হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪/০৫/২০২৪) রোজ: শুক্রবার।
💞 জুম্মা মোবারক 💞
আমি আজকে আপনাদের মাঝে যে পোস্টটি শেয়ার করতে যাচ্ছি তা আপনার আমার টাইটেল দেখে কিছুটা ধারণা পেয়েছেন। আমার অনেক দিনের শখ হচ্ছে আমি ঢাকায় যাব ফুপুর বাসায়। ফুপু বছরে দুইবার আমাদের বাসায় আসেন ঈদ উপলক্ষে। কিন্তু আমার যাওয়া হয়না। কারণ এদিকে পড়ালেখার পাশাপাশি সেখানে গিয়ে সময় কাটানো আমার পক্ষে খুব একটা ভালো হবে না। তাই যাওয়া হয়না। কিন্তু ২০২২ সালে যখন আমি এসএসসি পরীক্ষা শেষ করি। ওই সময় যে তিন মাস সময় থাকে তাই ভাবলাম একটু ফুপুর বাসায় ঘুরে আসি। সাথে আমার ঢাকায় যাওয়ার স্বপ্ন পূরণ হোক। আগে বলতাম যে ঢাকা কেমন? এ প্রশ্ন বারবার আমার মনের কাছে ঘুরপাক খেতো। এরপরে পরীক্ষা শেষ করেই রেডি হলাম ঢাকায় যাওয়ার জন্য। প্রথম ঢাকায় যাব তাই বাসা থেকে একা একা আমাকে যেতে দিল না। তাই আমার ফুফাতো ভাইয়ের মেয়ে এসেছিল আমাকে নিতে। এরপরে তার সাথে আমি ঢাকায় যাই। আমি অনেকবার আমার ফুফু মনির টিকিট নিজ হাতে ক্রয় করেছি। তাই আমার ওই ফুফুটে আগে থেকেই আমার জন্য টিকিট ক্রয় করে নিয়েছিল এবং আমার সিট নাম্বার ছিল b1। আমি আগে কখনো এমন 6-7 ঘন্টা জার্নি করি নাই যে কারণে আমার প্রথম একটু ভয় ভয় লেগেছিল। যেহেতু সাথে ছিল তাই সে ভয়টা আর ছিল না। তবে ভ্রমণ করার পূর্বে জয়ট্রিপ একটি খেয়ে নিলাম। এরপরে বাসে উঠে নিজের সিটে বসে পড়লাম। এভাবেই ঐদিন সত্যি আমার ফিলিংসটা ছিল অন্যরকম তা আপনাদের আজকে বলে বোঝাতে পারবো না। এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সময়টা ছিল শীতকাল। আর গ্রামে শীতের সময় যেমন শীত পড়ে শহরে তেমন শীত দেখা যায় না বললেই চলে। তাই শুধু মনে আমাকে আগে থেকে ফোন দিয়ে বলল শীতের জন্য তেমন কোন পোশাক না নিলেও চলবে কারণ শহরে তেমন একটা শীত নেই। তাই আমি একটা সিম্পল একটি হুডি পরে নিলাম। আর বাসে উঠেই যেহেতু আমার প্রথম জার্নি তাই আগে একটা সেলফি ছবি তুলে নিলাম যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন।
এভাবে বাস কিছুক্ষণ যাওয়ার পরে ভেড়ামারাই গিয়ে বাস থেমেছিল কিছুক্ষণের জন্য। আর আমার একটা বিষয় হচ্ছে জার্নি করলে যেখানে বাস কিছুক্ষণের জন্য একপাশে পার্কিং করে রাখে ওই সময় আমি একটু বাহিরের আবহাওয়াটা উপভোগ করার জন্য বাস থেকে নেমে আসি। আর যেহেতু এটা আমার প্রথম জার্নি ছিল তাই আমার বাস থেকে আমার ফুফুমনি বের হতে দিয়েছিল না। কিন্তু আমি বললাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। বাস থেকে নেমেই আবারো একটি সেলফি ছবি তুলে নিলাম। বাইরের আবহাওয়াটা ছিল হালকা ঠান্ডা ঠান্ডা তাই মাক্স পড়ে নামলাম। কারণ এ মার্কসের কারণে কিছুটা ঠান্ডা থেকে রেহাই পাবো।
কিছুক্ষণ রাখার পরে আবার যখন বাস স্টার্ট দিল তার আগেই সকল যাত্রীদের বাসে ওঠার জন্য অনুরোধ করলো। ঠিক ওই সময় আবার বাসে উঠে আমি আমার নির্দিষ্ট সিটে বসে যাই। নিজ সিটে বসে আবারো একটি সেলফি ছবি তুলে নি। সেটা আপনারা উপরের ছবিটিকে দেখতে পাচ্ছেন। এত বার বার ছবি তুলছি বিষয়টা বুঝতে পারছেন কতটা ফিলিংস আমার ছিল।
পরবর্তীতে বাস ২০ মিনিটের জন্য সিরাজগঞ্জে গিয়ে গিয়ে থামলে। আরে বিশ মিনিট সময়ের মধ্যে খাওয়া-দাওয়া সহ ফ্রেশ হওয়া থেকে শুরু করে সকল কাজ শেষ করতে হবে এই বলে বাস থেকে বের করে দিয়ে বাসে লক করে দিলো। এর কারণ হচ্ছে যাতে বাহিরের কোন লোকজন এই বাসের মধ্যে উঠে কোন মর্মান্তিক ঘটনা না ঘটাতে পারে। বিষয়টা আমার কাছে ভালো লাগলো। আর যতটা আমার প্রথম চাকরি তাই প্রথম সিরাজগঞ্জে গিয়ে সেখানে রেস্টুরেন্ট টা দেখলাম অনেক ভালো লাগলো তাই বাস থেকে নেমেই সেখানে একটি সেলফি ছবি তুলে নিলাম। আর সত্যি আমি অবাক হয়েছিলাম যে সিরাজগঞ্জে গিয়ে যখন বাস থেমেছিল তখন সেখানে অনেকগুলো বাস দেখতে পেয়ে। যেহেতু এটা আমার প্রথম জার্নি ছিল তাই সবকিছুর নতুন নতুন জায়গা দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমার এই ঢাকায় যাওয়ার প্রথম জার্নিটা ছিল শ্যামলী পরিবহন।
পরবর্তী পর্বটি দেখার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার ঢাকা ভ্রমণের প্রথম পর্ব জেনে বেশ ভালো লাগলো। আর এত লং জার্নি কোনদিন করনি জানতে পারলাম। তবে কি আর করার ভাই প্রয়োজনে তো আসতেই হয়। আর যেহেতু এখানে তোমার আন্টি রয়েছে। যাই হোক প্রথম অনুভূতিটা বেশ দারুন ছিল। আর আমি কিন্তু লং জার্নি প্রায় করেছি। তাই তেমন কিছু মনে হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ ভাইয়া লং জার্নি তো তাই প্রথমে একটু হোপলেস খেয়েছিলাম ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit