ফরগেট মাস্টার - মোশারফ করিম (নাটক রিভিউ)। 10% for @shy-fox & 5% for @abb-school

in hive-129948 •  2 years ago 
নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ এর সকল সদস্য খুব ভালো এবং সুস্থ আছেন।আজ আপনাদের সাথে মোশারফ করিম অভিনীত ফরগেট মাস্টার নাটকটির রিভিউ শেয়ার করব। তো চলুন শুরু করা যাক

()

ছবি: স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

নাটকের নামফরগেট মাস্টার
পরিচালকজুবায়ের ইবনে বকর
অভিনয়মোশারফ করিম, তানিয়া বৃষ্টি
দৈর্ঘ্য৪৪ মিনিট
ভাষাবাংলা
মুক্তির তারিখ১৬ জুলাই ২০২২



কাহিনী সংক্ষেপ:

নাটকের শুরুতে আমরা দেখতে পাই মোতালেব (মোশারফ করিম) ভুল করে একটি একটি বাসায় ঢুকে যায়। সেই বাসায় গিয়ে লুঙ্গি চেঞ্জ করে। বাসার মালিক এই দৃশ্য দেখে তাকে চোর বলে ধরতে যায়। মোতালেব দৌড়াতে দৌড়াতে পুলিশের সামনে গিয়ে পড়ে। পুলিশ মোতালেবকে নিয়ে বাসায় এসে তার পরিচয় জানতে চায়। কিন্তু মোতালেব কিছুতেই তার নাম মনে করতে পারে না। সেই সময় মোতালেবের স্ত্রী সেখানে আসে।

IMG_20220902_165758.jpg
IMG_20220902_165810.jpg

তারপর আমরা জানতে পারি মোতালেব কোন কিছু মনে রাখতে পারে না। সে নিজের বাসা, অফিস এমনকি নিজের নাম পর্যন্ত ভুলে যায়। মোতালেবের স্ত্রী পুলিশকে সবকিছু বুঝিয়ে বলে তাকে মুক্ত করে নিয়ে আসে। বাসায় আসার পর মোতালেব তার স্ত্রী নিপাকে (তানিয়া বৃষ্টি) অন্য নামে ডেকে ফেলে। এতে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়।

IMG_20220902_165938.jpg

পরবর্তী দৃশ্যে দেখা যায় মোতালেব বাজার নিয়ে এসে অন্য বাসায় গিয়ে কলিং বেল দিচ্ছে।বাসার মালিক তাকে চিনতে পেরে তার বাসাটি দেখিয়ে দেয়। বাসায় আসার পর তাদের স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু হয়। কারণ মোতালেবকে বাজার থেকে বড় মাছ আনার জন্য বলা হয়েছিল কিন্তু মোতালেব ভুলে যাওয়ায় সে মলা মাছ নিয়ে বাসায় এসেছে। তাই নিপা মোতালেবকে দিয়ে মলা মাছ কাটায়।

IMG_20220902_165836.jpg

IMG_20220902_165826.jpg

পরদিন মোতালেব সাহেব অফিসে যাওয়ার পর অফিসের ম্যাডাম মোতালেবকে তার রুমে ডাকেন। ম্যাম মোতালেব এর কাছে একটি প্রজেক্টের ছবি চেয়েছিল কিন্তু মোতালেব তার তার ফ্যামিলির ছবি পাঠিয়েছে এতে ম্যাডাম অনেক রাগ করেন। অফিসে থাকাকালীন মোতালেবের স্ত্রী নিপা মোতালেবকে কল দেয় এবং তাকে মনে করিয়ে দেয় আজ তার ভাইয়ের বাসায় যাবে এবং তাকে সময় মত চলে আসতে বলে।

IMG_20220902_165846.jpg

IMG_20220902_165858.jpg

ভাইয়ের বাসায় যাওয়ার সময় নিপা মোতালেবকে একটি গিফট কিনতে বলে কিন্তু মোতালেব তার মানিব্যাগ আনতে ভুলে যায়। নিপার কাছে মোতালেব এর একটি কার্ড ছিল তাই একটি এটিএম বুথের সামনে দাঁড়িয়ে টাকা তুলে আনতে বলে। কিন্তু মোতালেব টাকা তুলতে গিয়ে দেখে সে পিন নাম্বার ভুলে গেছে। অনেক চেষ্টা করে সে পিন মনে করে এবং নিপার ভাইয়ের বাসায় যায়। ফোনে কথা বলতে বলতে মোতালেব নিপার ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসে। দরজার সামনে এসে নিপাকে কল দেয় দরজা খোলার জন্য নিপা জানায় সে তাকে রেখেই বাসায় চলে গেছে।

IMG_20220902_165947.jpg

IMG_20220902_165908.jpg

পরদিন মোতালেব ভুল করে অফিসের বসকে ভিতরে রেখে অফিসের তালা দিয়ে আসে। এতে বস রাগান্বিত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। নিপা রাগ করে তার ভাইয়ের বাসায় চলে যায়।

ব্যাক্তিগত মতামত:

নাটকটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। নাটকটিতে মোশারফ করিম এবং তানিয়া বৃষ্টি দুজনেই খুব ভালো অভিনয় করেছেন। নাটকের কাহিনীটি ও ছিল দারুন। নাটকের সাউন্ড কোয়ালিটি এবং লোকেশন গুলো খুবই আকর্ষণীয় ছিল। আপনারা যারা নাটকটি এখনো দেখেননি তারা নাটকটি দেখতে পারেন। আর যারা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।

ব্যাক্তিগত রেটিং: ৮.৫/১০

ধন্যবাদান্তে
@bloggershanto

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সপ্তাহখানেক আগেই এই নাটকটা দেখেছি। ভীষণ হেসেছি শুরু থেকে শেষ পর্যন্ত। তবে হ্যাঁ শেষের দিকটাই একটু হলেও ইমোশনাল পার্ট আছে। নাটকের অভিনেতা যেখানে মোশারফ করিম, সেখানে নাটকের গুণগত মান নিয়ে কোন প্রশ্নই আসছে না। আর আপনার লেখার ধরনটা বেশ ভালো লাগলো। কিন্তু আমার একটা প্রশ্ন আপনি শেষের দিকটা লেখেন নি কেন? ফিনিশিং এর পার্টটা মিসিং দেখলাম এর পেছনে কি কোন কারণ আছে?

Cash creates a simple and quick strategy to work part time and procure extra $15,000 or considerably more than this on the web. By working in my extra time I made $17990 in my earlier month and I'm exceptionally blissful now in view of this work. you can attempt this currently by follow subtleties here.....https://curl.ro/may7p

মোশারফ করিম মানেই আলাদা লেভেলের বিনোদন। নাটক টি অনেক মজার ছিল।আমিও ভাই উনার মত ভুলে যাই,তবে সেটা পরীক্ষার হলে।হাহা

মোশারফ করিম এর নাটক মানে দারুন কিছু। আমার নাটকের রিভিউ দেখলে পড়তে ইচ্ছে করে এবং সেই সাথে নাটকটি দেখতে ইচ্ছে করে। সময় এর অভাবে তেমন দেখা হয় না। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা নাটকের রিভিউ দেওয়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।