের ছবিটির দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন চারজন দাঁড়িয়ে রয়েছে। তারা যে শুধু দাঁড়িয়ে রয়েছে তা নয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দুইজনের হাতে চাউলের বস্তা এবং পাশে একজনের হাতে একটি ব্যাগ আবার আরেকজনের হাতে তাছাড়া হাতে টাকাও রয়েছে । আজকে মূলত আমরা টার্গেট করেছিলাম আমাদের গ্রামের শুধু আমাদের মহল্লায় আমরা বেশ কয়েকজন মিলে কালেকশন করবো। ইতিমধ্যে আমাদের গ্রামের আরো অন্যান্য মহল্লায় এই কালেকশন করা হয়েছে। আমাদের নতুন পাড়ায় আজকে আমরা কালেকশন করেছি। তবে একটা কথা বলে থাকি যে কোন কাজের শুরুর মুহূর্তটা খুবই কঠিন। কেননা সকালে ঘুম থেকে উঠে সকলকে ম্যানেজ করা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এরপরে শুরুটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে একে একে শুরুর ধাপটা পার করে গেলেই সেই কাজে অনেকটা সফলতা অর্জন করা যায়।

IMG_20240828_114002.jpg

আজকে আমরা আমাদের পাড়ায় প্রতিটা বাড়িতে গিয়েছি। এবং এই বন্যার জন্য যে সকল মানুষ আজ অনেক দুঃখে দিন পার করছে মূলত তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। তাছাড়া আমাদের উচিত তাদের এই দুঃখের সময় পাশে থাকার। কেননা মানুষ হিসাবে আমরা যদি এটা না করি তাহলে কে করবে? আমরা মানুষ মানুষের জন্য। আর আজকে কালেকশন করতে যাওয়ার মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা উপরের ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো ছেলেরা তারা বাড়িতে গিয়েছিল সাথে আমিও। এবং তারা টাকা সহ চাউল তুলছে। মূলত উদ্যোগটি ছিল আমার। এভাবে প্রতিটি বাড়ি থেকে আমরা চাউল টাকা কালেকশন করেছি। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি বাড়ি থেকে আমরা চাউল নিচ্ছি। ঠিক ওই মুহূর্তে আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। তবে আজকে আমরা যে কয়টা বাড়িতে গিয়েছি, কোন বাড়ি আমাদের ফিরিয়ে দেয়নি। কেনো না বর্তমানে বন্যার যে পরিস্থিতি তা সবাই কম বেশি জানে। যে কারণে তারা আমাদের এই উদ্যোগটি দেখে খুবই ভালো সম্বোধন জানিয়েছে। এমনকি তারা তাদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর একটা বিষয় আমার খুবই ভালো লেগেছিল যে কোন মানুষ আমাদের খালি হাতে ফিরিয়ে দেয়নি। এটাই হচ্ছে মানুষত্ববোধ।

IMG20240828090419.jpg

আলহামদুলিল্লাহ আজকে আমরা সকাল ৭টা থেকে সকাল ১০ টার মধ্যেই আমাদের নতুনপাড়ায় কালেকশন শেষ করি। একনাগাড়ে তিন ঘন্টা আমরা হেঁটে হেঁটে প্রতিটি বাড়ি থেকে কালেকশন করেছি। সত্যিই এটা একটু কঠিন হলেও এটা করতে খুবই ভালো লেগেছিল। কেননা বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। যাক পরিশেষে উদ্যোগ আমাদের সফল হয়েছে। তো এভাবে কালেকশন করা প্রায় শেষের দিকেই আমি উপরের এই ছবিটি সংগ্রহ করেছি। উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমি সহ এখানে আমার সাথে অনেকেই এই কাজ অংশগ্রহণ করেছে। সত্যিই আমার কাছে একটা বিষয় খুবই ভালো লেগেছিল যে আমার এই উদ্যোগে তারা আমার ডাকে সাড়া দিয়েছে। তাছাড়া তাদের প্রতি যে একটা সহানুভূতি পেলাম সেটা সত্যিই ভুলবার নয়। এছাড়াও আমার মহল্লার সকলকে আমি অনেক অনেক শুকরিয়া জানাই। কেননা তারা তাদের স্বার্ধ অনুযায়ি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে।

