নাটক রিভিউ।। পেটুক- মোশারফ করিম।।

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোশারফ করিম অভিনীত পেটুক নাটকের রিভিউ। নাটকটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

IMG_20221207_233741.jpg
ছবি: স্ক্রিনেটের মাধ্যমে নেওয়া হয়েছে

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

নাটকের নামপেটুক
পরিচালকআজাদ কালাম
অভিনয়মোশারফ করিম, রেহনুমা মোস্তফা
দৈর্ঘ্য৪০ মিনিট
ধরণকমেডি
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৬/০৫/২০২২

কাহিনী সংক্ষেপ:

নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে তুয়াব আলী (মোশারফ করিম) একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছে। সে হল এমন একজন মানুষ যার কোন বিয়ের দাওয়াতের প্রয়োজন হয় না। সে দাওয়াত ছাড়াই সকল বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়। তাই মাঝে মাঝেই সে গণধোলাই খেয়ে থাকে। সে কোন প্রকার কাজ করতে রাজি নয়। তার এলাকার চেয়ারম্যানের মেয়ে মাঝে মধ্যেই তার জন্য খাবার তুলে রাখে।

IMG_20221207_233728.jpg

একদিন তুয়াব তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখে তারা খাবার খাচ্ছে। তখন ডিম দেখে তার খুব খেতে ইচ্ছে করে বিনিময়ে সে সব কাজ কর দিতে রাজি আছে। তাই বাড়ির মালিক তাকে বলে তার বড় ক্ষেতের আগাছা পরিষ্কার করে দেয়ার জন্য। তুয়াব আলী ক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় সব ধান গাছও তুলে ফেলে কারণ সবগুলোই সবুজ রঙের ছিল। তাই গ্ৰামের মানুষ তাকে গণধোলাই দেয় তখন চেয়ারম্যানের মেয়ে এসে তাকে বাঁচায় এবং নিজ হাতে খাবার খাইয়ে দেয়।

IMG_20221207_233718.jpg

একদিন সে দেখে রাস্তা দিয়ে এক লোক ইলিশ মাছ নিয়ে বাসায় যাচ্ছে। সে পিছু পিছু লোকটির বাড়িতে চলে য়ায় এবং বাড়ির কর্তার বন্ধু পরিচয় দিয়ে গল্পে গল্পে পুরো মাছ খেয়ে ফেলে। যখন চেয়ারম্যানের মেয়ের বিয়ে ঠিক হয় তখন তুয়াব আলী গিয়ে বলে সে চলে গেলে তাকে খাবার কে খাওয়াবে। পরবর্তীতে দেখা যায় চেয়ারম্যানের মেয়ের ফুলশয্যার রাতে তার শশুর বাড়িতে গিয়ে তার কাছে খাবার চায়।

IMG_20221207_233707.jpg

IMG_20221207_233649.jpg

ব্যক্তিগত মতামত:

পেটুক নাটকটি ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। মোশারফ করিম এমন একজন অভিনেতা যে কিনা সকল চরিত্রে নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারেন। আমাদের সমাজেও এমন কিছু মানুষ রয়েছে যারা কোন কাজ করতে রাজি নয় তারা শুধু অন্যের খাবারের উপর দৃষ্টি নিক্ষেপ করে থাকে। নাটকটি যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে।

ব্যাক্তিগত রেটিং: ৮/১০

নাটকের লিংক:

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

মোশাররফ করিমের নাটক গুলো আমার ভীষণ ভালো লাগে। মোশাররফ করিম অনেক সুন্দর অভিনয় করেন। পেটুক- মোশারফ করিম নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার নাটক রিভিউ দেখে বোঝা যাচ্ছে হাসির একটি নাটক। সময় করে অবশ্যই দেখবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ঠিক বলেছেন মোশারফ করিম সুন্দর অভিনয় করে থাকে।

আপনার কথাটা একেবারে সত্যি।মোশারফ করিম এমন একজন অভিনেতা যে কিনা সকল চরিত্রে নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারেন।আমার তার অভিনয় খুব ভালো লাগে।তবে আপনার পেটুক নাটকের রিভিউটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমার কাছেও মোশারফ করিমের অভিনয় খুব ভালো লাগে।