♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আমাদের ব্যক্তিগত বা সামাজিক জীবনে ঘটে থাকে। আসলে আমরা যেহেতু সমাজ এবং পরিবারে বসবাস করি সে হিসেবে আমাদের সাথে বিভিন্ন রকম মানুষের পরিচয় হয়ে থাকে। আর এই মানুষগুলোর সাথে চলতে চলতে হয়তোবা একটা সময় তাদের আসল পরিচয় বোঝা যায়। তবে এর মাঝে কিছু বন্ধু রয়েছে যারা নিজেদের আচার আচরণে নিজেদের পরিবর্তনগুলো দেখিয়ে দেয়। তাদের আসল ভঙ্গিমাগুলো সবার সামনে তুলে ধরে। আমি আপনাদের সাথে তিক্ত শব্দটা নিয়ে কিছু কথা বলতে এসেছি।যারা তিতা করলা পছন্দ করে না অথবা একবার খাওয়ার পর দ্বিতীয় বার সেই করলা খাওয়া থেকে বিরত থাকে বিষয়টা কিছুটা তেমন।যার স্বাদ তেতো, তার স্বাদ যত ভিন্ন ভাবেই করা হোক বদলানোর নয়।
স্বাভাবিকভাবে একজন মানুষের সাথে যখন চলতে চলতে অনেক সময় পার করা হয় এবং তার প্রতি অনেক ভালোবাসা এবং আন্তরিকতা পোষণ করা হয়।তখন আশা করা যায় বিপরীত পাশ থেকেও ভালোবাসা পাবে। কিন্তু এত কিছুর পরও যখন তার মাঝ থেকে ঘৃণা এবং হিংসা, অহংকার এসবকিছু লক্ষ্য করা যায় তখন হয়তোবা তার প্রতি তিক্ত অনুভূতির সৃষ্টি হয়। তিক্ততা মানেই ভালো কিছু কখনোই নয়। কারণ এটি হচ্ছে ভালোবাসার মাঝে থাকা একটা খারাপ অনুভূতি। যে মানুষগুলোকে আপন রূপে আপন ভাবে নিজের সাথে মানিয়ে নেয়ার পরিকল্পনা থাকে কিন্তু সেই মানুষগুলো যখন তাদের ভেতরে থাকা হিংসা এবং স্বার্থ প্রয়োগ করে তখনই ঝটলা বাঁধে। হয়তো বা তার মাঝে যে ভালোবাসার বীজ বপণ করার কথা সেখানে তিক্ততার বীজ বপন হয়ে যায়।
এটা সবসময়ই নির্ধারণ করে তার ব্যবহার, আচার-আচরণ এর উপর। কারণেই হোক বা অকারণে যখন একজন মানুষের প্রতি কারো তিক্ততা শুরু হয়ে যায় তখন হয়তো বা তার প্রত্যেকটি আচার-আচরণই খারাপ লাগতে শুরু করে। বিশেষত যে মানুষের অন্যকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা থাকে,কাউকে বিন্দুমাত্র সম্মান বা মর্যাদা দেয় না, নিজেকে সবসময় অনেক বেশি কিছু মনে করে সেই মানুষগুলোই একটা সময় প্রিয়দের কাছে তিক্ত হয়ে ওঠে। কারণ তার আচার-আচরণ তার মধ্যকার হিংসা, স্বার্থ, লোভ এই সব কিছুই তার চরিত্রে ফুটিয়ে তোলে।নিজের চরিত্রের একটা খারাপ দিক সবার সামনে প্রকাশ করে। বিশেষ করে আপন মানুষগুলোর কাছ থেকে যদি কখনো তিক্তময় অনুভূতির সম্মুখীন হওয়া হয় তখন তার প্রতি আলাদা ভাবে কোন কিছুই কাজ করে না।
হোক সে প্রিয় মানুষ কিংবা প্রিয় বন্ধু।মনের মাঝে হিংসা যার আছে সে কখনো কাউকে আপন ভাবে না।সবসময় নিজের একার চিন্তা করা ব্যক্তি কখনো ভালোবাসার মর্ম বুঝে না। যাই হোক এই তিক্ততা কারো কারো প্রতি জন্মানো খুব খারাপ একটা ব্যাপার। তবে একদিন বা দুইদিনেই তিক্ততা জন্মায় না। তার প্রত্যেকটি আচার আচরণ তাকে অন্যের কাছে তিক্ত করে তুলে। সবাই সবার মত ভালো থাকুক, আজকের মত এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন আপু অনেকে আছে মানুষ রূপে জানোয়ার। তারা মানুষকে ভালবাসতে জানেনা পারে শুধু আঘাত করতে। যারা মানুষ হয় না তাদের ভালোবাসা পাওয়ার যোগ্য তা থাকেনা। আসলে আপনি বাস্তব কিছু কাহিনী তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। এই পৃথিবীতে মানুষ রূপে জানোয়াররা মানুষকে ক্ষতি চায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন তার আচরণ বিধি সম্পর্কে ধীরে ধীরে বুঝতে পারবেন পরবর্তীতে যদি এমনটা হয় যে সে হিংসুটে বা অহংকারী তাহলে তার প্রতি কিন্তু একটা তিক্ততা সৃষ্টি হবে অর্থাৎ ভালবাসায় ফাটল ধরতে শুরু করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু তিক্ততা একদিনে জন্মায় না। মানুষের আচার ব্যবহারে এতই খারাপ হয়ে থাকে তারপর আস্তে আস্তে তার উপর তিক্ত আসে যায়। যেমন আপনি বলেছেন করলা একবার খেলে তিতা লাগলে দ্বিতীয়বার খেতে চায় না। তেমনি অনেক মানুষ আছে তাদের উপর তিক্ততা আসে গেলে তার সাথে দ্বিতীয়বার বন্ধুত্ব বা সম্পর্ক করতে মন চায় না। ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মূল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন এই তিক্ততা কারো কারো প্রতি জন্মানো খুব খারাপ একটা ব্যাপার। তিক্ততাকে তুলে ধরে আপনি খুবই সুন্দর ভাবে আজকের পোস্টটি সম্পূর্ণ লিখেছেন। আসলে ঠিক তো তা একদিন থেকে জন্মায় না। অনেক কিছুর পর তার আচার আচরণ থেকে এই তিক্ততা জন্মায়। আসলে এক একটা মানুষ মুখোশধারী হয়ে থাকে। যারা বন্ধু নামে শত্রুরূপে পেছনে আঘাত করে। যাইহোক ভালোই লিখেছেন আজকের পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানেন তো আপু আমাদের চারপাশে এরকম মানুষের অভাব নেই যাদের মুখে মধু আর অন্তরে বিষ। এই মানুষগুলো কেমন যেন, নিজে তো অন্যের ভালো কখনোই করবে না, আবার কেউ যদি ভালো থাকে সেটাও যেন তার সহ্য হয় না। এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। লেখাগুলো পড়ছিলাম আর চোখের সামনে দুই একটা কুৎসিত মানুষের মুখ ভীষণ পরিমাণে ভেসে উঠছিল। যাই হোক, ভালো ছিল উপস্থাপনাটা আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit