হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি ডাকাতের গল্প লিখতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
একটি ছোট্ট শান্ত গ্রামে বাস করত একজন দুর্ধর্ষ ডাকাত যার নাম ছিল রুদ্র।সে ছিল এমন এক ডাকাত যার নাম শুনলেই লোকেরা শিউরে উঠত। রুদ্র ছিল উচ্চ, সুঠাম দেহের অধিকারী।তার চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি যা কাউকে সহজেই ভীত করতে পারত।তার দীর্ঘকালীন অপকর্মের ফলে সে অঞ্চলের পুলিশ এবং সাধারণ মানুষদের কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল।
রুদ্রর ডাকাতি করার ধরণ ছিল একেবারেই আলাদা।সে কেবল ধন-সম্পদ লুঠ করত না বরং তার ডাকাতির পেছনে ছিল এক ধরনের নীতি। যে ধনী লোকেরা গরিব মানুষদের ওপর অত্যাচার করত তাদের কাছ থেকেই সে লুঠ করত এবং সেই ধনসম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিত।তার জন্য গ্রামের গরিব লোকেরা তাকে সম্মান করত যদিও তারা তার অপরাধ সম্পর্কে সচেতন ছিল।
একদিন রুদ্রর কাছে খবর এল যে এক মহাজন যার নাম ছিল মনোহর, গ্রামের গরিব চাষিদের জমি কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে।মনোহর ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং দুষ্ট প্রকৃতির মানুষ।সে গ্রামের গরিব লোকদের কাছে বিশাল সুদে ঋণ দিত এবং পরে তাদের জমি কেড়ে নিত।
রুদ্র স্থির করল এবার তার শিকার হবে মনোহর। গভীর রাতে যখন চারিদিকে নীরবতা নেমে আসে তখন রুদ্র তার দলবল নিয়ে মনোহরের বিশাল প্রাসাদে প্রবেশ করে।প্রাসাদের প্রহরীদেরকে বেঁধে ফেলে এবং সরাসরি মনোহরের ঘরে প্রবেশ করে।মনোহর ভীত-সন্ত্রস্ত হয়ে রুদ্রকে দেখে কাঁপতে শুরু করে।
রুদ্র তার ভীতিকর দৃষ্টিতে মনোহরকে চেয়ে বলল, "তুমি মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের থেকে তাদের জমি কেড়ে নিয়েছ।কিন্তু আজ আমি তোমার সমস্ত ধনসম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দেব।"
রুদ্র মনোহরের সমস্ত ধনসম্পদ নিয়ে চলে গেল এবং গ্রামের গরিব লোকদের মধ্যে তা ভাগ করে দিল।গরিবরা খুশি হল কিন্তু তারা জানত রুদ্রর এই জীবন দীর্ঘস্থায়ী নয়।পুলিশ এবং অন্যান্য বাহিনী রুদ্রর খোঁজে নেমে পড়ল।
কিছুদিন পর একদিন গভীর বনে রুদ্রর সাথে পুলিশের সংঘর্ষ হয়।রুদ্র তার দলের সদস্যদেরকে নিরাপদে পালিয়ে যেতে বলে একাই পুলিশের সাথে লড়াই করতে থাকে।কিন্তু শেষ পর্যন্ত সে পুলিশের হাতে ধরা পড়ে যায়।তার বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মৃত্যুর আগে রুদ্র একটাই কথা বলেছিল, "আমি হয়তো আইন ভেঙেছি, কিন্তু আমি ন্যায়ের পক্ষে ছিলাম।"
রুদ্রর মৃত্যুর পর, গ্রামবাসীরা তাকে একজন নায়ক হিসেবে মনে রাখল।তার সাহসিকতা এবং ন্যায়বিচারের প্রতি তার অঙ্গীকার গ্রামে তার নামকে অমর করে রাখল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা গল্পটা পড়ে ভীষণ ভালো লাগলো। রুদ্রর মতো এমন ডাকাত প্রতিটি সমাজে প্রয়োজন। তাহলে অত্যাচারীরা গরীবদের প্রতি জুলুম করতে পারতো না। এমন মানুষদেরকে মৃত্যুর পরেও মানুষ সারাজীবন মনে রাখে। যাইহোক এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে দাদা আপনার লেখা এই গল্পটি। রুদ্র ডাকাতি করলেও সব সময় অন্যায়ের পথে ছিল। আর তার এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সে নিজের বিবেক দিয়ে কাজ করেছে। খারাপ মানুষদের বাড়িতেই সে সব সময় ডাকাতি করেছে। আর গরিবদের সেগুলো বিলিয়ে দিত এগুলো জেনে ভালো লাগলো। একটা কথা আছে না, চোর হলেও ঈমানদার। আর রুদ্র ও ঠিক ঐরকমই ছিল। সবশেষে তার মৃত্যুদণ্ড হয়েছে এটা শুনে অনেক খারাপ লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রুদ্র ডাকাত হলেও খুব ভালো মানুষ ছিল। খারাপ মানুষদেরকে সে ডাকাতির মাধ্যমেই শাস্তি দিতো। যদিও এর কারনে সে বেশিদিন থাকতে পারেনি। তবে এটার মধ্যে দিয়ে সে এখনও পর্যন্ত গরিব মানুষগুলোর মধ্যে বেঁচে আছে। এরকম অনেক ধনী মানুষ রয়েছে যারা গরীবদের উপর অত্যাচার করে। আর তাদেরকে এভাবেই শাস্তি দেওয়া দরকার। এত সুন্দর করে গল্পটা লেখার জন্য ধন্যবাদ জানাই দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর হয়েছে ভাইয়া এই গল্পটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit