হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫/০৬/২০২৪) রোজ: মঙ্গলবার।
💞 শুভ সকাল 💞
বেশ কয়েকদিন আগে আমি বন্ধুদের সাথে খুলনায় গিয়েছিলাম। আর খুলনায় যাওয়ার এই অনুভূতিগুলো আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি পর্ব শেয়ার করেছি । আর এই পরীক্ষার ব্যস্ততার কারণেই মূলত পর্বগুলো আর শেয়ার করা হচ্ছে না। তবে আজকে একটু সময় সুযোগ করেই এই অনুভূতির আরো নতুন একটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করছি। খুলনায় ভ্রমণের তিন ঘন্টা যাত্রা অতিবাহিত করে এক সময়ে খুলনা রেলস্টেশনে ট্রেন এসে পৌঁছালো। স্টেশনে এসে পৌঁছানো মানেই ব্যাগপত্র সবকিছু নিয়ে গুছিয়ে নিতে হয়। কেননা খুলনা স্টেশন হচ্ছে একদম শেষ স্টেশন । এখানে এসে ট্রেন থেমে যায় এবং সকল যাত্রী ট্রেন থেকে নেমে পড়ে । আর সকল যাত্রী যখন একসাথে ট্রেন দিয়ে নামতে যাবে তখন প্রতিটা বোগিতেই ভিড় দেখা দেয়। তবে স্টেশনে পৌঁছানো অব্দি ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে একটা সেলফি ছবি তুলে নিলাম বন্ধুদের সাথে। যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন।
উপরের দুটি ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সকল যাত্রী তারা নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সময় উপরের এ দুটো ফটোগ্রাফি আমার ফোনে ধারণ করি । আর আমি যে ট্রেনে যাত্রা করেছিলাম ওই ট্রেনটি পুরোপুরি ফুল লোড ছিল। যাইহোক এভাবে অনেক মানুষের ভিড়ে একসময় প্রেম থেকে বাহিরে নেমে পড়লাম।
এটা ছিল আমার ফার্স্ট খুলনায় যাওয়া। আর সত্যিই খুলনায় গিয়ে পৌঁছে রেলস্টেশনে ট্রেন থেকে নেমে আমার খুবই ভালো লেগেছিল। কেননা আমি যে দিকে তাকিয়েছিলাম সেদিকে শুধু মানুষ আর মানুষ কারণ সব মানুষই মনে হচ্ছে খুলনায় এসেছে। খুলনা আসলে একটি বড় সিটি। তবে স্টেশনে দেখি সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ । আপনারা উপরের দুটি ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন । আমার সামনে থেকে ক্যাপচার করা একটি ছবি এবং পিছন থেকে ক্যাপচার করা একটি ছবি। দুই দিকে শুধু মানুষ আর মানুষ।
এভাবে স্টেশন থেকে আসার সময় চারিদিকে তাকিয়ে দৃশ্যটা খুবই সুন্দর লেগেছিল। যদিও ঐ দিন ছিল খুবই বেশি গরম তার পরেও সন্ধ্যার সময় যখন স্টেশনে পৌছালাম তখন একটু সস্তি মিললো। কেননা প্রবল ঠান্ডা বাতাস বয়েছিল সেই ঠান্ডা বাতাসে বেশ ভালো লেগেছিল। পুরাটা পথ জার্নি করার পরে যখন সন্ধ্যায় স্টেশনে এসে প্রকৃতি দেয় দৃশ্য মনোরম পরিবেশ এবং ঠান্ডা বাতাস গায়ে লাগল তখন খুবই ভালো লেগেছিল আমার। তো এভাবে স্টেশন থেকে আসার সময় চারিপাশে তাকিয়ে দেখি সত্যিই সন্ধ্যার সময় খুলনার ভিউ টা ছিল অসাধারণ। তবে একপর্যায়ে দেখতে পেলাম একটা বড় মসজিদ। যদিও মসজিদটি স্টেশন থেকে খানিকটা দূরে তাই সেভাবে ক্যামেরাবন্দি করা হয়নি। তারপরেও আমি আমার স্বার্থ অনুযায়ী এটি আমার ফোনে ধারণ করেছি। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সত্যিই মসজিদের ভিউ টা অসাধারণ লাগছে। সেই সাথে মসজিদটা প্রত্যেকটা বিল্ডিংয়ের তুলনায় অনেকটা উঁচু এবং মসজিদের মিনারাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এভাবেই আমি প্রায় তিন ঘন্টা জার্নি করার পরে। খুলনায় এসে এমন সুন্দর একটা ভিউ দেখতে পেলাম।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
আজকের মতো এখানেই শেষ করছি
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরীক্ষার কারণে এই পর্বগুলো আপনার শেয়ার করা হয়নি। বন্ধুদের সাথে প্রথমবার খুলনায় যাওয়ার অনেক সুন্দর অনুভূতি আজকে আপনি আমাদের সাথে শেয়ার করছেন। আমি আজও খুলনা শহরে যায়নি তবে ট্রেনে চড়েছি। একদম শেষের স্টেশনে নামলে নামার সময় অনেক ভিড় হয়। ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ একদম ঠিক বলেছেন আপু ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit