পরিচিতি পর্ব "আমার বাংলা ব্লগ" কমিউনিটি। ২৪ নভেম্বর ২০২৪।

in hive-129948 •  27 days ago 

আসসালামু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি । আমার বাংলা ব্লগে আমার ভেরিফিকেশন পোস্টে স্বাগতম আপনাকে । এই পোস্টে আমি নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করব । চলুন শুরু করা যাক ।

1000075097.jpg

আমার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা

আমার নাম মোহাম্মদ বখতিয়ার রশিদ । আমি এই বছর অর্থাৎ ২০২৪ এ আমার কলেজ লাইফ শেষ করলাম । আমার বয়স ২০ বছর । আমি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় বসবাস করি । আমি একজন বাংলাদেশের নাগরিক ও মুসলিম । বর্তমানে আমি একজন স্টুডেন্ট । আমি আমার লেখাপড়ার পাশাপাশি অনলাইনে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করি । আমি লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজ করতে পছন্দ করি । স্টিমিটের ভালো সময় ও খারাপ সময়ে আমি স্টিমিটের সাথে যুক্ত ছিলাম । স্টিমিটে কাজ করার ফলে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। যেমন ব্লগিং সম্পর্কে পরিস্কার ধারণা হয়েছে, এছাড়া আমি সৃজনশীল বিভিন্ন ব্লগ লিখতে পছন্দ করি এর জন্য আমি স্টিমিটে যুক্ত হয়ে আনন্দিত।

1000062429.jpg

কিভাবে আমি আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি?

২০২৩ সালে @yousha4 আমার বন্ধুর মাধ্যমে আমি স্টিমিট সম্পর্কে জানতে পারি । এরপর থেকে আমার স্টিমিট যাত্রা শুরু । আমি সে সময় বিভিন্ন কমিউনিটি ভিজিট করছিলাম, সে সময় আমি - আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে জানতে পারি ।

কেন আমি একজন গেস্ট ব্লগার হয়ে কমিউনিটিতে কাজ করতে চাই?

প্রথমত এই কমিউনিটি বাংলা ভাষাভাষীর কমিউনিটি এবং এই কমিউনিটিতে ভালো মানের পোস্টগুলোর সঠিক মূল্যায়ন করা হয় । আমার মাতৃভাষা বাংলা । আমি বাংলা ভাষায় সবচেয়ে বেশি পারদর্শী । @rme দাদা বাংলা ব্লগের জন্য যে অবদান রেখেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়, তিনি গেস্ট ব্লগার হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন । গেস্ট ব্লগার হয়ে কাজ করার জন্য যে নিয়মগুলো তিনি দিয়েছেন আশা করি আমি সেগুলো যথাযথভাবে মেনে চলতে পারব । এই কারণসমূহের জন্য আমি একজন গেস্ট ব্লগার হিসেবে কাজ করতে চাই ।

1000013739.jpg

আমি স্টিমিটে এসেছি ১১ মাসের মত হয়েছে । আমি Tron Fan Club এবং Beauty of Creativity কমিউনিটিতে কাজ করেছি । তো আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পোস্টে । ধন্যবাদ সবাইকে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।যদি এ কমিউনিটিতে কাজ করার সুযোগ পেয়ে যান তাহলে আশা করছি কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলে আমাদের সাথে কাজ করার ধারাবাহিকতা ধরে রাখবেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে, আমি নিয়মকানুন মেনে চলব ।

প্রথমতই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি গভীর আশা ব্যক্ত করছি আপনি আমাদের কমিউনিটির সমস্ত রুলস গুলো মেনে আমাদের সাথে যুক্ত থাকবেন। সেই ক্ষেত্রে আপনি আমাদের কমিউনিটির ডিসকর্ড চ্যানেলে যুক্ত হতে পারেন। এখানে আপনাকে খুবই সুন্দরভাবে গাইড করবেন আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় মডারেটরগন। সর্বোপরি আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে, আমি ইতোপূর্বে ডিসকর্ডে যুক্ত হয়েছি।

আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগত জানাই। ভালো লাগলো আপনাকে নতুন বন্ধু হিসেবে পেয়ে। আশা করি আপনি সমস্ত নিয়মকানুন মেনে সুন্দর ভাবে ব্লগের কাজ পরিচালনা করবেন। ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ।

আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্যে আপনাকে স্বাগতম। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। আপনার সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো। আশা করছি আপনি আমাদের কে খুবই সুন্দর সুন্দর ব্লগ উপহার দেয়ার চেষ্টা করবেন।

ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই। যেহেতু আপনার কোনো রেফারেল নেই তাই আপনাকে Guest Blogger হিসেবে নেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের ডিস্কর্ড সার্ভারে যোগাযোগ করুন। আর গেস্ট ব্লগার হওয়ার নিয়মাবলী নীচে পড়ে নিন। সেই সাথে আপনাকে কমপক্ষে ৫০০০ $PUSS আপনার ওয়ালেটে হোল্ড করতে হবে।

https://steemit.com/hive-129948/@rme/guest-blogger