স্মৃতিসৌধে একদিন।। 10% for @shy-fox

in hive-129948 •  2 years ago 
আদাব-নমস্কার। আমি @bloggershanto। আশা করি সকলেই ভালো আছেন। সৃষ্টিকর্তার কৃপায় আমিও খুব ভালো আছি। কিছুদিন পূর্বে আমি এবং আমার বন্ধু শাকিলকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম জাতীয় স্মৃতিসৌধে। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার স্মৃতিসৌধে ঘুরতে যাওয়ার কাহিনীটি।


IMG_20221227_231822.jpg

পড়াশোনার কারণে সাভারে থাকি প্রায় এক বছর হতে চলল। কিন্তু কোনদিন স্মৃতিসৌধের ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। সভারে আসার প্রথম দিকে অনেকবার স্মৃতিসৌধে ঢোকার চেষ্টা করেছি কিন্তু করোনার কারণে স্মৃতিসৌধ বন্ধ থাকার কারণে ঢুকতে পারিনি। যদিও স্মৃতিসৌধ খোলার পর অনেকদিন এর সামনে দিয়ে গিয়েছি কিন্তু সময় এবং সুযোগের অভাবে ঢুকতে পারিনি। তাই একদিন সময় করে শাকিলকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম স্মৃতিসৌধে।


IMG_20221227_231625.jpg


সেদিন দুপুর বেলা খাওয়া-দাওয়া করে রিকশায় চড়ে চলে গেলাম স্মৃতিসৌধে। স্মৃতিসৌধে ঢুকার সাথে সাথে মনের মাঝে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল কারণ এই স্থাপনাটি তৈরি করা হয়েছে জাতীয় শহীদদের স্মরণে। স্মৃতিসৌধের ভেতরে আমরা মোট দশটি গণ কবর দেখতে পেয়েছি। ১৫০ ফুট উঁচু স্মৃতিসৌধের ফলক দেখে আমি সত্যিই মুগ্ধ।


IMG_20221227_231533.jpg


আমি এবং শাকিল স্মৃতিসৌধের ভিতরে ছবি তুলেছি এবং মোটামুটি অনেকটাই ঘুরেছি যদিও এর সীমানা সুবিশাল। স্মৃতিসৌধের ভিতরে যে লেকটি রয়েছে সেটি স্মৃতিসৌধের সৌন্দর্যতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এছাড়া স্মৃতিসৌধের ভেতরে বিলুপ্তপ্রায় অনেক পুরনো গাছ দেখতে পেয়েছি। স্মৃতিসৌধের ভেতরে আমার কাছে যে বিষয়টি সবচাইতে বেশি ভালো লেগেছে তা হল বিভিন্ন দেশের সরকার প্রধানদের বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষের পাশে সরকার প্রধানদের নাম এবং কত সালে তারা স্মৃতিসৌধ ভ্রমণ করেছেন সেই তারিখগুলো লিখে রাখা হয়েছে।


IMG_20221227_231732.jpg


সবমিলিয়ে স্মৃতিসৌধে ভ্রমণ করে আমি এবং শাকিল দুজনেই খুব মজা পেয়েছি। আমার ‌‌‌‌‌সেই দিনটি খুব ভালো কেটেছিল। আপনারা যারা ইতিমধ্যেই স্মৃতিসৌধে ভ্রমণ করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সেই গিয়েছিলাম অনেক বছর আগে, তখন ইন্টার্নশিপের জন্য জন্য ওই এলাকাতে আমার থাকতে হয়েছিল কয়েকদিন কলেজের থাকার সময়। আপনার পোস্ট দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আমিও কখনো যাই নি স্মৃতিসৌধে। অনেকবার ভেবেছিলাম যাব কিন্তু সেই সময় আর হয়ে ওঠেনি। আজ আপনসর পোস্টের মাধ্যমে এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সেখানে খুব সুন্দর মুহূর্ত পার করেছেন আর সেই সুন্দর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

প্রথমবারের মতো স্মৃতিসৌধে গিয়ে চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। আমিও অনেক দিন হলো স্মৃতিসৌধে যাইনা। সময় হয়ে ওঠেনা। আপনার চমৎকার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আমি অনেক বার এই স্মৃতিসৌধে গিয়েছি।আমার খুব ভালো লাগে। সেখানে গেলে অনেক কিছু জানা যায়।আলাদা একটা ফিলিংস কাজ করে। কিন্তু কেন সেটা জানিনা। যাই হোক আপনার এই স্মৃতিসৌধের পোস্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল

সতিই বলেছেন সেখানে অনেক কিছু জানার আছে।

আমার কখনো সৌভাগ্য হয়ে ওঠেনি ভাইয়া স্মৃতিসৌধ সামনে দেখার। অনেকবার ভিডিও ও ফটোগ্রাফি দেখেছি। আপনার আজকে আজকের স্মৃতিসৌধের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। অবশেষে আপনি স্মৃতিসৌধের ভেতর ঢুকতে পেয়েছেন জেনে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া

আসবেন খুব ভালো লাগবে।