আমার দেখা সেরা ৫ ই আগস্ট 🇧🇩 ( স্বাধীন 🇧🇩 বাংলাদেশ)।।

in hive-129948 •  2 months ago 

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ৫ ই আগস্ট রোজ: সোমবার।

IMG20240805182428.jpg

💞 স্বাধীন বাংলাদেশ 🇧🇩💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমার দেখা সেরা ৫ ই আগস্ট 🇧🇩 ( স্বাধীন 🇧🇩 বাংলাদেশ)।।

আপনারা জানেন আমি ইতিপূর্বে আমার এই ইন্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আমি সাময়িক ছুটি নিয়েছি।

আজকে সকাল থেকে সারাক্ষণ সংবাদ নিয়েই বসে ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার বসলাম সংবাদ দেখার জন্য। এরই মধ্যে দেখি একটা সংবাদ ভেসে উঠলো শেখ হাসিনার পদত্যাগ। আসলে এতে যে আমরা খুশি সেটা নয়। আজ পুরো বাংলার মানুষ অনেক খুশি। আজ যেন মনে হচ্ছে পুরো বাংলার মানুষ তাদের নতুন প্রাণ ফিরে পেয়েছে। আজ সর্বোপরি ন্যায্য অধিকার আদায় হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240805181845.jpg

IMG20240805183007.jpg

আজ বাংলাদেশ খুশিতে ভরপুর। আজ বাংলার মানুষ নতুন প্রাণ পেয়েছে। আজ বাংলার মাতৃভূমি যেন বাংলাতে জেগে উঠেছে। এতে অনেক খুশি অনেক আনন্দ এবং এই মাতৃভূমির ভালোবাসায় নিজেকে নিয়ে গর্বিত বোধ করি। হ্যাঁ আজ এই আমাদের মতো ছাত্র যদি না থাকতো? তাহলে হয়তো এভাবে দেশ আবার নতুন করে স্বাধীনতা পেত না। আমি স্যালুট বর্তমান এই ছাত্র সমাজের জেনারেশন কে। আজকে দুপুর শেষ হতেই খবরের মাধ্যমে দেখা যায় শেখা চেনা পদত্যাগ করেছে। সেই সাথে বাংলার মানুষ মুক্তি পেয়েছে বলে আমার মনে হয়। এখানে আমি তাদের ছোট করছি সেটা নয় কেননা আজকে পুরা বাংলার মানুষের দিকে তাকালে তা বোঝা যায়। এতদিন কোনো দল যে কাজ করতে পারেনি। আজ এই ছাত্র সমাজ সে কাজ করিয়ে দেখেছে । আসলেই ছাত্রদের কখনো দমিয়ে রাখা যায় না। এদিকে এমন সংবাদ শুনে সবাই অনেক খুশি তাতে আমিও অনেক খুশি। বিকেল হতেই নিজেকে আর বাসায় দমিয়ে রাখতে পারলাম না। এদিকে চারিদিকে শুধু হইচই আর স্লোগান। শুধু স্বাধীনতা সংগ্রামের চেতনা। এমন সময় যে ঘরে বসে থাকা যায়? না কখনোই সম্ভব না। তাই খুব দ্রুত বাসা থেকে মোটরসাইকেল বের করে নিয়ে চলে গেলাম গাংনীতে । সত্যিই আজ আবহাওয়াটা ছিল বেশ ভালো সেই সাথে এমন স্বাধীনতার চেতনা পেয়ে সত্যিই আমি গর্বিত। গান নিতে পৌঁছাতেই দেখি জন মানুষের ভিড়। এমন ভিড়ের মধ্য দিয়ে ই আমার ফোন থেকে উপরের এই ছবিগুলো আমি ধারণ করি। এখানে দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশের পতাকা নিয়ে নির্দ্বিধায় সংগ্রামী চেতনার খুশিতে এক নতুন প্রাণ পেয়েছে।

IMG20240805182658.jpg

গাংনী বাজারে এসে মোটরসাইকেল এক পাশে স্ট্যান্ড করলাম। এরপরে বাজারের সামনে এসে দেখি বড় ভাই আমার জন্য মিষ্টি নিয়ে অপেক্ষা করছে। সত্যিই আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্ন দেখছি। কিন্তু এই স্বপ্ন ঘুমিয়ে থাকা স্বপ্ন নয়। এ স্বপ্ন জেগে দেখার স্বপ্ন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই তিনি মিষ্টি নিয়ে মোটরসাইকেলে বসে আছে ।অপেক্ষায় আছে আমার। এমন সময় ভাইয়াকে দেখে আমি উপরের এই ছবিটা আমার ফোনে ধারণ করি।

