বিদায় অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(০৯/০৭/২০২৩) রোজ: রবিবার।

IMG20220529151157 (1).jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিদায় অনুষ্ঠানের কিছু মুহূর্ত । আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি । সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর নাস্তা করি । আজকে সারাদিন অনেক ব্যস্ততার সাথেই কেটেছে। আজ সারাদিনই খুবই ব্যস্ততার সাথে ইউনিয়ন পরিষদে ছিলাম। তারপর বিকেলের দিকে বাসায় আসি । এসে খাবার খেয়ে বিশ্রাম নিই। তারপরে সন্ধ্যা হতেই ভাবলাম পোস্ট করা যাক তারপরে পোস্ট করার জন্য আমি প্রস্তুতি হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG_20220529_093034.jpg

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর বিদয় অনুষ্ঠানের জন্য যে জিলাপির অর্ডার করা হয়েছিল সেখানে চলে যায়। তারপর জিলাপি তৈরি হয়ে গেলে সেগুলো প্যাকেট করার জন্য আমি সহ আমার সহপাঠিরা প্যাকেট করার কাজে লেগে পড়ি।

IMG_20220529_092455.jpg

এভাবে আমি সহ আমার সহপাঠিরা মিলে ৬৫০টি জিলাপির প্যাকেট করি। এই প্যাকেট করার উদ্দেশ্যে ছিল যাতে সকলেই সমান ভাগে জিলাপি পায়। আর জিলাপি প্যাকেট করার ফলে সকলের কাছে পৌঁছে দেওয়া ও খুব একটা কষ্টকর হয় না। এইসব কিছু বিবেচনা করেই আমরা জিলাপি গুলো প্যাকেট করেছি।

IMG20220529114654_(1).jpg

তারপরে জিলাপি প্যাকেট করা হয়ে গেলে সেগুলো আমরা স্কুলে নিয়ে যায়। তারপরে আমরা সকলে একসাথে যোগ হয়। তারপরে আমরা সকলে মিলে একসাথে স্কুলে প্রবেশ করি।

IMG_20220529_142400.jpg

IMG_20220529_142347.jpg

আমাদের সকলের উপস্থিতির জন্য স্যার সহ আমাদের জুনিয়ার ভাই-বোনেরা অপেক্ষা করেছিল। তারপরে আমরা অনুষ্ঠানে উপস্থিত হাওয়াই স্কুলের শিক্ষার্থীরা আমাদের ফুল দিয়ে বরণ করে নিল। তারপরেই আমরা প্রতিটা শিক্ষক শিক্ষিকাদের একটি করে জায়নামাজ উপহার দিই। তারপরেই আমাদের অনুষ্ঠান শুরু হলো।

IMG_20220529_144430.jpg

অনুষ্ঠান শেষ হয়ে গেলে‌ সকল শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করল। তারপরে আমরা জিলাপি নিয়ে ক্লাস রুমের গেটে দাঁড়ায়। তারপরে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড়াতে বলেন এবং একে একে তাদের গেট দিয়ে প্রবেশ করার জন্য বললে তারা একে একে গেট দিয়ে প্রবেশ করে আর আমরা তাদের নিকট জিলাপি দিই। এভাবে আমরা আমাদের স্কুলের সকল শিক্ষার্থীদের নিকট বিদয়ি অনুষ্ঠানের জিলাপি পৌঁছে দিই।

IMG_20220529_151155.jpg

এভাবে সকল কার্যক্রম সম্পন্ন হলে। আমরা সবাই গ্রুপ ফটো নেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। কারন এই ছবিটাই স্কুল জীবনের শেষ ছবি। বিদয় বিষয়টি অত্যন্ত কষ্ট দায়ক। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান অর্থাৎ সময় স্রত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক সময়ে সাথে সাথে আমাদের ও স্কুল ত্যাগ করতে হলো। বিদয়ের কথা মনে হলেই মনে মধ্যোএকটা ছন্দ ভেসে ওঠে।

    বিদয়ের বেদনায় জলে ভেজা চোখ,
     দৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপলোক।

সত্যি বিদায়টা খুবই কষ্টকর একটা বিষয়। তবে সময়ের সাথে সাথে এই ধারাবাহিকতা অবিরাম চলছে। তবে স্কুল জীবনটা মুহূর্ত খুবিই ভালো একটা মুহূর্ত এবং ভালোবাসার মুহূর্ত। যা এক বিদায়ের মাধ্যমে তার কিছুটা হানি ঘটে।

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

৬৫০ প্যাকেট জিলাপির ভিতর এক প্যাকেট জিলাপি আমাকে দিয়েন। আমার কাছে জিলাপি খুব ভালো লাগে । আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে ।শিক্ষক-শিক্ষিকাদের একটি করে জায়নামাজ উপহার দিয়েছেন সেটা জেনে খুবই ভালো লাগলো । এরকম একটি উপহার পেতে আসলেই ভালো লাগে । ছাত্র-ছাত্রীদের এক গেট দিয়ে প্রবেশ করিয়ে আরেক গেট দিয়ে বের করে খাবারটা দিলে ঝামেলাটা কম হয় ।

আপু জিলাপি খাইতে হলে তো আমার এলাকায় আসতে হবে । হি হি হি.. কারণ আমার এলাকায় চিনি ও খেজুরের গুড়ের জিলাপি ও পাওয়া যায়। তবে খেজুরের গুড়ের জিলাপি টা আরো স্বাদ। তবে আপনার এত মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।