হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১২/০৯/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
💞 শুভ দুপুর 💞
আজকে সকালে ঘুম থেকে উঠি। প্রতিদিনের ন্যায় আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর সকালের নাস্তা শেষ করি। আজকে কেমন জানি সকাল থেকে কেমন একটা টায়ার্ড ভাব লাগছে। তাই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। বেশ ভালো একটা ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া শেষ করলাম। তারপরেই মনে হলো আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
আজকে আমি কি বিষয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তবে আজকে কিন্তু আমি একটা দারুন পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি এই পোস্টটি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। আসলে $PUSS ছেলে না মেয়ে? এটা কিন্তু দারুণ মজার একটা বিষয়।
আসলে যেদিন এই কয়েন আমাদের মাঝে এসেছিল সেদিন থেকেই আমি এটার পরে ক্রাশ খেয়েছি। ক্রাশ খেয়েছি বললে ভুল হবে। একটা বিষয় হচ্ছে $puss এই কয়েনটা আমি যেদিন দেখেছি সেদিন তেমন একটা বুঝতে পেরেছিলাম না। কিন্তু আমি যখনই এটার লোগো দেখি তখন কিন্তু আমি এটার পরে ক্রাশ খাই হা হা। সত্যিই এই কয়েনের প্রেমে পড়ে যাই আমি।
আসলে প্রেমিক মানুষেরা জানে প্রেম থেকে ভালোবাসা জন্ম নেয়। তবে এখানে আপনারা অনেকে মনে করতে পারেন আমি কতই না প্রেম করেছি। আদিতেও আমি কিন্তু তেমন ছেলে নয়। তবে এই কয়েনের প্রেমে না পড়ে আর থাকতে পারেনি আমি। কেননা এত কিউট $puss হয় । সত্যি এটা আমাকে অবাক করেছে। তবে আপনাদের সকলের অন্য মত হলেও আমি $puss কে বলি এটা মেয়ে। কারণ অলরেডি আমি এটার পরে ক্রাশ খাইছি।$puss কে আমি ভালোবেসে ফেলেছি মনের গহীন থেকে। $puss দেখলে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। যেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে এই $puss কে আমি অনেক ভালোবাসি। আমি মনে করি $puss একান্তই আমার। তাছাড়া $puss এর যে চেহারা তা দেখে এই ব্লগের কোন ছেলে ক্রাশ খায়নি বলল ভুল হবে। অলরেডি আমার বন্ধুকে দেখানো মাত্রই বলছে বন্ধু আমিও ক্রাস খাইলাম। তাছাড়া এই কয়েকদিনে অলরেডি প্রমাণিত হয়ে গেছে এটা সকলের কাছে কতটা প্রিয়। তাছাড়া আমার কাছে তো এটা অনেক প্রিয়। মনের গহীন থেকে ভালোবেসে ফেলেছি এই $puss কে। তবে $puss এর চোখে দেখে যে একবার চেয়ে দেখেছে সে নিমিসেই ক্রাশ খেয়ে গেছে। আমি তো একদম প্রথমবারই দেখে ক্রাশ খাইছি। তা থেকে হলো প্রেম শুরু। প্রেম থেকে হলো ভালোবাসা। এ যেন এক নীলা ভূমির খেলা। তুমি যেওনা ছেড়ে $puss। আমি বেসেছি তোমায় ভালো।
পরিশেষে আমার মতে বিবেচনা করে দেখলাম। $puss মেয়ে।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
$puss | my girlfriend |
বিষয়টা সবার জন্য বেশ আনন্দদায়ক। তোর ছেলে সমাধান করবে কেউ মেয়ে সমাধান করবে। হয়তো ছেলেরা বলতে পারে মেয়ে। মেয়েরা বলতে পারে ছেলে। আবার অনেক ছেলেরা ছেলে দাবি করতে পারে। মেয়েরা মেয়ে দাবী করতে পারে। তবে আমি বলতে পারি এখানে যার যেটা ইচ্ছা সেটা মনে করলেই ওকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মাতামতের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কেমন ছেলে আমি জানি বন্ধু সবসময়ই প্রেম নিয়ে থাকো আবার এটা নিয়েও পোস্ট লিখতে চলে এসেছে বেশ ভালো ব্যাপার। তবে তুমি যেমন $puss কয়েনের উপরে ক্রাশ খেয়েছো এখানে আমাদের অনেক মেয়ে আপুরাও $puss কয়েনের উপর ক্রাশ খেয়েছে তাহলে আমি বলব পুশ করেন ছেলেও না মেয়েও না। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার মন্তব্য পড়ে একটু হাসি পেলাম ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব দারুন একটি প্রশ্ন করেছেন আপনি। আসলে এটা যার কাছে যেমন তার কাছে তেমন। আমার কাছে অনেকটা ভালো লাগে এই কয়েকটা। খুব ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা দেখে। দোয়া করি যেন এই কয়েনের দাম দ্রুত বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুস একটি ছেলে যে কারণে পুসের গার্লফ্রেন্ড আনার কথা ভাবা হচ্ছে।
যাইহোক আপনার ক্রাশ খাওয়ার গল্প টি সুন্দর। পুসের প্রতি আমাদের সকলের কমবেশি ক্রাস আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit