হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৬/০৪/২০২৪) রোজ: শুক্রবার ।
জুম্মা মোবারক
💞 শুভ রাত্রি 🌸
ইতিপূর্বে আমি আপনাদের মাঝে এই কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের বেশ কয়েকটি পর্ব শেয়ার করেছি। তাই আজকে আবারো আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা ভ্রমন করে ওইখানে দুই দিনে এক রাত ছিলাম। প্রথম দিন একটু ঘোরাঘুরি করে দুপুরের দিকে গোসল করার জন্য ফ্রেন্ডদের সাথে বের হলাম। আসলে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার মজাই আলাদা আবার কয়েকটা সমুদ্র সৈকতে পারে সেই আড্ডাটা তো আরো মজার। তাই দুপুরে একটি ফুলহাতা টি শার্ট হাফপ্যান্ট সহ গোসল করার জন্য তৈরি হয়ে বের হলাম। সমুদ্র সৈকতের চারপাশে যে বসা স্থান রয়েছে ওখানে বসলে প্রকৃতির সৌন্দর্য এবং আবহাওয়া টা খুবই ভালো লাগে। তাই গোসল করার কিছু আগ মুহূর্ত সেখানে বসে একটু সময় পার করছিলাম। এমন সময় ফোনটা বের করে একটা সেলফি ছবি তুলেনি যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।
যখন আমি বীচে বসে ছিলাম তখন দেখতে পেলাম একটা নৌকা কিনারার দিকে আসতেছে। যখন নৌকাটি একদম কিনারায় আসলো তখন দেখতে পেলাম নৌকাটা অনেক বড় কাঠের তৈরি। নৌকাটিতে দেখতে পেলাম জেলেরা এই নৌকায় জাল নিয়ে মাছ ধরার জন্য আবার সমুদ্রের দিকে পাড়ি দিচ্ছে। ওই সময় সমুদ্রের জোয়ার বইছে। এমত অবস্থায় নৌকা থেকে বেশ কয়েকজন নিচে নেমে এসে নৌকাটিকে পানিতে অর্থাৎ সমুদ্রের পানির দিকে ঠেলতে লাগলো এমন সময় আমি উপরের ছবিটা আমি আমার ফোনে ধারণ করি।
কিছুক্ষণ বসে থাকার পরে এভাবেই সমুদ্রের জোয়ার বইতে দেখে আর মন থাম ছিল না তাই দৌড়ে গিয়ে পানিতে নেমে পড়লাম। আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাব আর সেখানে সেই সমুদ্রের পানিতে গোসল করব না তাতো আর হয় না। আসলেই এটা আমার প্রথম ভ্রমণ ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত তাই এর আনন্দটা আমি অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারছি। সত্যি কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে খুবই সুন্দর এবং গোসল করার মুহূর্তটা বন্ধুদের সাথে কাটানো খুবই দারুণ একটা মুহূর্ত। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করার প্লান আমাদের সবারই ছিল তাই আমরা একটা ফুটবল নিয়ে গিয়েছিলাম। আসলে বিচে ফুটবল খেলার মজাই আলাদা। কারণ কুয়াকাটা সমুদ্র সৈকতে আরো একটি আনন্দদায়ক বিষয় হচ্ছে বন্ধুদের সাথে একসাথে ফুটবল খেলা। যদিও ফুটবল খেলার সময় ওই দৃশ্যটি ফোনে ধারণ করা হয়নি। কারণ ওই মুহূর্তে ফোনগুলো এক জায়গায় রেখে আমরা খেলায় মেতে উঠেছিলাম। এরপরে আমি আবারও পানিতে নামিয়ে দাঁড়িয়ে রইলাম এমন সময় দেখে আমার একটি বন্ধু আমাকে ক্যামেরা বন্দী করে নেয়। আপনারা উপরে যে দুটি ছবি দেখতে পাচ্ছেন এ দুটি ছবি আমার নিজের ছবি।
এভাবে বন্ধুদের সাথে অনেক মাস্তি মাস্তি করলাম এবং খেলাধুলা করলাম। কুয়াকাটা সমুদ্র সৈকতে আরো একটি আনন্দদায়ক বিষয় হচ্ছে সকল বন্ধু একসাথে মিলে গ্রুপ ফটো নেওয়া। কিন্তু আমরা বন্ধুরা সবাই এতই মেতে উঠে ছিলাম যে গ্রুপ ফটো নেয়ার কথাটা আর মনে নাই। তবে যাই হোক এভাবে বিচে যখন সময় পার করেছিলাম তখন আমি সহ আমার একটা বন্ধু বসে ছিলাম আর মনে অবস্থায় এমন সময় আমার একটা বন্ধু ক্যামেরা বের করে বলে এদিকে তাকাও ওই দিকে তাকাতে তাকাতে আমাদের ক্যামেরাবন্দি করে নেয়। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমি এবং আমার ডান পাশে যে রয়েছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আসলেই কুয়াকাটা সমুদ্র সৈকতের খুবই আনন্দের একটা বিষয় এবং আনন্দদায়ক একটা আনন্দঘন মুহূর্ত হচ্ছে গোসল করা। শুধু গোসল নয় পানিতে থৈ থৈ খেলা খেলা। এরপরে বেশ কয়েকটি ফটোগ্রাফি নিয়ে নেয়ার পরে সকল বন্ধুদের সাথে মিলে আবার পানিতে ঝাঁপ দিলাম। সত্যিই দিনটি ছিল খুবই আনন্দের চাইলেও ভোলা সম্ভব নয়।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন যা বুঝলাম আপনার লেখা পড়ে৷ সমুদ্রে গিয়ে গোসল না করলে কি আর মজা হয়! আর যেখানে বন্ধুরা মিলে যাওয়া হয়েছে সেখানে আড্ডা আর খেলা তো মাস্ট! আপনারাও সেটা মিস করেন নি দেখলাম। আপনাদের ভালো সময় কাটানোর মুহুর্ত গুলো পড়ে বেশ দারুণ লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit