হ্যালো বন্ধুরা । সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটকের রিভিউ নিয়ে।আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ে বহুল জনপ্রিয় নিলয় আলমগীর এবং জে.এস.হিমি অভিনীত X যখন শালি নাটকের রিভিউ নিয়ে।
ছবি: স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে
নাটকের নাম | X যখন শালি |
---|---|
পরিচালক | মহিন খান |
অভিনয় | নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি |
ধরণ | কমেডি |
দৈর্ঘ্য | ৪১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
কাহিনী সংক্ষেপ:
নাটকের শুরুতে আমরা দেখতে পাই হিমি তার বয়ফ্রেন্ড নিলয়কে চাকরির জন্য চাপ দেয়।হিমি বলে তার বাবা তার বড় বোনের বিয়ে ঠিক করেছে এখন তারও বিয়ের জন্য পাত্র দেখা শুরু করবে। তাই নিলয়কে যে করেই হোক একটি চাকরি যোগাড় করতে হবে । তাহলেই হিমি তাদের বিয়ের ব্যাপারে তার বাবার সাথে কথা বলতে পারবে।
!
নিলয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি নিলয়কে একটি চাকরির অফার দেয় এবং বলে নিলয়কে ৬ মাসের জন্য তার বরের অভিনয় করতে হবে। কারণ তার বয়ফ্রেন্ড বিদেশে থাকে এবং সে ৬ মাস পর দেশে আসবে কিন্তু তার বাবা তাকে এখনি বিয়ে দিতে চায়।নিলয় এই চাকরির প্রস্তাবে রাজি হয় না।
নিলয় যখন হিমিকে চাকরির কথা বলে তখন হিমি পুরো কথা না শুনেই চাকরিতে জয়েন করতে বলে।নিলয় হিমির কথায় চাকরিতে জয়েন করে।নিলয় যখন বর সেজে মেয়েটির বাসায় যায় তখন সেখানে হিমিকে দেখে অজ্ঞান হয়ে যায়। কারণ নিলয় যার বর সেজে এসেছে সে তার গার্লফ্রেন্ডের বড় বোন। নিলয়কে হিমি খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর কথা বলে। পরবর্তীতে যখন নিলয় আর হিমির বড় বোনকে এক রুমে রাখার কথা বলে তখন হিমি দ্বিমত পোষণ করে।সে একটু পর পর গিয়ে তাদের ডির্স্টাব করে।
পরবর্তী দৃশ্যে দেখা যায় হিমি বিষ খাওয়ার চেষ্টা করে।নিলয় এসে হিমিকে আটকায় এবং সবকিছু খুলে বলে।হিমি সব শুনে অনেক খুশি হয় এবং নিলয়কে চাকরি ছেড়ে দিতে বলে।নিলয় হিমির বোনকে চাকরি ছেড়ে দেয়ার কথা বলে কিন্তু হিমির বোন ছাড়তে চায় না। কারণ হিমির বড় বোনের বয়ফ্রেন্ড আর দেশে আসবে না তাই হিমির বড় বোন নিলয়কে বিয়ে করতে চায়।এই নিয়ে দুই বোন আত্মহত্যা করার কথা বলে।
হিমি এবং হিমির বড় বোন কেউই নিলয়কে হারাতে চায় না।তাই বিষয়টি হিমির বাবা সমাধান করার চেষ্টা করে ।হিমির বাবা টসের আয়োজন করে। তার বাবা বলে টসের মাধ্যমে যে জিতবে সেই নিলয়কে বিয়ে করতে পারবে।আপনারা যদি জানতে চান কে টসে জিতবে তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের রিভিউ এর জন্য।
ব্যক্তিগত মতামত:
X যখন শালি নাটকটি একটি কমেডি নাটক। নাটকটিতে নিলয় আলমগীর এবং জে.এস.হিমি দুজনেই খুব ভালো অভিনয় করেছেন। নাটকের লোকেশন এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো ছিল। নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অতি শীঘ্রই আমি নাটকটির দ্বিতীয় পর্বের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নাটকটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ব্যাক্তিগত রেটিং :৮.০/১০
এই নাটকটি আমিও দেখেছি খুবই ভালো লাগে ।তাদের জুটি অনেক জনপ্রিয়তা পেয়েছে মাঝে মাঝে নাটক দেখার চেষ্টা করি। আপনি খুব সুন্দর করে রিভিউ এর মাধ্যমে তুলে ধরলেন অনেক ভালো লাগলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে দুজনেই খুব জনপ্রিয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক্স যখন শালী এই নাটকটি আমি একবার দেখেছি খুবই হাস্যকর একটি নাটক ।আমি এই নাটকটি দেখে হাসতে হাসতে শেষ। দুই বোনের মাঝে কি যে দ্বন্দ্ব স্বামী নিয়ে ।ভালো লাগলো নাটকটি আপনি শেয়ার করেছেন দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা সত্যিই খুব হাস্যকর। নাটকের সবগুলো চরিত্র মজার ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit