আলু দিয়ে লইট্টা শুটকির ঝাল ঝাল ভুনা।

in hive-129948 •  last year 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20230824_134741.jpg

আজকে আমি মজাদার একটি রেসিপি তৈরি করলাম। আর এটি হলো শুটকি আর আলু দিয়ে ঝাল ঝাল ভুনা। আমার কাছে এটি খেতে খুবই ভালো লাগে।বিশেষত লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, ছুরি শুটকি আর নোনা ইলিশ এই ৪ ধরনের শুটকি আমার পছন্দের।তবে আরও কিছু শুটকি আছে যেগুলো দিয়ে অন্যান্য তরকারি রান্না করা হয়।আলু দিয়ে একটু ঝাল ঝাল করে লইট্টা শুটকি ভুনা করলে খেতে সুস্বাদু লাগে। আর এজন্য আমি এটা মাঝেমধ্যে তৈরি করে থাকি।আর আজ ভাবলাম আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব।আমি প্রথমে সবকিছু রেডি করে ফেলেছিলাম।পরে ভাবলাম আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই সবকিছুর ছবি নিয়ে নিলাম।যাইহোক শুরু করা যাক মজার রেসিপিটি।

আজকের রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

20230824_230749.jpg

উপকরণ
পরিমাণ
আলুকুচি৩ টি
পেয়াজ কুচি২টি
কাঁচামরিচ ফালি৭/৮টি
লবণদেড় চা চামচ
মরিচগুঁড়া২ চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
রসুন বাটাদেড় চা চামচ
ধনেপাতা কুচিপরিমাণ মত
লইট্টা শুটকি১৫ টি
সরিষার তেল৩ টেবিল চামচ
পানিপরিমাণ মত

রন্ধন প্রণালী

🍲প্রথম ধাপ🍲

প্রথমে শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম।তারপর তাওয়ার মধ্যে হালকাভাবে টেলে নিলাম।এরপর গরম পানিতে প্রায় আধা ঘন্টার মত ভিজিয়ে রেখে পরে ভালোভাবে ধুয়ে নিলাম।

20230824_230607.jpg

🍲দ্বিতীয় ধাপ🍲

একটি কড়াই চুলায় বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম ৩ টেবিল চামচ।পরে তেল গরম হলে পেয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে ভাজতে থাকলাম। পরে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি আবারও কিছুক্ষণ ভাজতে থাকলাম।
20230824_231052.jpg

🍲তৃতীয় ধাপ🍲

এইধাপে আমি পরিমাণ মত লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে থাকলাম।
20230824_231131.jpg

🍲চতুর্থ ধাপ🍲

এরপরে এরমধ্যে ধুয়ে রাখা লইট্টা শুটকি গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো।তারপর প্রায় ৫-৭ মিনিট মৃদু আঁচে সবকিছু ভাজতে থাকলাম।

20230824_231206.jpg

🍲পঞ্চম ধাপ🍲

এখন পরিমাণ মত পানি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রান্নার পর যখন ঝোল ঘন হয়ে এলো তখন ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলাম।ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা।খেতে অসম্ভব মজা হয়েছিল।
20230824_231309.jpg

খাওয়ার জন্য রেডি।

20230824_134807.jpg

20230824_134731.jpg

আশা করি,আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুটকি মাছের যত বেশি ঝাল দেয়া যায় তত বেশি খেতে ভালো লাগে। তাছাড়া মাঝেমধ্যে এরকম আলু দিয়ে ভুনা ভুনা করলেও খেতে খুবই ভালো লাগে। আমার কাছে লইট্টা এবং চিংড়ি শুটকি বেশি ভালো লাগে। আপনার আজকে শুটকি রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছিল। দেখতে সেরকম লোভনীয় লাগছে।

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে যেন আনন্দিত হলাম আপু ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

🙏🙏💐🦄❤

আপনার এর রেসিপির নাম শুনে মুখে পানি চলে আসলো। একই সাথে রান্নার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছেন সেই উপকরণগুলো একদমই সীমিত। এরকম সীমিত উপকরণ দিয়ে এত সুন্দর এবং সুস্বাদু রেসিপি তৈরি করে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ❤❣❤

Upvoted! Thank you for supporting witness @jswit.

💐💐🙏🙏💪

লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, ছুরি শুটকি ও নোনা ইলিশ শুটকি আমার নিজেরও অনেক পছন্দের। যাই হোক শুটকি কখনো এভাবে আলু দিয়ে ভুনা করা হয়নি। ঝাল ঝাল এভাবে মনে হয় খেতে বেশি টেস্টি ছিল। খেতে ইচ্ছে করছে বেশ।

সবসময় পাশে থেকে এভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আপু ❣।

আপু আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল।লইট্রা শুটকি আমার অনেক পছন্দের। তবে কখনো এভাবে ভুনা করিনি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ আপু যথাযথ মন্তব্য করার জন্য।

শুঁটকি মাছ আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। ঝাল ঝাল শুঁটকি মাছ ভুনা হলে তো কথাই নেই। আপনার রান্নার কালার টা দেখে অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আসলেই কালারটা সুন্দর হয়েছিল ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, ছুরি শুটকি আর নোনা ইলিশ শুটকি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। লইট্টা শুটকির ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। ছবিটি দেখে বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই খুবই মজাদার হয়েছে। ঝাল হওয়াতে আরও বেশি সুস্বাদু হয়েছে মনে হয়। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।,,

শুটকি মাছ খেতে আমার বেশ ভালোই লাগে। যদি হয় লইট্টা শুটকি মাছ তাহলে আর তো কোন কথাই নেই। আপনি আলু দিয়ে বেশ মজার করে ভুনা করলেন। শুটকি মাছ যদি একটু ঝাল ঝাল করে ভুনা করা হয় তাহলে খেতে বেশ মজার। অনেক ভালো লেগেছে আপনার রেসিপির কালার এবং উপস্থাপনা।

প্রশংসামূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।,

যেকোন শুটকিই আমার বেশ পছন্দের। তবে সিদল শুটকি আর নোনা ইলিশ খেতে বেশি পছন্দ করি। আপনার আজকের লইট্টা শুটকির রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে।দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু।ভালো থাকবেন সবসময়।।

আলু দিয়ে লইট্টা শুটকির ঝাল ঝাল রেসিপি খুব লোভনীয় হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন। 💐

আলু এবং লইট্টা মাছের শুটকির কম্বিনেশনটা খুবই সুস্বাদু হয়। একদিক থেকে লইট্টা মাছের শুটকি আমার অনেক প্রিয়। আর সেই প্রিয় লইট্টা শুটকির সাথে ঝাল করে যদি আলু দিয়ে চচ্চড়ি করা হয়, সেটি অনেক বেশি সুস্বাদু লাগে। ধন্যবাদ প্রিয় একটা রেসিপি সবার উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য।

জি ঝাল করে যদি আলু দিয়ে চচ্চড়ি করা হয়, সেটি অনেক বেশি সুস্বাদু লাগে।