" সহজ সুন্দর একটি মেহেদি ডিজাইন তৈরি " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ ০১ মাঘ - ১৪২৯ বঙ্গাব্দ-রোজ রবিবার - ১৫ জানুয়ারি - ২০২৩

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

IMG_20230115_182143.jpg

সম্পূর্ণ তৈরি মেহেদি ডিজাইন

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে সহজ নতুন একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো। আজ সকাল থেকে ভাবছি কি পোস্ট শেয়ার করব। ভাবতে ভাবতে চোখের সামনে মেহেদি দেখতে পেলাম তাই ভাবলাম হাতে পড়ে আপনাদের মাঝে শেয়ার করি। আমার মনে হয় প্রতিটি মেয়ের হাতে মেহেদি পড়তে ভালো লাগে। কোন অনুষ্ঠানেই নয় মেহেদী পড়তে আমার সব সময় অনেক ভালো লাগে। আজ আমি কিভাবে হাতে মেহেদি পড়েছি তা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আমার আজকের মেহেদি ডিজাইন আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সহজ সুন্দর একটি মেহেদির ডিজাইন।

67ffwkzXidjzEy3ze8QmagyYtZ8QN53p7fddqycnvwNYRL.png

মেহেদি ডিজাইন তৈরি

67ffwkzXidjzEy3ze8QmagyYtZ8QN53p7fddqycnvwNYRL.png

ধাপ ১

IMG_20230115_162000.jpg

প্রথমে হাতের ওপর আমি মেহেদি দিয়ে ছোট বড় দুটি বৃত্ত এঁকে নেই। এরপর ফুলের ছয়টি পাপড়ি ভালোভাবে হাতের উপর এঁকে নেই।

ধাপ ২

IMG_20230115_162056.jpg

সুন্দরভাবে একটি ফুলের ডিজাইন করে নেওয়ার পর ছবিতে দেখার মতো করে হাতের উপর আবার দুটি ডিজাইন করে নেই।

ধাপ ৩

IMG_20230115_162116.jpg

মেহেদি দিয়ে পাতার মতো ডিজাইন করে নেওয়ার পর হাতের উপরে দিকে আবার ফুলের ডিজাইন করে নেই।

ধাপ ৪

IMG_20230115_162207.jpg

এরপর হাতের উপরে দিকে মেহেদি দিয়ে আবার সুন্দর একটি বড় ফুলের ডিজাইন করে নেই। এরপর ফুলের মাঝে দুটি করে দাগ টেনে নেই।

ধাপ ৫

IMG_20230115_162231.jpg

মেহেদি দিয়ে হাতের ওপরে ছোট ছোট কয়েকটি ডিজাইন করে নেই। এরপর আবার কয়েকটি ফুলের পাপড়ি এঁকে নিয়ে ডিজাইন করে নেই।

ধাপ ৬

IMG_20230115_162255.jpg

হাতের মধ্যে মেহেদি দিয়ে সুন্দর করে ডিজাইন এঁকে নেওয়ার পর হাতের একটি আঙ্গুলের উপর ছোট ছোট করে ডিজাইন করে নেই।

ধাপ ৭

IMG_20230115_181606.jpg

মেহেদি দিয়ে ভালোভাবে ডিজাইন করে নিলেই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে।


অবশেষে তৈরি হয়ে যাবে মেহেদি দিয়ে সুন্দর একটি ডিজাইন। আশা করি আমার আজকের মেহেদি ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।


পোস্ট বিবরণ
বিষয়সুন্দর একটি মেহেদি ডিজাইন
ছবি তোলার মাধ্যমRealme c1
ফটোগ্রাফার@bobitabobi
লোকেশনবাংলাদেশ

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWM3QmdFeUSoq4XxqqQ67iLd96jLu6w2ZzasMe5XcPKqWgvsf5ixouPJ38P7y43RknXxhHpjq1HTUQPpxnga6jA77uo51nkxXc3ityWZLqPvxk2UCqEy8kGxhfQMYGZmXqsbjVydDVc3M5QfX3g5vAS.jpeg


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

2ieXy5AJoW1wyFA5TnNoZvHVzPDZiCc5XxQpvSU8tekNYZ1tZzX5QSYuskbECTv86ntaH3otavt8vxU8qKBwX8m9pQA3sLXJpmRURM2eRjmJQxpjhkMtk2QfKZXbhdtUcA7X6fmGoKGDGkuyNvbhCaNPT84D95CYnVoe7wGBjWEUZ29aRm2iRkX1GR9GsQHr1rmzshRx.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYfWLFDjEoFgq7TWKfcwSb2J4UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

2EjUcASSGha94wii86yy1MWHj2MWL5ovKL49Hpzo25PSKDQUvEqKrfVjXd1kTcnQhLUzBZxhxQYn3P115es9H1mnna1pcADWtQsYPyVAHML6fUghL3X7roJWjtofceR55RKLeJgPbcNG2mDzWk6ESzskqCajTMw.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেহেদি দিয়ে হাত রাঙাতে সবারই ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে মেহেদী দিতে।আগে তো কোনো কারণ ছাড়াই সব সময় হাতে মেহেদি দিতাম। কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়া এখন আর খুব একটা দেওয়া হয়না আপনার মেহেদীর ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে আপু।

আমি এখনো কোনো কারণ ছাড়াই হাতে মেহেদী পড়ি আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপনার মত ঠিক আমারও মনে হয় প্রত্যেকটি মেয়ের হাতে মেহেদি পড়লে খুবই ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে মেহেদির ডিজাইন অংকন করেছেন। মেহেদির কালার টি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে‌। আপনি মেহেদি লাগানোর প্রত্যেকটি ধাপ খুবই সুন্দরভাবে লিখেছেন যা দেখে যে কেউ খুবই সহজে একটি অংকন করতে পারবে।

ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

মেহেদির ডিজাইন এভাবে হাতে লাগালে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটবেলায় এরকম মেহেদি লাগানোর জন্য একটু বেশি আবদার করতাম। এখন তো সময় পেলে মাঝেমধ্যে লাগিয়ে থাকি। মেহেদী আঁকতে এমনিতে অনেক সময় লাগে। যা খুবই নিখুঁতভাবে অঙ্কন করতে হয়। দেখে বলতে যাচ্ছে আপনি খুবই নিখুঁতভাবে এটি অংকন করেছেন। কালার কম্বিনেশনও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখছি।

আমার কাছে এখনো মেহেদী ডিজাইন দিতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু

আপনার মেহেদি ডিজাইন টি দেখতে খুব সুন্দর লাগছে।
আমার এসব ডিজাইন দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

আমারও মেহেদী দিতে ভালো লাগে।ছোটবেলায় আগে অনেক দিতাম,কিন্তু এখন আর দেওয়া হয় না সময়ের অভাবে।কিন্তু ছোটবেলার মেহেদীর কালার এবং গন্ধ টা বেশ ভালো লাগতো,এখনটার গন্ধ টা তেমন ভালো লাগে না।যাই হোক আপনাট নকশা টা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ

আমার কাছেও মেহেদী গন্ধ অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ আপনাকে

আপনি খুব সুন্দর করে হাতে মেহেদী ডিজাইন করেছেন। আপনার হাতের মেহেদি ডিজাইন খুবই নিখুঁত হয়েছে। হাতে মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর মানিয়েছে।মেহেদি ডিজাইন করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য

অসাধারণ একটি মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। আপনি যে এত সুন্দর ভাবে মেহেদি ডিজাইন করতে পারেন তা আমার কখনো জানা ছিল না। যেহেতু ডিজাইন টা ফুলের আকৃতি তাই দেখতে আরো বেশি ভালো লাগছে

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। ধন্যবাদ আপনাকে

সত্যি মেয়েরা মেহেদী পড়তে অনেক বেশি ভালোবাসে এটা আমি দেখেছি আমার ছোট বোনের থেকে। ওর স্কুলে কোন অনুষ্ঠান থাকুক বা না থাকুক প্রায় ১৫ দিন পর পর সে হাতে মেহেদি লাগাবে। মাঝে মাঝে এ নিয়ে ঝগড়াও হয়। যাইহোক খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে।

মেয়েদের প্রিয় একটি শখ হাতে মেহেদী পড়া । আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

মেহেদিটা পেয়ে গিয়ে তো আপনার ভালো হয়েছে একসঙ্গে দুটি কাজ হয়ে গেল। হাতে মেহেদি দেওয়াও হয়ে গেল আবার পোস্ট তৈরি হয়ে গেল। ঠিকই বলেছেন মেহেদী এমন একটা জিনিস যা সব সময় লাগাতেই ভালো লাগে। কিন্তু এখন সময় সুযোগের অভাবে হাতে তেমন মেহেদী পরা হয় না কিন্তু দেখতে খুবই ভালো লাগে । আপনার আজকের মেহেদির ডিজাইনটি খুব সুন্দর হয়েছে এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। সবশেষে কালারটা খুব চমৎকার এসেছে । ধন্যবাদ আপু।

জি আপু এক সাথে দুটি কাজ হয়ে গেল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

আপু আপনি সহজ একটি মেহেদী আর্ট করেছেন, দারুন হয়েছে। মেহেদী পরতে আমারও খুব ভাল লাগে। এখন আর সময় হয়না। ঈদে দেয়া হয় শুধু।আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আর্টটি শেয়ার করলেন।আপনার পোস্ট দেখে যে কেউ এঁকে নিতে পারবে।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।

ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অভিনন্দন রইল