ছবি: স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া হয়েছে
নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
নাটকের নাম | বাজিকর |
---|---|
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয় | জয়, কুসুম শিকদার, মামুনুর রশিদ |
দৈর্ঘ্য | ৪০ মিনিট |
ধরণ | সামাজিক |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ: | ০৩/০৬/২০১৭ |
কাহিনী সংক্ষেপ:
নাটকে শুরুতে আমরা দেখতে পাই জয় বস্তিতে একটি ভাঙ্গা ঘরে থাকে। সে একজন প্রতিবন্ধী এবং তার কাছে অনেকগুলো টাকা রয়েছে। সে টাকাগুলো সাথে নিয়ে একটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যায়। কিন্তু তার টাকার উৎস না বলায় ব্যাংকের কর্মকর্তারা তাকে একাউন্ট খুলে দিতে রাজি হয় না। তাই জয় সেখানে হট্টগোল বাঁধিয়ে দেয়।
তাই ব্যাংকের অফিসার জয়কে তার রুমে ডাকেন। জয় রুমে যাওয়ার পর ব্যাংকের অফিসার তাকে জিজ্ঞেস করে আপনি এতগুলো টাকা কোথায় পেলেন। প্রশ্নের জবাবে জয় বলে আমি একজন পেশাদার বাজিকর আমি মানুষের সাথে বাজি খেলে এই টাকাগুলো জয় করেছি। ব্যাংকের অফিসার যখন জিজ্ঞেস করে যে আপনি কি বিষয়ে বাজি খেলেন তখন জয় বলে আমি সকল কিছু নিয়েই বাজি খেলি। আপনার সাথেও আমি একটি বাজি খেলতে চাই।
জয় বলে আপনার হাঁটুর উপরে একটি গুলির দাগ রয়েছে যদি আমি সেটি বের করতে পারি তাহলে আপনি আমাকে ২ লক্ষ টাকা দিবেন আর যদি আর যদি কোন দাগ না থাকে তাহলে আপনি ২ লক্ষ টাকা জিতবেন। ব্যাংকের অফিসার ওয়াশরুমে গিয়ে ভালো করে তার দুই হাটু চেক করে সেখানে কোন দাগ দেখতে না পেয়ে তিনি বাজি খেলতে রাজি হন। জয় পরবর্তী দিন উকিল নিয়ে পুনরায় তার অফিসে আসবেন বলে চলে যায়।
অফিসার বাসায় গিয়ে তার মেয়েকে নিয়ে তার হাটু খুব ভালোভাবে পরীক্ষা করে কিন্তু কোথাও সে কোন গুলির দাগ দেখতে পায় না। পরদিন জয় একজন লোক নিয়ে অফিসারের রুমে আসে এবং তাকে প্যান্ট খোলার জন্য বলে। অফিসার তার প্যান্ট খুলে দেখায় এবং বলে আমার পায়ে কোন গুলির দাগ নেই তাই আমি ২ লক্ষ টাকা জিতেছি আপনি হেরেছেন। জয় হাসতে হাসতে বলে আমি হারিনি আমি এই লোকের( সাথে নিয়ে আসা লোকটি) সাথে ৩ লক্ষ টাকার বাজি ধরেছি যে একজন ব্যাংকের অফিসার আমার সামনে হাফপ্যান্ট পড়ে দাঁড়িয়ে থাকবে।
ব্যক্তিগত মতামত:
বাজিকর নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। নাটকের যে কাহিনী সেটি এক কথায় অসাধারণ ছিল। নাটকটিতে মামুনুর রশিদ এবং জয় দুজনে খুব ভালো অভিনয় করেছেন। তো এখনো যারা নাটকটি দেখেননি তারা নিচের লিংক থেকে নাটকটি দেখে নিতে পারেন এবং মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন নাটকের রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর নাটকের রিভিউ করেছেন। পরিচালক সালাউদ্দিন লাভলু নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। নাটকটা আমি দেখেছি নাটকের চরিত্র এবং দৃশ্য খুবই সুন্দর। এত সুন্দর নাটকে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি দেখেছেন জেনে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নাটকের রিভিউ দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট সবার মাঝে তুলে ধরেছেন। যদিও এ নাটকটি আমার এখনো দেখা হয়নি চেষ্টা করব সময় পেলে নাটকটি দেখে নেওয়ার। পুরো নাটক রিভিউ পোস্ট পড়তে এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি নাটক রিভিউ সবার মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো এবং সুস্থ থাকবেন সব সময় এই প্রত্যাশা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit