নাটক রিভিউ।। কাগজের বিয়ে - অপূর্ব, সাবিলা নূর ।।

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা। আমি bloggershanto । আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অপূর্ব এবং সাবিলা নূর অভিনীত কাগজের বিয়ে নাটকের রিভিউ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

IMG_20221129_222258.jpg
ছবি: স্ক্রিনশনের মাধ্যমে নেয়া হয়েছে

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

নাটকের নামকাগজের বিয়ে
পরিচালকএস আর মজুমদার
অভিনয়অপূর্ব, সাবিলা নূর
দৈর্ঘ্য৪৮ মিনিট
ধরণরোমান্টিক
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৪/১১/২০২২

কাহিনী সংক্ষেপ:

নাটকের শুরুর দিকে আমরা দেখতে পাই যে একজন কোটিপতি বাবা তার একমাত্র মেয়েকে(সাবিলা নূর) নিজের সকল সম্পত্তি উলই করে দিয়েছে এবং তাকে একটি শর্ত দিয়েছে যে সে যদি একটি ছেলেকে বিয়ে করে তাহলেই সে তার বাবার সকল সম্পত্তির মালিক হবে। কারণ সে যে দেশে থেকে পড়াশোনা করে সে দেশে সমকামীতার প্রচলন রয়েছে। সেই সময় সাবিলার পড়াশোনা শেষ না হওয়ার কারণে তার বিয়ে করার কোন ইচ্ছা ছিল না। তাই সাবিলা নূর কোন উপায় খুঁজে না পেয়ে ২ কোটি টাকার বিনিময়ে অপূর্বর সাথে চুক্তি করে যে সে সকল সম্পত্তি পাওয়ার পর ডিভোর্স দিয়ে দিবে এবং তাদের বিয়েটা হবে শুধু একটা কাগজের বিয়ে এর বেশি কিছু নয়।

IMG_20221129_222306.jpg

IMG_20221129_222319.jpg

অপূর্ব এত বড় অফার পেয়ে সাবিলা নূরকে শর্ত মেনে বিয়ে করে সাবিলাদের বাসায় চলে যায়। সাবিলার বাবা বিশ্বাস না করলে তারা বিবাহের কাগজ দেখায়। অপূর্ব বিত্তবান না হওয়ার কারণে তাকে প্রথমে মেনে নিতে চায়নি পরে অবশ্য তিনি চিন্তা করে দেখেন তার মেয়ে তো একটা ছেলেকেই বিয়ে করছে তাই তিনি মেনে নিয়েছেন। তাই সাবিলার বাবা অপূর্বকে অনেক গুলো টাকা দেয় যাতে অপূর্ব সাবিলার মন জয় করতে পারে। তখন থেকেই অপূর্ব সাবিলাকে ভালোবাসতে শুরু করে।

IMG_20221129_222341.jpg

IMG_20221129_222330.jpg

পরবর্তীতে সাবিলার বাবা তাদের সব প্লান জানতে পেরে যায়। তিনি সাবিলাকে সকল সম্পত্তি লিখে দেন এবং অপূর্বকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বারের মতো ভুল করতে নিষেধ করেন। তিনি সাবিলাকে বোঝান যে অপূর্ব ছেলেটা তাকে ভালোবেসে ফেলেছে তাই তাকে কষ্ট দেয়াটাও ঠিক হবে না। অনেক ভাবনা চিন্তার পর সাবিলারও অপূর্বকে ভালো লাগতে শুরু করে এবং সে পুনরায় অপূর্বর অফিসে যায় এবং একসাথে চলার কথা জানায়।

IMG_20221129_222355.jpg

IMG_20221129_222405.jpg

ব্যক্তিগত মতামত:

কাগজের বিয়ে নাটকে আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। বেশিরভাগ উচ্চবিত্তের মানুষ রয়েছে তারা শুধু টাকা চিনে কখনো কারো ইমোশানের মূল্য দিতে চায় না। তারা মনে করে টাকা দিয়ে সব করা সম্ভব। কিন্তু কাগজের বিয়ে নাটকে সাবিলা নূর প্রথম দিকে অপূর্বর ইমোশনকে মূল্য না দিলেও শেষ দিকে ঠিকই তার ইমোশনকে বুঝতে চেষ্টা করেছে এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে।

ব্যাক্তিগত রেটিং: ৮.৫/১০

নাটকের লিংক:

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনার নাটকের রিভিউটা পড়ে বুঝতে পারলাম নাটকটি বেস্ট ইন্টারেস্টিং। আসলে এরকমই হয় যতই টাকার জন্য একে অপরের সাথে ভালোবাসার বা অভিনয় করে না কেন একসাথে থাকতে থাকতে এমনিতেই ভালো লেগে যায়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে নাটকের রিভিউটা শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাই একসাথে থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা হয়ে যায়।

সাবিলার নুর এর নাটক গুলো আমার কাছে ভালোই লাগে। এই নাটক এর দৃশ্যপট ভালোই লাগলো। দেখি সময় পেলে দেখে নিবো। বাংলা নাটক গুলো দেখতে আমার কাছে বেশ লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর করে এই নাটকের রিভিউ দেওয়ার জন্য।

নাটক দেখতে আমারও খুব ভালো লাগে।

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক আমার দেখা হয়নি। কিন্তু আমি কয়েকদিন ভেবেছি দেখব পরে সময়ের অভাবে আর হয়নি। তবে আজকে আপনার নাটকের রিভিউ দেখে খুব ভালো লাগছে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

দেখে নেবেন আপু। আশা করছি খারাপ লাগবে না।

সাবিলা নূরের আমার অনেক আগে থেকেই ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে অপূর্বর তাদের দুজনের নাটক অনেক বেশি রোমাঞ্চকর এবং আকর্ষণীয় হয়ে থাকে সবসময়ই। যদিও এই নাটকটা এখন পর্যন্ত আমার দেখা হয়নি তবে ফেসবুকের মাধ্যমে খন্ড আকারে দেখা হয়েছে কয়েকটি পর্ব। খুবই চমৎকারভাবে আপনি সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে নাটকের বিষয়বস্তু শেয়ার করেছেন পড়ে খুবই ভালো লাগলো।

সুন্দর কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ভাই।