হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২২/০৫/২০২৪) রোজ: বুধবার।
ছবিটিএখান থেকে নেওয়া হয়েছে
💞 শুভ বিকেল 💞
বেশ কয়েকদিন পরে আজকে আবার হঠাৎ বৃষ্টির দেখা পেয়ে যেন স্বস্তি মিললো। অনেকদিন আগে বৃষ্টি হয়েছিল রাতে গরমটা আবার বেড়ে গিয়েছিল। শীতকাল যেমন তেমন গরম কাল আমার কাছে একদম অশান্তি কর একটা সময় বলে মনে হয়। আবহাওয়া গরম হলে সত্যিই তেমন কিছুই ভালো লাগেনা । কারণ গরমে সবকিছু একটু অন্যরকম হয়ে যায়। আর কয়েকটি দিন যেমন গরম পড়ছিল তাতে সত্যি কথা বলতে একটু কাজ কাম করলে মাথা ঘুরে যেত। এমনকি ঘরের মধ্যে বসে থাকলেও মনে হতো আগুনের কাছে বসে আছি। আসলে গরম একটু বেশি পড়লে সহ্য করা একটু কষ্টকর হয়ে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই কষ্টকর ব্যাপার হয়ে যায়।
তবে আবহাওয়াবিদদের থেকে জানা গিয়েছিল গত ২০ তারিখে বৃষ্টি হওয়ার কথা। ঐদিন আকাশে মেঘ ও হয়েছিল এবং হালকা বৃষ্টি হয়েছিল। কিন্তু যেমন বৃষ্টির কথা বলা হয়েছিল তেমনটি হয়েছিল না। আজকে বাসা থেকে যখন সকাল বেলায় বের হই তখন দেখতে পেলাম আকাশ একটু মেঘ হয়েছে। এভাবে বাসা থেকে বের হয়ে গাড়িতে চড়ে দুই কিলোমিটার পথ অতিক্রম করেই দেখি আকাশে মেঘ আরো বেশি ঘন হয়ে গেছে। এমনকি পুরো আকাশটা যেন কালো মেঘে ঢেকে গেছে। এমন তো অবস্থায় দেখলাম দু-এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। তাই গাড়ি থেকে নেমে একটি দোকানে আশ্রয় নিলাম বেশ একটু বৃষ্টি হলো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম একটি অটো গাড়ি আসতেছে তাই যেহেতু দু এক ফোঁটা করে হলেও বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম অটো গাড়িতে যাই এতে করে সেভ থাকা যাবে। কারণ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি ভ্যান গাড়িতে না গিয়ে অটো গাড়িতে গেলাম। অটো গাড়িতে উঠে বসার পরপরই দেখতে পেলাম আকাশে মেঘ আরো জমে গিয়েছে। এমনকি দু-এক ফোটা করে বৃষ্টি একটু জোরে পড়তে লাগলো। তবে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল কারণ মেঘে ঢাকা আকাশ এবং উড়ে বাতাস যেন মনটা একদম শান্ত করে দিয়েছিল । এমনিতেও গাড়িতে উঠলে একটু বাতাস লাগে। সেই সাথে আজকে মেঘ হওয়ায় হালকা বাতাস বইয়ে ছিল তাতে বাতাসটা ছিল ভারী মিষ্টি। এই বাতাসে একদম মনটা পুরাই ভরে গেল।
আর আবহাওয়াটা খুবই নরম লাগছিল এবং এই বৃষ্টি দেখেও বেশ ভালো লেগেছিল। হঠাৎ করে আজকে আমি এমন বৃষ্টি দেখতে পেলাম। বেশ ভালোভাবেই বৃষ্টি হয়ে গেল এতে করে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। তবে গাংনীতে পৌঁছে দেখি। বাজারে কোন বৃষ্টি নেই। বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগলো কারণ বাসা থেকে যখন বের হলাম তখন দেখতে পেলাম আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু গাংনী বাজারে হচ্ছে না। তবে গাংনী বাজারে গরমের এই আভাস পেয়ে আবার একটু খারাপ লেগেছিল। কারণ গরমের জন্য মানুষজন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তাই গরমের থেকে বাঁচার জন্য সবাই একটু বৃষ্টির জন্য চেয়ে রয়েছে। কি আর বলবো একদিকে যেমন গরম পড়তেছে ঠিক অন্যদিকে আবার লোডশেডিং। আসলে যে গরমটি পড়ছে এতে সবাই যাচ্ছে একটু রুমের মধ্যে থাকে এবং ইলেকট্রনিক্সের মাধ্যমে ফ্যানের বাতাস খায়। এতে একটু শান্তি অনুভব করা যাবে। কিন্তু তাও যেন হচ্ছে না লোডশেডিং এর কারণ। কারণ যদি একবার কারেন্ট চলে যায় তাহলে সে কারেন্ট যে আবার কখন আসবে তার কোন খোঁজ নেই। এদিকে সবাই একদম অতিষ্ঠ হয়ে যায়। তবে আজকে যে হঠাৎ বৃষ্টির দেখা পেলাম এতে মনটা ভরে উঠলো । কারণ আবহাওয়াটা খুবই নরম হয়ে গেল এতে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলাম। এখনো মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা ভাব এতে খুবই ভালো লাগছে লাগছে।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া আবহাওয়া খুবই নরমাল আর হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার শাশুড়ি মা তো আজকে ধান ভিজিয়েছে। সকালের দিকে অনেক রোদ উঠেছিল। তাই সবাই তার নিজের কাজগুলো করতে থাকে আর হঠাৎ করেই এভাবে একটুখানি মেঘ হয়ে অনেকটা বৃষ্টি হয়ে গেল। তবে যাই হোক বৃষ্টি হয়ে ভালই হয়েছে আবার একদিক থেকে খারাপ হয়েছে। তবে আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু এই হঠাৎ বৃষ্টির কারণে অনেকেই কষ্টের সম্মুখীন হয়েছে যেমন আমাদের ধান গুলো সব ভিজে গিয়েছিল। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit