ডিজিটাল আর্ট এর মাধ্যমে সুন্দর একটি বিড়ালের চিত্র অংকন।১০%বেনিফিসারী @ shy-fox.

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম /আদাব

c1.PNG

প্রিয় কমিউনিটির সদস্য আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। পোষা প্রাণী হিসেবে বিড়ালের তুলনা হয় না ।আমাদের গ্রামের প্রতিটি বাড়িতেই বিড়ালের বসবাস এবং প্রত্যেকেই এই বিড়ালকে খুব আদর যত্ন করে লালন পালন করে। এত কিছুর মধ্যেও অনেকে আবার এই বিড়ালকে ভালোভাবে দেখেনা। তবে আমার কাছে বিড়াল দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি বিড়ালকে কোলে করে ঘুমাতেও ভালো লাগে। ছোটবেলাতে অনেক সময় গেছে যে সময় বিড়ালকে কোলে নিয়ে ঘুমিয়েছি ।এখন হয়তোবা বড় হওয়ার কারণে সেই ছোট বেলার মত বিড়ালকে কোলে নিয়ে আর ঘুমাতে পারি না ।তার পরেও বিড়ালের প্রতি আগের মতনই ভালোবাসা রয়েগেছে ।তাই আজকে আপনাদের সামনে ডিজিটাল আর্টের মাধ্যমে সুন্দর একটি বিড়ালের চিত্র অংকন উপস্থাপন করব ।আশা করি চিত্র অঙ্কনটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে ।চলুন তাহলে বিড়ালের চিত্রটি ধাপে ধাপে দেখা যাক।

ধাপ-১

c2.PNG

ধাপ-২

c3.PNG

ধাপ-৩

c4.PNG

ধাপ-৪

c5.PNG

ধাপ-৫

c6.PNG

ধাপ-৬

c7.PNG

ধাপ-৭

c8.PNG

ধাপ-৮

c9.PNG

c1.PNG

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ভিজিটার আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে বিড়ালের চিত্র অঙ্কন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ আপনাকে।

ডিজিটাল আর্ট এর মাধ্যমে সুন্দর একটি বিড়ালের চিত্র অংকন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্ট করে সকলের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর ডিজিটাল আর্ট করেছেন আপনি বিড়ালটিকে দেখে মেয়ে বিড়াল মনে হচ্ছে, বেশ কিউট এবং চোখগুলো একদম মায়াবী চমৎকার ছিল আপনার আজকের কাজ আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ আপনাকে।

আসলে আমু বিড়াল দেখলে ভয় পাই। যাই হোক আপনার আঁকা বিড়ালটা বেশ কিউট।কি সুন্দর করে মনে হচ্ছে হাসি দিয়ে আছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

বাহ দারুন একটি বিড়ালের ডিজিটাল আর্ট প্রস্তুত করেছেন তো খুবই ভালো লাগলো দেখে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে।

আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর একটি কিউট বিড়ালের চিত্রাংকন করেছেন। যা দেখি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ডিজিটাল আর্টগুলো করে আমাদের মাঝে উপস্থাপনা করে তুলে ধরেছেন। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

একটি বিড়ালের ডিজিটাল অংকন দেখে মুগ্ধ হলাম ।। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।

ধন্যবাদ আপনাকে।

ডিজিটাল অংকন এর মাধ্যমে খুবই চমৎকার একটি বিড়ালের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার অঙ্কিত এই ডিজিটাল বিড়াল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্ট এর মাধ্যমে সুন্দর একটি বিড়ালের চিত্র অংকন করেছেন। সত্যিই অসাধারণ আপনার এই ডিজিটাল আর্টি। আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।এই জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।