IMG20240828103458.jpg

এভাবে আজকে সকালে তিন ঘন্টায় শুধু আমাদের পাড়ায় ৪৫ কেজি চাউল ১২০০ টাকা কালেকশন করা হয়েছে। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এক বস্তা চাউল। এই চাউল গুলো আজকে আমরা কালেকশন করেছি। আজকে একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগলো । সেটা হচ্ছে আমাদের এই অল্প কয়েকটি পরিবার মিলে একটি পাড়ায় এতো সহযোগিতা পেয়েছি। তবে আজকে কালেকশন না করলে আমি বুঝতে পারতাম না যে মানুষের মধ্যে আজও সেই মায়া রয়েছে। আমরা যে কয়টি বাড়িতেই কালেকশন করেছি সবাই বলেছে তোমরা ভালো কাজ করছ। এই যে তাদের থেকে একটা সাপোর্ট পাওয়া এটা আমাদের এই কাজের গতিকে আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছে। তাছাড়া তারা আমাদের সাপোর্ট করার পাশাপাশি অনেক সহযোগিতা করেছে। ভালো লাগছে না এমনকি অনেকেই টাকা দিতে না পারায় তারা চাউল দিয়ে। কিন্তু কেউ আমাদের খালি হাতে ফেরাইনি। এতে বোঝা যায় যে তারা সত্যি এই পরিস্থিতি দেখে ভালো নেই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাড়া থেকে এই কালেকশন গুলা করা হয়েছে। তাছাড়াও অনেকেই অনেক জায়গায় অনুদান দিয়েছে। সব মিলিয়ে আজকে এই বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। আর এটি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

সুন্দর একটি প্রচেষ্টা হাতে নিলেন ভালো লেগেছে দেখে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট একসাথে জমা করলে অনেক বড় পরিমাণে হয়ে যায়। যা দিয়ে আপনারা বেশ সুন্দর সহযোগিতার হাত বাড়াতে পারবেন। বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করার জন্য সবাই এভাবে গ্রাম থেকে যা পারেন উত্তোলন করতেছেন। যা আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো পড়ে।

জি আপু একদম ঠিক বলেছেন। তাছাড়া এই সময় তাদের পাশে থাকা আমাদের একান্ত প্রয়োজন। মানুষ মানুষের জন্য। ধন্যবাদ আপু।

বন্যার্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা অনেক সুন্দর চেষ্টা চালিয়ে দিয়েছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমাদের সকলের একটা দায়িত্ব এটা। কারণ এই খারাপ একটা অবস্থাতে আমরা তাদের পাশে না দাঁড়ালে তারা খাবারের জন্য অনেক কষ্ট করবে।

হ্যাঁ ভাইয়া তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করার জন্য।

বেশ ভালো লাগলো ভাই আপনাদের সুন্দর উদ্যোগ দেখে। সারা দেশ থেকে যদি এভাবে কম বেশি সহায়তা প্রদান করা হয়ে থাকে তাহলে আমাদের দেশের অসহায় মানুষগুলো কিছুটা হলে সহায়তা পাবে। আপনার এই সুন্দর কাজে প্রশংসা জানায়।

আপু আপনার প্রশংসা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ।

আপনার নেওয়া উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই। নিজ উদ্যোগে বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন জেনে অনেক ভালো লাগলো৷ আমাদের সকালের উচিত এই সকল মানুষের পাশে থাকা। ধন্যবাদ ভাই

একদম ঠিক বলেছেন ভাইয়া। আমাদের সকলেরই এই দুঃসময় তাদের পাশে দাঁড়ানো উচিৎ।

আমাদের সবার উচিত যার যার অবস্থান হতে যতটা পারা যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। ধন্যবাদ

একদম ঠিক বলেছেন ভাইয়া। মানুষ মানুষের জন্য।

নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা। বন্যা কবলিত মানুষদের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত। কারণ মানুষ মানুষের জন্য। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনার মতামতটি শেয়ার করে উৎসাহিত দেওয়ার জন্য।

💝 আল্লাহ হাফেজ 💝

@biplob89 খুব ভালো একটা পোস্ট! চৌধুরানী ভাই আর দেশ-মাতৃকে অনুরণিত হোক 💫

(Upvote and resteem if you like the content)