ক্রিয়েটিভ রাইটিং।। বন্যা পরিস্থিতিতে রেড এলার্ট (সতর্কবার্তা)।।

in hive-129948 •  3 months ago 

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭/০৮/২০২৪) রোজ: মঙ্গলবার।

pexels-raybilcliff-8670413.jpg

ছবিটিএখান থেকে নেওয়া হয়েছে

💞 শুভ সন্ধ্যা 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্রিয়েটিভ রাইটিং।। বন্যা পরিস্থিতিতে রেড এলার্ট (সতর্কবার্তা)।।

আজকে সকালে ঘুম থেকে উঠি। তারপরে সকালের খাবার খাই। তাছাড়া আজ কয়েক দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। আরে বৃষ্টির কারণে বাহিরে বের হওয়া হচ্ছে না। তাই সকালে খাবার খাওয়া শেষ করে ভাবলাম কয়েকটা পোস্ট পড়া যাক। তাই কয়েকটা পোস্ট পড়ে নিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখনই পোস্ট লিখতে বসলাম।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

রেড এলার্ট
খুলনা,যশোর,কুষ্টিয়া, ঝিনাইদহ,সাতক্ষীরা,ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র,শুকনা খাবার ,মোমবাতি বা হারিকেন প্রস্তুত রাখতে বলা হয়েছে।যে কোন মুহুর্তে এ সকল এলাকা প্লাবিত হতে পারে।

আবার এদিকে পশ্চিমবঙ্গের বন্যার অবস্থা ও খুব একটা ভালো নয়,যদি দুই এক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ফারাক্কা বাঁধকে উপেক্ষা করে এই অঞ্চল দিয়ে বন্যার পানি প্রবেশ করবে।এমতাবস্থায় রাজশাহী,চাপাই নবয়াবগঞ্জ, নাটোর,পাবনা,কুষ্টিয়া,মেহেরপুর,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ, যশোর,সাতক্ষীরা প্লাবিত হয়ে পানি বঙ্গোপসাগরে নামতে পারে। আসলে এখনো এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক আসেনি। খুবই কষ্টের মধ্যে বেশ কয়েকটি জেলা জীবন যাপন করছে। সত্যিই কষ্টগুলো যখন নিউজে দেখছি তখন অনারগল চোখ দিয়ে পানি চলে আসছে। তাছাড়া বন্যার পানি ক্রমেই বেড়ে চলেছে। এদিকে অনেক ক্ষতি হচ্ছে। কেননা বন্যার কারণে ঘরবাড়ি সবকিছু ডুবে গিয়েছে। তাছাড়া তারা যা আশ্রয় নিবে সেই স্থানটুকু খুঁজে পাচ্ছে না। এমন ভয়াবহ দৃশ্য দেখে কে ভালো থাকতে পারে। আমি তো কোনভাবেই মেনে নিতে পারছি না। কিন্তু এটা কিছু করার নেই। তারপরেও তাদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত সকলেই কম বেশি বাড়িয়ে দিয়েছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ। তাছাড়া আজ কয়েক দিনে আমাদের এদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমাদের এদিকে বন্যা এলো বলে। এরই মধ্যে নিউজ দেখলাম। এরপরে বিষয়টা জানতে পেরে সত্যিই একটু আতঙ্কে রয়েছে। তাছাড়া এই বইন্যার পানি যদি বঙ্গোপসাগরে নামে তাহলে মেহেরপুর কুষ্টিয়া এবং সাতক্ষীরার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিতা হবে। আর বঙ্গোপসাগরে মিলিত যখনই হবে এই পানি তখনই আমাদের জেলাও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আমি সকলকে জানাতে চাই আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। কেননা সাবধানতার কোন শেষ নেই। তাছাড়া আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে নেওয়া ভালো। কেননা এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ যে কোন সময় ঘটে যেতে পারে। তাছাড়া আমরা সবাই কম বেশি আতঙ্কে রয়েছে। আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের বিপদের সময় এই বিপদকে পাশ কাটিয়ে যেতে হবে। কেননা বিপদে যদি ঘাবড়ে পড়ি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই বিপদ যতই আসুক সে বিপদের সম্মুখীন আমাদের হতেই হবে। বিপদকে ভয় পেলে চলবে না বিপদকে সাহসিকতার সাথে লড়ে নিতে হবে। আশা করছি আজকের এই পোস্ট পড়ে আপনার ভেতরে একটা সচেতনতা প্রকাশ পাবে ।

বিঃ দ্রঃ ইতিমধ্যে বন্যার পানি ভৈরব নদীতে পৌঁছে গিয়েছে, সকলে নিজের জায়গা থেকে সচেতন হয়ে যান। এবং মন খুলে প্রার্থনা করুন।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png