IMG20240805182708.jpg

আজ এ বাংলাদেশ নতুন প্রাণ ফিরে পেয়েছে সাথে সকলের মুখে শুধু হাসি আর হাসি। এ যেন এক স্বপ্নময় পৃথিবী জেগে উঠেছে নতুন সাজে। এরপরে ভাইয়া আমাকে প্রথমে তারা নিজের হাত দিয়ে আমাকে মিষ্টিমুখ করিয়ে দিল এমন সময় আমার ফোন থেকে একজন ভাই আমাদেরকে ক্যামেরাবন্দি করে নেয়। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই আমাকে তার নিজ হাতে দিয়ে মিষ্টি খাওয়ে দিচ্ছে।

IMG20240805182724.jpg

IMG20240805182741.jpg

এরপরে আমিও ভাইয়াদেরকে মিষ্টিমুখ করিয়ে দিলাম। এভাবে সবাই একসাথে মিষ্টি মুখ করে একই ফ্রেমে আমি একটা সেলফি ছবি তুলে নিলাম। কেননা দিন যাবে দিন আসবে। কিন্তু এমন স্মৃতিময় দিনটা হয়তো আর কখনো পাওয়া যাবে না । তাই স্মৃতি হিসেবে রাখার জন্যই ছবিটি তোলা হয়েছে। সেই সাথে স্মৃতিময় করার জন্যই এই প্লাটফর্মে আমি যুক্ত করেছি। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক ফ্রেমে বেশ কয়েকজন মিলে যুক্ত হয়েছে। আমাদের সবার দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমাদের ভিতোরে কতোটা আনন্দ উল্লাস বয়ে চলেছে।

IMG20240805182430.jpg

IMG20240805182428.jpg

মিষ্টি মুখ করার পরে আমার হাতে একটা বাংলাদেশের ফ্ল্যাগ তুলে দেওয়া হলো। এটা মূলত একটা পতাকা বললে ভুল হবে এটা হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি এটা আমার প্রিয় দেশ বাংলাদেশ। আমি গর্ব করি আমার দেশকে নিয়ে। আমি ভালোবাসি আমার দেশকে। ইসলামের নবী বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আর এ দেশের ভালোবাসা কখনোই স্বার্থ হতে পারে না। এটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা নিয়েই পতাকা হাতে করে দাঁড়িয়েছি। এমন সময় আমার একটা ভাই তার ফোন থেকে উপরের এই দুটি ছবি ধারণ করে । সত্যিই আজ আমি গর্বিত, সত্যিই আজ আমি আনন্দিত , সত্যিই আজ আমি অনেক খুশি। সাবাশ বাংলাদেশ এমন একটা সময় উপহার দেয়ার জন্য। আমি দেখিনি বায়ান্নর ভাষা আন্দোলন । আমি দেখিনি ১৯৬৯ এর গণঅভ্যুত্থান। আমি দেখিনি ১৯৭১ সালের স্বাধীনতা। আমি দেখেছি ২০২৪ সালের ৫ আগস্টের এই স্বাধীনতা।

IMG20240805183500.jpg

এরপরে দেখি অপর প্রান্ত থেকে ছাত্রসমাজ তাদের এই স্বাধীনতার মিছিল নিয়ে বেরিয়েছে। এরপরে এই স্বাধীনতার আনন্দ উল্লাসে আমি নিজেও এই মিছিলে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। সত্যিই আজকের এই দিনটি ৫ ই আগস্ট কখনোই ভুলবো না। আমার জীবনে দেখা সেরা একটি দিন হচ্ছে এই ৫ ই আগস্ট। সত্যিই আজ প্রমাণিত ছাত্রদের দমিয়ে রাখা যায় না।

প্রিয় মাতৃভূমি 🇧🇩

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Amigo mío felicidades por este logro, ustedes los estudiantes son orgullo para el mundo entero y héroes para tu país.
Me uno a tu alegría y se que un futuro mejor estará con ustedes.
Saludos desde Venezuela!!

গতকাল প্রত্যেকটা জায়গাতেই মানুষ আনন্দ উল্লাস করেছে। আপনারা দেখছি মিষ্টিও খেয়েছেন। আসলেই, আমাদের মত ছাত্ররা যদি মাঠে না নামতো তাহলে কোনদিনও এই দেশ স্বাধীন হতো না। অনেক রক্ত ঝরার পর অবশেষে ছাত্ররা ন্যায্য দাবি পেয়েছে। তবে এখন পরবর্তীতে কি হয় সেটাই দেখার অপেক্ষায়।

ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো কিছু হবে আশা করা যায়। ধন্যবাদ আপু।

আপনারা তো দেখছি আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আসলেই আমরা এই দিনটির মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। আমি লক্ষ্য করে দেখেছি গতকাল আমাদের উপজেলার সকল দোকান থেকে মিষ্টি শেষ হয়ে গিয়েছে এই আনন্দ উৎসব এর কারণে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আর এমন আনন্দে দোকানে মিষ্টি ফুরিয়ে যাবে এটাই স্বাভাবিক।